ভর্তি তথ্যশিক্ষা নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবিতে সপ্তম মেধাতালিকা 2022 প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবিতে সপ্তম মেধাতালিকা 2022 প্রকাশ। ২০২০-২০২১ সালের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির ৭ম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এখনো ফাঁকা রয়েছে ১৯.৬৩ শতাংশ (প্রায় ২০ শতাংশ) আসন। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ইউনিটে ফাঁকা থাকা মোট ৫৪৩টি আসনের বিপরীতে মনোনীত বিষয় পেয়েছে শিক্ষার্থীরা।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন ২ হাজার ৭৬৫টি। মেরিট তালিকা অনুযায়ী, ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে আসন খালি ছিল ৪৩৩টি। এর আগে ষষ্ঠ মেধা তালিকিায় এ ইউনিটে ৩৭১৮ থেকে ৪১৫০ মেধাতালিকা পর্যন্ত বিষয়ের জন্য মনোনীত হয়। এ ছাড়া ‘বি’ (মানবিক) ইউনিটে আসন খালি ছিল ১২৪টি। এই ইউনিটে বিষয় পেয়েছেন ১৫৫১ থেকে ১৭৭৪ পর্যন্ত মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা। ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৬৪টি সিট ফাঁকা থাকায় ১১২৬ থেকে ১১৯২ পর্যন্ত মেধাতালিকার শিক্ষার্থীরা বিষয়ের জন্য মনোনীত হন।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর ও আইটি সেল সূত্রে বুধবার এসব তথ্য জানা যায়।রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ ফেব্রুয়ারির মধ্যে সপ্তম মেধাতালিকার ভর্তি ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। ৫ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত মনোনীত বিভাগে কাগজপত্র জমা দেয়া যাবে এবং ৬ ফেব্রুয়ারি ডিন অফিসে স্বয়ংক্রিয় মাইগ্রেশন বন্ধের আবেদন করা যাবে।

 

আইটি সেলের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, বিজ্ঞানে (এ ইউনিট) ৪ হাজার ১৫০ মেধাক্রম থেকে ৪ হাজার ৫৩২ পর্যন্ত, মানবিকে (বি ইউনিট) ১ হাজার ৭৭৫ থেকে ১ হাজার ৮৭৮ মেধাক্রম পর্যন্ত এবং বাণিজ্য (সি ইউনিট) ১ হাজার ১৫২ থেকে ১ হাজার ২৪৬ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়ন পেয়েছে।

 

‘এ’ ইউনিটের জন্য ১৩টি বিভাগে আসনসংখ্যা ৮২৫, ‘বি’ ইউনিটে ১৭ বিভাগে ১ হাজার ২৭০টি আসন রয়েছে৷ ‘সি’ ইউনিটের চারটি বিভাগের আসনসংখ্যা ৫২০টি। এ ছাড়া সংগীত, চারুকলা ও নাট্যকলা বিভাগে ৪০টি করে এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ৩০টি আসন রয়েছে।

Seventh merit list published in JOB. The seventh merit list for the four-year term graduation (honors) and BBA first-year admission of 2020-2021 has been published. There is still 19.83 percent (about 20 percent) seats vacant. Students got nominated subjects against a total of 543 vacant seats in the Science, Humanities, and Commerce units.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply