ভর্তি তথ্যসকল ভর্তি খবর

গুচ্ছভুক্ত ২০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির চূড়ান্ত আবেদন শুরু

২০২০-২০২১ শিক্ষাবর্ষে GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হয়েছে। ২০টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) আজ ১ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে চূড়ান্ত আবেদন শুরু হয়েছে।

গুচ্ছভুক্ত ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চুড়ান্ত আবেদন ০১/০৯/২০২১ তারিখ দুপুর ১২:০০ টা হতে শুরু হয়ে ০৭/০৯/২০২১ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের ০৮/০৯/২০২১ তারিখ সকাল ১০:০০ টার মধ্যে অবশ্যই বিল পরিশোধ করতে হবে।

আরো পড়ুন- ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

চুড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত আবেদনকারীকে আবেদন সম্পন্ন করার জন্য নিম্নে প্রদত্ত তথ্যাবলী বিশেষভাবে প্রয়োজনঃ
১। নির্ধারিত ফরমেটে আবেদনকারীর ছবিঃ ছবিটি বর্গাকার হতে হবে, ছবির ব্যাকগ্রাউন্ড হালকা এক রঙের হতে হবে, ছবির সাইজ 100 কিলোবাইটের বেশি হতে পারবে না।
২। আবেদন ফি ১২০০.০০ (এক হাজার দুইশত) টাকা এবং উক্ত ফি-এর উপর সর্বোচ্চ ৩.৫% সার্ভিস চার্জ (৪২.০০ টাকা) SSLCOMMERZ-এর মাধ্যমে আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।
৩। পছন্দের ক্রমানুসারে কমপক্ষে ৫ টি পরীক্ষাকেন্দ্র সিলেক্ট করতে হবে।
৪। আবেদনকারী বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও অধ্যয়নের বিষয় সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, তালিকাভুক্ত শিক্ষার্থীরা আজ দুপুর ১২টা থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী যদি ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে পুনরায় তাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে।

জানা যায়, প্রথম বর্ষে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট ৩ লাখ ৬১ হাজার ৪০৬ শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেন। এতে বিজ্ঞান বিভাগে ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন, মানবিক বিভাগে ১ লাখ ৭ হাজার ৯৩৩ জন এবং বাণিজ্য বিভাগে আবেদন করেন ৫৮ হাজার ৬৩২ শিক্ষার্থী।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply