ভর্তি তথ্যসকল ভর্তি খবর

ডিপ্লোমা ইন টেক্সটাইল/কৃষি/ফিসারিজ/ফরেস্ট্রি/লাইভস্টক কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানসমূহে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/ টেক্সটাইল কৃষি ফিসারিজ ফরেস্ট্রি/ লাইভস্টক শিক্ষাক্রমে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানসমূহে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ফিসারিজ, ফরেস্ট্রি ও লাইভস্টক শিক্ষাক্রমে এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ফিসারিজ শিক্ষাক্রমের ১ম পর্বের ১ম ও ২য় শিফটে শিক্ষার্থী ভর্তির জন্য অন-লাইনে আবেদন আহবান করা হয়েছে।

ডিপ্লোমা ভর্তির শিক্ষাগত যােগ্যতা :

সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে:

ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম এর ক্ষেত্রে: সকল শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল/ এস.এস.সি(ভােকেশনাল)/ দাখিল (ভােকেশনাল) / সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ছাত্রদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপি ৩.০০ সহ কমপক্ষে জিপিএ ৩.৫০ এবং ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপি ৩.০० সহ কমপক্ষে জিপিএ ৩.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা অথবা ‘ও লেভেলে যেকোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে ন্যুনতম ‘ডি গ্রেড পেয়ে যে কোন সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। জিপিএ পদ্ধতি চালুর পূর্বে এস.এস.সি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ প্রাপ্ত যে কোন সালে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে।

উল্লেখ্য, সাধারন, মাদ্রাসা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাধারার যথাক্রমে: বিজ্ঞান, দাখিল (বিজ্ঞান) ও এস.এস.সি. (ভােক:)/দাখিল (ভােক:) ব্যতিত অন্যান্য বিভাগ এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি/সমমান পরীক্ষায় পাস করেছেন সেসকল “ঘড়হ ঝপরবহপবচ শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে শিখনসল্পতা (খবধৎহরহম এধঢ়) দূরীকরনের লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক প্রণয়নকৃত ০৬ (ছয়) সপ্তাহব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স (Remedial Course) এর বিষয়বস্তুর উপর বাের্ড কর্তৃক অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত জিপিএ থাকা সাপেক্ষে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম পর্বে ভর্তির আবেদনের যােগ্য বলে বিবেচিত হবে। এ সকল শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স (জবসবফরধষ ঈড়ংব) এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য বর্ণিত লিংকে (যঃঃঢ়://১৮০.২১১.১৬৪.১৩৩/ৎবসবফরষ/) রেজিস্ট্রেশনের জন্য অনুরােধ করা হলাে।

ডিপ্লোমা-ইন-এপ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা-ইন-লাইভস্টক ও ডিপ্লোমা- ইন-ফিসারিজ ক্ষেত্রে: সকল শিক্ষা বাের্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল এস.এস.সি ( ভোকেশনাল) / দাখিল (ভােকেশনাল) / সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ ২.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা অথবা ‘ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে সি গ্রেড ও অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি গ্রেড পেয়ে উত্তীর্ণ যে কোন বয়সের শিক্ষার্থীরা ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। জিপিএ পদ্ধতি চালুর পূর্বে এস.এস.সি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ২য় বিভগে উত্তীর্ণ যে কোন বয়সের শিক্ষার্থী আবেদন করতে পারবে। তবে ডিপ্লোমা-ইন-লাইভস্টক শিক্ষাক্রমের ক্ষেত্রে ‘জীববিজ্ঞান বিষয়ে জিপি ৩.০০ সহ বিজ্ঞান বিভাগ থেকে সম্প্রতি পাসকৃতদের অগ্রাধিকার দেয়া হবে এবং মাট জিপিএ এর ভিত্তিতে মেধা তালিকা করা হবে। এক্ষেত্রে সমান জিপিএ প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে জীববিজ্ঞান বিষয়ে প্রাপ্ত জিপি বিবেচনা করা হবে।

অন-লাইনে আবেদনের সময়সীমাঃ ০৯/০৮/২০২৩ হতে ৩১/০৮/২০২২ (রাত ১১: ৫৯ ঘটিকা পর্যন্ত)

