ভর্তি তথ্য

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার খুঁটিনাটি

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় গত ১২ সেপ্টেম্বর স্কুল কলেজ খুলে দেওয়া হয়। ধারাবাহিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও খোলা হচ্ছে। এরপর ভর্তি পরীক্ষা, টার্ম, সেমিস্টার ফাইনাল, সাময়িক পরীক্ষা, পাবলিক পরীক্ষার তারিখ আসছে।

করোনার কারণে কয়েক দফা পেছানোর পর আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও বিজ্ঞান এবং প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা৷ গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৭ অক্টোবর বিজ্ঞান বিভাগের পরীক্ষা গ্রহণের মাধ্যমে। এরপর ২৪ অক্টোবর মানবিক বিভাগ ও ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেশে প্রথমবারের মতো ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় একত্রে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে। কভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে গুচ্ছ ভর্তি পরীক্ষার ব্যাপারে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অতি। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এখন শেষ পর্যায়ের প্রস্তুতি নিতে ব্যস্ত। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার খুঁটিনাটি নিয়ে এখানে আলোচনা করা হবে৷ গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও বিজ্ঞান এবং প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য ২০২১।

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবন্টন

গুচ্ছ পদ্ধতির পরীক্ষার আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, সব বিভাগেই মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। মানবিক বিভাগের ক্ষেত্রে বাংলায় ৪০ এবং ইংরেজিতে ৩৫ ও আইসিটিতে ২৫ মার্ক।

বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বাংলায় ১০, ইংরেজিতে ১০, রসায়ন ২০, পদার্থবিজ্ঞান ২০ নম্বর। আর বাকি ৪০ নম্বর আইসিটিতে। ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান ২৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২৫, বাংলা ১৩, ইংরেজিতে ১২, আইসিটিতে ২৫ মার্ক।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তির বিভাগ পরিবর্তন

বিভাগ পরিবর্তন বা ঘ ইউনিটের জন্য আলাদাভাবে কোনো পরীক্ষা নেওয়া হবে না। একজন শিক্ষার্থী কেবল একটি পরীক্ষায়ই অংশগ্রহণ করবে। বিভাগ পরিবর্তন করতে চাইলে উক্ত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় প্রদত্ত নিয়ম অনুসারে মাইগ্রেশন করে ভর্তি হতে পারবে।

ভর্তি পরীক্ষার নেগেটিভ মার্কিং

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, প্রচলিত নিয়মেই গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের নিয়মে তেমন পরিবর্তন আসছে না। পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ কাটা যাবে।

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ভর্তির পরীক্ষা যথা সময়েই অনুষ্ঠিত হবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ক ইউনিটের পরীক্ষা ১৭ অক্টোবর, খ ইউনিটের ২৪ অক্টোবর এবং গ ইউনিটের পরীক্ষা ১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্য

ভর্তির ক্ষেত্রে এমসিকিউ ১০০ মার্কের পর ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয় এসএসসি, এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে প্রত্যেক বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা শর্তে ভর্তির সুযোগ দিবে। এক্ষেত্রে একেক বিশ্ববিদ্যালয়ের শর্ত একেক রকমও থাকতে পারে।

জানা গেছে, ২০১৯ ও ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা পাস করেছে, তারা সবাই আবেদনের সুযোগ পেয়েছেন। পরীক্ষাও দিতে পারছেন। তবে ফার্স্ট টাইম ও সেকেন্ড টাইম নির্ধারণ করে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেবে নিজ নিজ বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে নিজস্ব শর্ত প্রয়োগ করা হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply