ভর্তি তথ্যসকল ভর্তি খবর

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ পলিটেকনিক ইনস্টিটিউট

কারিগরি শিক্ষাবোর্ডের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানসমূহে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তির বিজ্ঞপ্তি ও নির্দেশিকা প্রকাশিত হয়েছে। কারিগরি শিক্ষাবোর্ডের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

২০২১-২০২২ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের আওতাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর পরিচালিত সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিক, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট (কুমিল্লা), রাজশাহী সার্ভে ইনস্টিটিউট ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের বিভিন্ন টেকনােলজিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ।

এছাড়াও বিএমইটি পরিচালিত বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনােলজিসমূহে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের মেরিন, শিপ বিল্ডিং টেকনােলকজিতে ১ম পর্বের ১ম ও ২য় শিফটে শিক্ষার্থী ভর্তির জন্য অন-লাইনে আবেদন আহবান করা হয়েছে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির শিক্ষাগত যােগ্যতা :

• সকল শিক্ষা বাের্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি দাখিল এসএসসি +ভােকেশনাল)/ দাখিল (ভােকেশনাল)/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে ছাত্রদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জি.পি. ৩.০০ সহ কমপক্ষে জি.পি.এ. ৩.৫০ প্রাপ্ত শিক্ষার্থরা এবং ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জি.পি.এ ৩.০০ সহ কমপক্ষে জি.পি.এ. ৩,০০ প্রাপ্ত শিক্ষার্থীরা অথবা ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে “সি গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ডি গ্রেডে উত্তীর্ণ যেকোন বয়সের শিক্ষার্থীরা ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। জিপিএ পদ্ধতি চালুর পূর্বে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগপ্রাপ্ত উত্তীর্ণ যে কোন বয়সের শিক্ষার্থী আবেদন করতে পারবে।

• উল্লেখ্য, সাধারন, মাদ্রাসা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাধারার যথাত্রমে: বিজ্ঞান, দাখিল (বিজ্ঞান) ও এস.এস.সি. (ভােক:)/দাখিল (ভােক:) ব্যতিত অন্যান্য বিভাগ এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি/সমমান পরীক্ষায় পাস করেছেন সেসকল “Non Scicnce” শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে শিখনসল্পতা (learning gap) দুরীকরনের লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক প্রণয়নকৃত ০৬ (ছয়) সপ্তাহব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স (Remcdial Coursc) এর বিষয়বস্তুর উপর বাের্ড কর্তৃক অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত জিপিএ থাকা সাপেক্ষে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম পর্বে ভর্তির আবেদনের যােগ্য বলে বিবেচিত হবে। এ সকল শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স (Remedial Course) এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য বর্ণিত লিংকে (http//180211164.133/remedliall) রেজিস্ট্রেশনের জন্য অনুরােধ করা হয়েছে।

• এস.এস.সি, সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনােলজি, নারায়ণগঞ্জ হতে ০২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্স পাস প্রার্থীরাও আবেদন করতে পারবে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির আবেদনের পদ্ধতি ও নিয়মাবলী

• ভর্ভিচ্ছু প্রার্থীকে অন-লাইনে ১ম ও ২য় শিফটের যে কোন এক শিফটের জন্য আবেদন ফি বাবদ ১৬০/- (একশত ষাট টাকা) অথবা উভয় শিফটে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ৩২০/ (তিনশত বিশ টাকা) প্রথমে টেলিটক/রকেট/বিকাশ/নগদ এর মাধ্যমে জমা দিতে হবে। অতঃপর www.btebadmission.gov.bd, www.tmed.gov.bd, www.bmet.gov.bd (Application form) যথাযথভাবে পূরণ করতে হবে।

• ২০১৫ সালের পূর্বের এসএসসি/সমমান পরীক্ষায় পাশকৃত সকল শিক্ষার্থীদের অথবা কোন কোন ক্ষেত্রে তার পরের পাশকৃত শিক্ষার্থীদেরকে (যাদের তথ্য ডাটাবেসে নেই) আবেদন ফি প্রদানে বিশেষ সতর্কতার অনুরােধ জানানাে যাচ্ছে, আবেদন ফি প্রদানের পর উক্ত শিক্ষার্থীরা আবেদন ফর্ম পূরনের পূর্বে নির্ধারিত বিশেষ ফর্মে এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল এবং ব্যক্তিগত প্রয়ােজনীয় তথ্য প্রদান করবেন। এই ক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী শিক্ষার্থীর আবেদন বাতিল হয়ে যেতে পারে।