ফলাফল প্রকাশের তারিখঃ ০৭/০৯/২০২৩ (১ম পর্যায়)

অনলাইনে ভর্তি নিশ্চায়নের তারিখঃ ০৭/০৯/২০২৩ হতে ১১/০৯/২০২৩ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চায়ন ফি প্রদান করে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।

প্রতিষ্ঠানে স্ব-শরীরে ভর্তির সময়সূচিঃ ভর্তি নিশ্চায়ন করার ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্ব-শরীরে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। অন্যথায় প্রতিষ্ঠান কর্তৃক ভর্তি নিশ্চায়ন বাতিল করতে পারবে।

ডিপ্লোমা ইন টেক্সটাইল/কৃষি/ফিসারিজ/ফরেস্ট্রি/লাইভস্টক কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ BTEB Polytechnic Diploma Engineering Admission Circular 2023

 

  

ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী ও ফলাফল নির্ধারিত ওয়েবসাইট www.btebadmission.gov.bd এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের ওয়েবসাইট www.bteb.gov.bd থেকে ও জানা যাবে।

এই ভর্তি নির্দেশিকার যে কোনধারা নিয়মাবলীর সংশােধন, সংযােজন, পরিবর্তন বা বাতিল করার অধিকার বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে। অন-লাইনে সর্বোচ্চ সরকারী ১৫টি প্রতিষ্ঠান/টেকনােলজি এবং বেসকারী ১টি প্রতিষ্ঠান/টেকনােলজি -তে আবেদনের জন্য ১৬০/- (একশত ষাট টাকা মাত্র) রকেট, সােনালী ব্যাংক ও বিকাশ এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। অন-লাইন আবেদনে শিক্ষার্থীর কোন তথ্য অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার আবেদন/চূড়ান্ত ভর্তি বাতিল করার অধিকার বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ভর্তির বিস্তারিত বিজ্ঞপ্তি www.btebadmission.gov.bd ওয়েবসাইট প্রকাশ করা হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত কারিগরি শিক্ষা ক্ষেত্রে ভর্তি নীতিমালা-২০২১ অনুসারে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

এসএসসি পাসের ফলাফল, পছন্দক্রম, কোটা ও অন্যান্য শর্তের ভিত্তিতে প্রার্থীর মেধা তালিকা প্রণয়ন করা হবে। মেধাক্রম অনুযায়ী ভর্তিকৃত প্রার্থী পছন্দের ক্রমানুসারে প্রতিষ্ঠান/টেকনােলাজিভিত্তিক মাইগ্রেশনের সুযােগ পাবে। তবে শিক্ষার্থীরা পছন্দক্রম অনুযায়ী প্রতিষ্ঠান টেকনােলজি ভর্ত্তির সুযােগ পেলে শিক্ষার্থীরা তার মাইগ্রেশন বন্ধ করতে হবে। অন্যথায় অটোমাইগ্রেশন হলে কারিগরি শিক্ষা বাের্ড দায়ী থাকবে না।

ভর্তি কার্যক্রমের সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অপারেটরসহ সংশ্লিষ্ট সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। যে কোন তথ্যের জন্য বর্ণিত নম্বরসমূহে সরকারি ছুটির দিন ব্যতিত অফিস চলাকালিন সময় যােগাযােগ করা যাবে। মােবাইল: ০১৩২২-৮৩০৩০৮, ০১৩২২-৮৩০৩০৯ (বোর্ড) ও ০১৩০৪৭৩২১৯৬, ০১৩০৫৭০৩৮৭১, ০১৩০৫৭০৩৮৬৫, ০১৭২৭২৩৩৫২৪ (বুয়েট)

ডিপ্লোমা ইন টেক্সটাইল ভর্তি বিজ্ঞপ্তি ,
কৃষি ভর্তি বিজ্ঞপ্তি ,
ফিসারিজ ভর্তি বিজ্ঞপ্তি ,
ফরেস্ট্রি ভর্তি বিজ্ঞপ্তি ,
লাইভস্টক কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply