ভর্তি তথ্যরেজাল্ট

কৃষি গুচ্ছ ভর্তি সার্কুলার ২০২৪ কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

কৃষি গুচ্ছ ভর্তি সার্কুলার ২০২৪ কৃষি ও কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নয় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ করা হয়। এখানে আমরা সামনে তুলে ধরব ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত সকল তথ্যাদি।

আরো পড়ুন- পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি 

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট

সাত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ। সমন্বিত ভর্তি পরীক্ষায় এবার ৩৫ হাজার ৯৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ৪৬৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় মেধা তালিকায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৭৬.৭৫ (জিপিএসহ ১৭৬.০৩) এবং সর্বনিম্ন ৫০.২৫ (জিপিএসহ ১৫০.২৫)। লিখিত পরীক্ষা ও অপেক্ষমান তালিকাভুক্ত সর্বনিম্ন নম্বর ৩৯.৭৫ (জিপিএসহ ১৩৯.৭৫) পর্যন্ত রাখা হয়েছে।

মেধা তালিকায় ছেলে শিক্ষার্থী শতকরা ৫৫.১১ ভাগ ও মেয়ে শিক্ষার্থী ৪৪.৮৯ ভাগ। অপেক্ষমান তালিকাভুক্ত সর্বনিম্ন নম্বর ১৩৯.৭৫ পর্যন্ত রাখা হয়েছে। অপেক্ষামান তালিকা, ভর্তি ও মাইগ্রেশনের পদ্ধতিসহ অন্যান্য সব তথ্যাদি (www.admission-agri.org) ওয়েবসাইটে ও প্রতিটি কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে যথাসময়ে পাওয়া যাবে।

কৃষি গুচ্ছ ভর্তি সার্কুলার ২০২৪ কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

কৃষি গুচ্ছ ভর্তি সার্কুলার ২০২৪

৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখবেন যেভাবে

সাত কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল পাওয়া যাবে ৯ কৃষি  বিশ্ববিদ্যালয় বিষয়ক ওয়েবসাইট www.admission-agri.org। উক্ত ওয়েবসাইট এ প্রবেশ করার পর ফলাফল বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার ভর্তি পরীক্ষার রোল লিখে view result এ ক্লিক করলেই পেয়ে যাবেন ৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল।

আপনাদের সুবিধার্থে সাত কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল দেখার লিংক নীচে তুলে ধরা হলো। ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল দেখুন এখানেই।

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে ক্লিক https://admission-agri.org/results.php করুন

৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বেলা ১১টার দিকে দেশের ৬টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এবার পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রায় ৬৫.২২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল। এবার ভর্তি পরীক্ষায় ৭৫ হাজার ৮৭২ জন আবেদনকারীর মধ্যে ৩৫ হাজার ৯৮২ জনকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ৬টি কেন্দ্রে একযোগে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৭ কৃষি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে ভর্তি সংক্রান্ত তারিখ

• কোটায় নির্বাচিত প্রার্থীদের কোটা সংক্রান্ত মূল-ডকুমেন্টস যাচাইয়ের জন্য যে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্বাচিত হয়েছে, সে বিশ্ববিদ্যালয়ে সশরীরে রিপাের্ট করার তারিখ: ০৮ ডিসেম্বর ২০১৯ (রবিবার)
১০:০০ হতে ৫:০০ টা

• মেধা তালিকাভুক্ত প্রার্থীদের যে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্বাচিত  হয়েছে, সে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে মূল ডকুমেন্টস ও ভর্তি ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করার তারিখ: ১০ ও ১১ ডিসেম্বর ২০১৯ ১০:০০ টা থেকে ৫:০০ টা

• অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য অপেক্ষমান প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিষয় ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক ফলাফল প্রকাশ করার সময়: ১৪ ডিসেম্বর ২০১৯ (শনিবার)

• নির্বাচিত প্রার্থী যে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্বাচিত হয়েছে, সে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে মূল ডকুমেন্টস ও ভর্তি ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করার তারিখ: ১৭ ডিসেম্বর ২০১৯ (মঙ্গলবার) ১০:০০ টা থেকে ৫:০০ টা।

• দ্বিতীয় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য অবশিস্ট অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয় ভিত্তিক ফলাফল প্রকাশ করার তারিখ: ১৯ ডিসেম্বর ২০১৯ (বৃহস্পপ্রতিবার)

• নির্বাচিত প্রার্থী যে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্বাচিত হয়েছে, সে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে মূল ডকুমেন্টস ও ভর্তি ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করার তারিখ: ২৩ ডিসেম্বর ২০১৯ (সােমবার)।

• ক্লাশ শুরুর তারিখ: ভর্তি সম্পন্ন হওয়ার পর বা চলাকালীন ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৭ পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকা প্রণয়ন

মােট ২০০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি/সমমানের চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ-এর ৮ গুণ এবং এইচএসসি/সমমানের চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ- এর ১২ গুণ যােগ করে ফলাফল এবং মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হবে।

সাত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া ২০১৯-২০২০

• ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সময়ই মেধা তালিকা অনুযায়ী ভর্তিচ্ছুক শিক্ষার্থীগণ যে বিশ্ববিদ্যালয়ের যে বিষয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হবে, তা প্রকাশ করা হবে এবং সে বিশ্ববিদ্যালয়েই ভর্তি ফি জমা দিয়ে ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তির জন্য মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস উক্ত
বিশ্ববিদ্যালয়েই জমা দিতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি-র পরিমান ফলাফল প্রকাশের সময় ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

• ভর্তির পর আসন খালি থাকা সাপেক্ষে অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনসমূহে অপেক্ষমান তালিকা হতে ভর্তি করা হবে। অটোমাইগ্রেশনের যে কোন পর্যায়ে অটোমাইগ্রেশন বন্ধ করতে চাইলে অনলাইনে লগইন করে আবেদন করতে হবে।

• সর্বশেষ অটোমাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর প্রার্থীগণ যে যে বিশ্ববিদ্যালয় ও বিষয়ের জন্য চুড়ান্তভাবে নির্বাচিত হবে, তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এসএমএস-এর মাধ্যমে জানানাে হবে। অটোমাইগ্রেশনের কারণে যে সকল
ভর্তিকৃত ছাত্র/ছাত্রীর বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন হবে, তাদেরকে নির্ধারিত তারিখে সর্বশেষ-প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে গিয়ে পূর্বে জমাকৃত ভর্তি-ফির সাথে সেই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযােজ্য ভর্তি ফি সমন্বয় করে ভর্তির কার্যক্রম চুড়ান্ত করতে হবে। সর্বশেষ অটোমাইগ্রেশনের পর এক বিশ্ববিদ্যালয় হতে অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হওয়া ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও অন্যান্য ডকুমেন্ট বিশ্ববিদ্যালয়সমূহ পরস্পরের মধ্যে আদান প্রদান করে নেবেন।

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল প্রক্রিয়া 

ভর্তিকৃত কোন ছাত্র-ছাত্রী তার ট্রান্সক্রিপ্ট এবং অন্যান্য ডকুমেন্ট ফেরৎ নিতে চাইলে যে বিশ্ববিদ্যালয়ে তার ডকুমেন্টস রয়েছে, সে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ভর্তি বাতিলের জন্য আবেদন করতে হবে। উল্লেখ্য যে ভর্তি বাতিল করার জন্য টাকা ১০,০০০/- মাত্র ভর্তি বাতিল ফি জমা দিতে হবে।

আরো পড়ুন-  কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও আসন বিন্যাস 

 কৃষি বিশ্ববিদ্যালয় সমূহের নাম হচ্ছে

•বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
•বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
•শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
•সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট
•পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী।
•চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
•খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা।

সাত কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার রেজাল্ট ৷ ৭ টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তির বিস্তারিত তথ্য। ৭ পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group