• অথবা www.bteb.gov.bd অথবা www.techedu.gov.bd অথবা অথবা www.dot.pov.hd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এস,এস.সি. উত্তীর্ণ আবেদনকারী যারা ম্যানুয়ালি আবেদন করবে তাদের মূল নম্বরপত্র, নম্বরপত্রের সত্যায়িত কপি ও পাসপাের্ট সাইজের ২কপি সত্যায়িত রঙ্গিন ছবিসহ আবেদনপত্র আগামী ২০/০২/২০২২ খ্রি তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের মূল ভবনের ৫০৫ নং কক্ষে প্রকৌ, মােঃ হুমায়ন কবির, মূল্যায়ন কর্মকর্তা বরাবর সরাসরি পৌছানাে নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

• সংরক্ষিত কোটার (ভােকেশনাল ও মহিলা কোটা ব্যতিরেকে) আবেদনকারীগণ অন-লাইনে আবেদন করার পরে আবেদনের প্রিন্ট কপি ও ভর্তির নীতিমাল-২০২১ এর অনুচ্ছেদ ৭.০ এ বর্ণিত ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতির (প্রযােজ্য ক্ষেত্রে) সকল কাগজপত্র আগামী ২০/০২/২০২২খ্রি, তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০ ঘটিকা হতে ৫.০০ ঘটিকা পর্যন্ত) বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের মূল ভবনের ৫০৫ নং কক্ষে প্রকৌ, মােঃ হুমায়ন কবির, মূল্যায়ন কর্মকর্তা বরাবর সরাসরি অথবা খামে “ভর্তি কোটার আবেদন” লেখাসহ ডাকযােগে পৌছানাে নিশ্চিত করতে হবে। অন্যথায় নির্ধারিত কোটা বিবেচ্য হবে না।

• ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর, বস্ত্র অধিদপ্তর, বিএমইটিসহ সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, মনােটেকনিক ইনসটিটিউট, মেরিন ইনস্টিটিউট এবং টেক্সটাইল ইনস্টিটিউটসমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি

• টেলিটক মােবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে BTAD লিখে, স্পেস দিয়ে শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এস.এস.সি. পরীক্ষার রােল নম্বর লিখে, স্পেস দিয়ে এস.এস.সি, পাসের সন লিখে স্পেস দিয়ে ভর্তির শিফটের নির্ধারণ অক্ষর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

উদাহরণঃ BTAD <Space>XXX<Space>YYYYYY< Space>ZZZZZ<Space>S

এখানে, XXX এর স্থলে আবেদনকারী যে শিক্ষা বাের্ড থেকে এস.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে বাের্ডের নামের সংক্ষিপ্ত রুপ যেমনঃ ঢাকা বাের্ডের বেলায় (DHA), সিলেট (SYL), বরিশাল (BAR), চট্টগ্রাম (CHA), কুমিল্লা (CUM), দিনাজপুর (DIN), যশাের (JAS), রাজশাহী (RAJ), মাদ্রাসা (MAD), কারিগরি (TEC), ময়মনসিংহ (MYM), [উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (BOU)] YYYYYY এর স্থলে আবেদনকারীর এস, এস.সি. পাসের রােল নম্বর ও ZZZZ. এর স্থলে এস.এস.সি, পাসের সন এবং S-এর স্থলে ১ম শিফট (A), ২য় শিফট (B) এবং উভয় শিফট (C) হবে।

SMS-প্রেরণকারী আবেদনের যােগ্য হলে প্রার্থীর নাম, পিতার নাম, শিফট, একটি PIN নম্বর এবং পরীক্ষার ফি হিসেবে এক শিফটের জন্য ১৬০-(একশত ষাট) / উভয় শিফটের জন্য ৩২০/= (তিনশত বিশ) টাকা কেটে রাখার সম্মতি চেয়ে ফিরতি SMS দেয়া হবে। ফিরতি SMS মনােযােগের সাথে দেখে নিয়ে তথ্যাদি সঠিক থাকলে সম্মতি দিতে হবে। সম্মতি দেয়ার জন্য BTAD<Space>YES<Space>PIN<Space> যােগাযােগের Mobile Number লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

উদাহরণঃ BTAD<Space>YES<Space>PIN<Space> Mobile Number

তবে যেকোন অপারেটরের একটি Mobile Number কেবলমাত্র একজন প্রার্থীর যােগাযােগের জন্য ব্যবহার করতে হবে। প্রার্থীকে Money receipt নম্বরসহ একটি ফিরতি SMS দেয়া হবে। উল্লেখ্য যে, Money receipt নম্বরটি নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে এবং Money receipt নম্বরটি পাওয়ার পরে অন-লাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির সময়সীমা ২০২১-২০২২

অন-লাইনে আবেদনের সময়সীমা: ১৩/১২/২০২২ হতে ২৭/১২/২০২২ (রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত)

ফলাফল প্রকাশের তারিখ: ০১/০১/২০২৩ (১ম পর্যায়)

অনলাইনে ভর্তি নিশ্চায়নের তারিখ: ২৫/০২/২০২২ হতে ০১/০৩/২০২২

প্রতিষ্ঠানে স-শরীরে ভর্তির সময়সূচি: ০২/০৪/২০২২ থেকে ০৯/০৪/২০২২

শিক্ষার্থীদের সংশ্লিট প্রতিষ্ঠানে মূল নম্বরপত্র, ছবি (৩ কপি), প্রশংসাপত্র (ফটোকপি) জমা প্রদান সাপেক্ষে নির্দিষ্ট তারিখের মধ্যে প্রতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে। বর্ণিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্ব-শরীরে ভর্তি না হলে, অনলাইন ভর্তি বাতিল বলে গণ্য হবে। আসন শুন্য থাকা সাপেক্ষে পরবর্তীতে অপেক্ষামান তালিকা হতে ভর্তি করা হবে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ পলিটেকনিক ইনস্টিটিউট

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ পলিটেকনিক ইনস্টিটিউট

 

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির নির্বাচন প্রক্রিয়া

এসএসসি পাসের রেজাল্ট, পছন্দের ক্রম, কোটা ও অন্যান্য প্রযােজ্য শর্তের ভিত্তিতে প্রার্থীর প্রতিষ্ঠান-টেকনােলজি নির্বাচন করা হবে

অপেক্ষমান তালিকা প্রণয়ন: মােট আসন সংখ্যা অনুযায়ী মেধা, পছন্দের ক্রম ও কোটাভিত্তিক তালিকা প্রণয়নের পাশাপাশি একটি অপেক্ষমান তালিকা প্রণয়ন করা হবে।

মেধাক্রম অনুযায়ী ভর্তিকৃত প্রার্থী পছন্দের ক্রমানুসারে প্রতিষ্ঠান/টেকনােলজিভিত্তিক মাইগ্রেশনের সুযােগ পাবে। উল্লেখ্য নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন ডিফল্টভাবে খােলা থাকবে এবং পছন্দক্রম অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে উপরের ক্রমিক নম্বরে যাওয়ার সুযােগ থাকবে। এক্ষেত্রে যতবার অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ করা হবে, তার পূর্বে ততবার অটোমাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে। অটোমাইগ্রেশন খােলা থাকলে সর্বশেষ যে টেকনােলজি-প্রতিষ্ঠানে অটোমাইগ্রেশন হবে সেখানেই অধ্যায়ন করতে হবে। তবে শিক্ষার্থী চাইলে অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবে।

মেধা তালিকা অনুযায়ী ভর্তির সময়সীমা অভিক্রান্ত হওয়ার পর প্রতিষ্ঠান/টেকনােলজিভিত্তিক শূন্য আসনে অপেক্ষমান তালিকা হতে মেধা, পছন্দক্রম ও কোটার ক্ৰমানুসারে ভর্তি করা হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply