জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

যেসব কলেজে অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সের ভর্তির সার্কুলার 2023 প্রকাশ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের মতো অনার্স প্রফেশনাল কোর্স রয়েছে। সাধারণ অনার্স কোর্সের থেকেও ভালো মানের বিষয় নিয়ে অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়া যাবে। অনার্স প্রফেশনাল কোর্সে মান সাধারণ অনার্সের থেকে বেশি এবং এই কোর্সে পড়াশোনার খরচও বেশি। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে অনার্স প্রফেশনাল কোর্সে চলমান রয়েছে।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন প্রফেশনাল কলেজসমূহে বি.বি.এ অনার্স (BBA), ব্যাচেলর অব এডুকেশন (BED), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ইলেকট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE), ব্যাচেলর অব ফাইন আর্টস (BFA) বিষয় নিয়ে অনার্স প্রফেশনাল কোর্স করা যাবে৷

এছাড়াও অনার্স প্রফেশনাল কোর্সের বিষয় সমূহের মধ্যে রয়েছে, এ্যাপারেল ম্যানুফুফ্যাকচার এন্ড টেকনোলজি(AMT), ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি(FDT), নীটওয়্যার ম্যানুফুফ্যাকচার এন্ড টেকনোলজি(KMT), টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (TMS), থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ (THM), বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, বিএসসি ইন অ্যাভিয়েশন সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং।

অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মােবাইল ব্যাকিং এর মাধ্যমে জমা দিতে হবে।

আরো পড়ুন- অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন করবেন যেভাবে

বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড থেকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৬, ২০১৭, ২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ ও মানবিক শাখা থেকে নূন্যতম জিপিএ ২.৫ এবং ২০১৮, ২০১৯, ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

অনার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্স বরাদ্দ দেয়া হবে৷

এখানে আপনাদের সামনে তুলে ধরব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব কলেজে অনার্স প্রফেশনাল কোর্স ভর্তি হতে পারবেন৷ অনার্স প্রফেশনাল কোর্স এ ভর্তির কলেজ সমূহ আপনাদের সুবিধার্থে নীচে তুলে ধরা হলো-

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্স এবং প্রফেশনাল অনার্সের পার্থক্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স কোর্সে ভর্তির কলেজসমূহ

• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা ।
• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, কুমিল্লা।
• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর।
• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর
• সরকারি টিচার্স ট্রেনিং (মহিলা) কলেজ ময়মনসিংহ।
• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,ময়মনসিংহ।
• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট।
• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল।
• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনা।
• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, যশাের।
• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রফেশনাল কোর্সে ভর্তির কলেজ সমূহ

• আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
• আইডিয়াল কলেজ, সেন্ট্রাল রােড, ধানম্ডি
• শেখ বােরহানু্দীন কলেজ, ঢাকা
• খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও, ঢাকা
• আবুজর গিফারী কলেজ, ঢাকা
• তেজগাঁও মহিলা কলেজ, ঢাকা
• দনিয়া কলেজ, ঢাকা
• বি আই এস টি, ঢাকা
• সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজ, ঢাকা
• হাবিকুল্লাহ বাহার কলেজ, ঢাকা
• ঢাকা সিটি কলেজ, ঢাকা
• তেজগাঁও কলেজ, ঢাকা
• ভূইয়া একাডেমি
• এ আই বি টি
• ঢাকা স্টেট কলেজ, ঢাকা
• বিজনেস এডঃ এন্ড ম্যানেজমেন্ট কলেজ
• ক্রাউন ইন্ঃ অব বিজনেস এন্ড টেকনােলজী মহাখালী, ঢাকা
• ঢাকা প্রফেশনাল কলেজ, ঢাকা
• ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউট, ঢাকা
• আলহাজ্ব মকবুল হােসেন ডিগ্রী কলেজ,ঢাকা
• এ আইআইসিটি, ঢাকা
• ঢাকা কমার্স কলেজ, মিরপুর, ঢাকা
• আই এস টি টি, ঢাকা
• উত্তরা টাউন কলেজ, ঢাকা
• ঢাকা বিজনেস ইনস্টিটিউট, ঢাকা
• ইনঃ অব প্রগ্নেসিভ মেরিটোক্রেসি, ঢাকা
• আইডিয়াল ইনঃ অব বিজনেস এন্ড সায়েন্স পল্লবী ঢাকা
• ঢাকা ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনােলজী
• ইনঃ অব বিজনেস এন্ড টেকনােলজী, ঢাকা
• উত্তরা ইন অব বিজনেস এন্ড টেক: ঢাকা
• মােহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ
• সাফস বিজনেস ইনস্টিটিউট
• আই এস টি, ধানমন্ডি
• লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা
• নর্দান কলেজ বাংলাদেশ
• নিউ মডেল ডিগ্রী কলেজ, ঢাকা
• মিরপুর কলেজ
• ডেফোডিল আই আই টি
• কলেজ অব টেকনােলজী, নারায়ণগঞ্জ
• বাংলাদেশ ইনঃ অব বিজনেস এন্ড টেকনােলজী, নারায়ণগঞ্জ
• হাজিগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন , চাঁদপুর
• এমআইএসটি, গাজীপুর
• বিজিআইএফটি ইনঃ অব সায়েন্স এন্ড টেক,গাজীপুর
• ন্যাশনাল কলেজ অব এডুকেশন, নরসিংদী
• চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রী কলেজ, বি-বাড়িয়া
• হ্যাভিট, টাঙ্গাইল
• জি আই আই টি, টাঙ্গাইল
• সি বি এস টি, ময়মনসিংহ
• এস আই বি এ সি এস, ময়মনসিংহ
• সিটি ইনস্টিটিউট, ময়মনসিংহ
• আইবিএ, জামালপুর
• আইবিআইটি, কিশােরগঞ্জ
• ওয়ালী নেওয়াজ খান কলেজ, কিশােরগঞ্জ
• আইজিএমআইএস, চট্টগ্রাম
• নিউরাল আই এস টি, চট্টগ্রাম
• আইকিএস, চট্টগ্রাম
• চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ,চেট্টগ্রাম
• ইসলামিয়া ডিগ্রী কলেজ, চট্টগ্রাম
• জি এ এম চার্টাট কলেজ, চট্টগ্রাম
• ডেফোডিল আই আই টি, চট্টগ্রাম
• কেবিএম কলেজ, দিনাজপুর
• ডেন্টা কম্পিউটার সায়েন্স কলেজ, রংপুর
• পাবনা কলেজ (দিবা/নৈশ), পাবনা
• জান্নাত আরা হেনরী সায়েন্স এন্ড টেকনােলজী।কলেজ,সিরাজগঞ্জ
• পিআইবিএ, রাজশাহী
• আইবিএ, রাজশাহী
• বিআইআইটি, বরিশাল
• বরিশাল ইনফরমেশন টেকনােলঞজী কলেজ
• কুষ্টিয়া হাজী আবুল হােসেন ইন:অব টেকনােলজী, কুষ্টিয়া
• ক্যান্টনমেন্ট কলেজ, যশাের
• ইলাকস, খুলনা
• খান জাহান আলী কলেজ অব সায়েন্স এন্ড টেকনােলজি, খুলনা
• সুন্দরবন সায়েন্স এন্ড বিজনেস কলেজ,সাতক্ষীরা
• লালমিয়া সিটি কলেজ, গােপালগঞ্জ
• এন হক কলেজ অব বিজনেস এন্ড টেকনােলজী, মানিকদাহ, গােপালগঞ্জ

বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির কলেজ-
কলেজ অব এভিয়েশন টেকনোলজি, উত্তরা, ঢাকা।

বিবিএ(অনার্স) ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ভর্তির কলেজ-

• ডেফোডিল ইনষ্টিটিউট,আইটি (ভি আই আই টি) শুক্রাবাদ, ঢাকা,
• আপডেট কলেজ, ঢাকা।

বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ভর্তির কলেজসমূহ

• ঢাকা সিটি কলেজ,ধানমন্ডি,ঢাকা
• নিউ মডেল ডিগ্রী কলেজ,ঢাকা
• আইডিয়াল কলেজ ,ঢাকা
• আহসান উল্লাহ ইনস্টিটিউট,মিরপুর
• ঢাকা কমার্স কলেজ,ঢাকা
• মিরপুর কলেজ,মিরপুর
• ঢাকা মহানগর মহিলা কলেজ,ঢাকা
• আই এস টি, ধানমন্ডি,ঢাকা
• নর্দান কলেজ,আসাদগেইট,ঢাকা
• ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট,ঢাকা
• আইডিয়াল ইনস্টিটিউট ,মিরপুর
• উত্তরা ইনস্টিটিউট অব বিজনেস টেকনােলজি,ঢাকা
• তেজগাঁও কলেজ,ঢাকা
• শেখ বােরহানুদ্দিন কলেজ,নাজিমুদ্দিন রােড,ঢাকা
• মােহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ,ঢাকা
• হাবিবুল্লাহ বাহার কলেজ,ঢাকা
• আই এস টি টি, ঢাকা
• বি আই এস টি, রমনা ,ঢাকা
• ডি আই আই টি ,কলাবাগান, ঢাকা
• আলহাজ্ব মকবুল হােসেন ডিগ্রী কলেজ,ঢাকা
• এম আই এস টি, গাজীপুর
• কলেজ অব টেকনােলজি,নারায়ণগঞ্জ
• স্টেট ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্টেশন এন্ড কম্পিউটার সায়েন্স কলেজ,ময়মনসিংহ
• কলেজ অব বিজনেস সায়েন্স এড টেকনােলজি (সিবিএসটি),ময়মনসিংহ
• হ্যাবিট ইনস্টিটিউট,মসজিদ রােড টাংগাইল
• গ্লোবাল ইনস্টিটিউট,টাংগাইল
• জান্নাত আরা হেনরি সায়েন্স এন্ড টেকনােলজি কলেজ,সিরাজগঞ্জ
• এন হক কলেজ অব বিজনেস এন্ড টেকনােলজি,গােপালগঞ্জ
• খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়,খুলনা
• কুষ্টিয়া হাজী আবুল হােসেন ইনস্টিটিউট অব টেকনােলজি
• ডেল্টা কম্পিউটার সায়েন্স কলেজ,রংপুর
• নর্থ বেঙ্গল ইনস্টিটিউট ,রংপুর
• বরিশার ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনােলজি,বরিশাল
• বরিশাল ইনফরমেশন টেকনােলজি কলেজ,বরিশাল
• কক্সবাজার সরকারি সিটি কলেজ,কক্সবাজার

বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ভর্তির কলেজসমূহ

• ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজী (IST), ধানমন্ডি, ঢাকা।
• বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজী (BIST), রমনা, ঢাকা।
• ইনস্টিটিউট অব ট্রেড এন্ড টেকনােলজি (আইএসটিটি), মিরপুর,ঢাকা।
• আহসানউল্লাহ ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজী (AIICT),ঢাকা
• ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজী (NIST),ঢাকা

বিএসসসি অনার্স ইন এ্যারোনেটিক্যাল এন্ড এভিয়েশন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ভর্তির কলেজ-

• কলেজ অব এভিয়েশন টেকনোলজি, উত্তরা, ঢাকা।

এ্যাপারেল ম্যানুফ্যাকচার, ফ্যাশন ডিজাইন, নীটওয়্যার ম্যানুফ্যাকচার টেকনোলজি ভর্তির কলেজ সমূহ

• ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড এন্ডত টেকনোলজি, মিরপুর, ঢাকা- (ISTT)
• ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন, ধানমন্তি ঢাকা (NID)
• ঢাকা ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনােলজি, মিরপুর,ঢাকা (DIFT)
• কলেজ অব ফ্যাশন টেকনােলজি এন্ড ম্যানেজমেন্ট, উত্তরা (CFTM)
• প্রফেশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড ফ্যাশন টেকনােলজি,উত্তরা (PISFT)
• এ্যাপারেল ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনােলজি, উত্তরা(AIFT)
• বিজিআইএফটি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজি, গাজীপুর
• বাংলাদেশ ইনস্টিটিউট অব বিজনেস এন্ড টেকনােলজি, নারায়ণগঞ্জ (BIBT)
• এমএসবি ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইন এন্ড টেকনােলজি,কুমিল্লা (MIFT)
• চট্টগ্রাম বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনােলজি,চট্টগ্রাম (CBIFT)

থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ ভর্তির কলেজ

• তেঁজগাও কলেজ, ঢাকা

ব্যাচেলর অব ফাইন আর্টস ভর্তির কলেজ সমূহ

• ঢাকা আর্ট কলেজ, ঢাকা
• এস এম সুলতান ফাইন আর্ট কলেজ, যশাের
• এস এম সুলতান বেঙ্গল চারুকলা কলেজ,নড়াইল
• রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়, রাজশাহী
• বগুড়া আর্ট কলেজ, বগুড়া
• নারায়ণগঞ্জ চারুকলা ইনষ্টিটিউট (আর্ট কলেজ) নারায়ণগঞ্জ
• শিল্পাচার্য জয়নুল আবেদীন চারুকলা ইন, ময়মনসিংহ

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply