শিক্ষা নিউজসকল ভর্তি খবর

ডিপ্লোমা ভর্তি রেজাল্ট ২০২৩ – সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি 2023

ডিপ্লোমা ভর্তি রেজাল্ট ২০২৩ -সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি 2023. বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসমূহে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে Government Polytechnic Institute diploma Engineering course admission 2023-2024 Session has Been Published.

 ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি 2019

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসমূহে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড আওতাধীন সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিক, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট (কুমিল্লা), রাজশাহী সার্ভে ইনস্টিটিউট, ভােকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (বগুড়া), নেকার (বগুড়া) এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি কোর্সে ১ম ও ২য় শিফটে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।

আরো পড়ুন –

একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি 2023

এইচএসসি (ভােকেশনাল)  (ব্যবসায় ব্যবস্থাপনা) ও (ডিপ্লোমা ইন কমার্স)  প্রোগ্রামে ভর্তি

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সময়সূচি :

• ১ম পর্যায়ের জন্য ভর্তির আবেদন প্রক্রিয়া শুরুঃ ০৯-৩১ আগস্ট ২০২৩ রবিবার থেকে

• ফলাফলঃ  ৭ সেপ্টেম্বর  ২০২৩

• নিশ্চায়নের সময়সীমাঃ ৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর ২০২০

• ২য় পর্যায়ের জন্য ভর্তির আবেদন প্রক্রিয়া শুরুঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩

• মাইগ্রেশনঃ ১ম মাইগ্রেশন ১৯ সেপ্টেম্বর ২০২৩

• ফলাফলঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩

• নিশ্চায়নের সময়সীমাঃ ১৯-১২২ সেপ্টেম্বর ২০২৩

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির শিক্ষাগত যােগ্যতা :

• ভর্তির জন্য এস,এস,সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ছেলেদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জি,পি,এ, ৩.০০ সহ ন্যূনতম ৩.৫০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা এবং মেয়েদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জিপিএ ৩.০০ সহ ন্যূনতম ৩.০০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা এবং ‘ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে কমপক্ষে ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ‘ও’ লেভেল হতে যারা পাস করেছে তাদের নম্বর সনদ সাধারন শিক্ষা বাের্ড থেকে এসএসসি এর সমমান করে মেধাক্রম অনুসারে ভর্তির সুযােগ দেওয়া হবে। শিক্ষার্থীরা সাধারন বাের্ড হইতে নম্বর সনদের সমমান মূল্যায়ন পত্র কারিগরি শিক্ষা বাের্ডে জমা দিতে হবে।

• এস,এস,সি,সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত ০২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্স পাস প্রার্থীরাও আবেদন করতে পারবে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আবেদনের পদ্ধতি ও নিয়মাবলী :

• ভর্তিচ্ছু প্রার্থীকে অন-লাইনে ১ম ও ২য় শিফটের যে কোন এক শিফটের জন্য আবেদন ফি বাবদ ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) অথবা উভয় শিফটে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ৩০০/ (তিনশত টাকা) প্রথমে টেলিটক/রকেট/শিওরক্যাশ/বিকাশ এর মাধ্যমে জমা দিতে হবে। অতঃপর www.btebadmission.gov.bd
অথবা www.bteb.gov.bd অথবা www.techedu.gov.bd অথবা www.tmed.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম (Application form) যথাযথভাবে পূরণ করতে হবে।

• ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর, সহ সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ফি জমা দেয়ার পদ্ধতি :

টেলিটক মােবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে BTAD লিখে, স্পেস দিয়ে শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এস,এস,সি, পরীক্ষার রােল নম্বর লিখে, স্পেস দিয়ে এস.এস.সি পাসের সন লিখে স্পেস দিয়ে ভর্তির শিফটের নির্ধারণ অক্ষর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

উদাহরণঃ BTAD<Space>Xxx<space>YYYYYY< Space>ZZZZ<Space>S এখানে, XXX এর স্থলে আবেদনকারী যে শিক্ষা বোর্ড থেকে এস,এস,সি, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে বাের্ডের নামের সংক্ষিপ্ত রুপ [যেমন, ঢাকা বাের্ডের বেলায় (DHA), সিলেট (SYL), বরিশাল (BAR), চট্টগ্রাম (CHI), কুমিল্লা (COM), দিনাজপুর (DIN), যশাের (JES), রাজশাহী (RAJ), মাদ্রাসা (MAD), কারিগরি (‘TEC)], উন্মুক্ত (BOU) YYYYYY এর স্থলে আবেদনকারীর এস,এস,সি, পাসের রােল নম্বর ও ZZZZ এর স্থলে এস.এস.সি, পাসের সন এবং S-এর স্থলে ১ম শিফট (A), ২য় শিফট (B), উভয় শিফট (C) হবে।

• SMS-প্রেরণকারী আবেদনের যােগ্য হলে প্রার্থীর নাম, পিতার নাম, শিফট, একটি PIN নম্বর এবং পরীক্ষার ফি হিসেবে এক শিফটের জন্য ১৫০/-(একশত পঞ্চাশ) । উভয় শিফটের জন্য ৩০০/= (তিনশত) টাকা কেটে রাখার সম্মতি চেয়ে ফিরতি SMS দেয়া হবে। ফিরতি SMS মনােযােগের সাথে দেখে নিয়ে তথ্যাদি সঠিক থাকলে সম্মতি দিতে হবে। সম্মতি দেয়ার জন্য BTAD<Space>YES<Space>PIN<Space> যােগাযােগের Mobile Number লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। তবে যেকোন অপারেটরের একটি Mobile Number কেবলমাত্র একজন প্রার্থীর যােগাযােগের জন্য ব্যবহার করতে হবে। প্রার্থীকে Money receipt নম্বরসহ একটি ফিরতি SMS দেয়া হবে। উল্লেখ্য যে, Money receipt নম্বরটি নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে এবং Money receipt নম্বরটি পাওয়ার পরে অন-লাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি 2023

কনিক ভর্তি সার্কুলার ২০২৩ BTEB Polytechnic Diploma Engineering Admission Circular 2023

 

  

পলিটেকনিক

সরকারি পলিটেকনিক কলেজের তালিকা 2023

সরকারি পলিটেকনিক কলেজের তালিকা 2020

রকেট ও শিউর ক্যাশের মাধ্যমে ভর্তি ফি জমা দেওয়ার পদ্ধতি

 ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি 2019

অনলাইনে আবেদন করতে ক্লিক করুন
www.btebadmission.gov.bd

ডিপ্লোমা ভর্তি রেজাল্ট ২০২৩ – আবেদন ফর্ম পূরণের ধাপ :

• www.btebadmission.gov.bd হতে Govt. Programs -এর আওতাধীন Diploma in Engineering বাটনে অথবা
www.bteb.gov.bd অথবা www.tmed.gov.bd অথবা www.techedu.gov.bd অথবা ওয়েবসাইটের Home page হতে “পলিটেকনিক-টিএসসি(ডিপ্লোমা) ভর্তি” বাটনে ক্লিক করে Application form Open করতে হবে।

• ১ম ধাপে, আবেদনকারীর রােল, বাের্ড পাসের সন এবং রেজিঃ নং পূরণ করতে হবে। আবেদনকারীর তথ্য, ধারা নং ৩’ এ উল্লেখিত যােগ্যতা অনুযায়ী সঠিক হলে এবং টেলিটক/রকেট/শিওরক্যাশ/বিকাশ এর মাধ্যমে ফি জমা দেয়া হয়ে থাকলে, আবেদনের পরের ধাপে যেতে পারবে।

• ২য় ধাপে টেলিটকারকেট/শিওরক্যাশ/বিকাশ এর SMS এর মাধ্যমে পাওয়া Transaction Code পূরণ করতে হবে। Transaction Code সঠিক হলে পরের ধাপে যেতে পারবে।

• ৩য় ধাপে আবেদনকারীর তথ্য প্রদর্শিত হবে এবং এখানে আবেদনকারীর ছবি (পরিষ্কার পাসপাের্ট সাইজের রঙিন ছবি JPEG Format-এ, এবং অনধিক 100 KB) আপলােড করতে হবে। এছাড়াও আবেদনকারীর কোন কোটা যুক্ত হলে সেই সংক্রান্ত document আপলােড করতে হবে।

• ৪র্থ ধাপে (ফি জমা দানের সময় নির্বাচনকৃত শিট অনুযায়ী) সকল প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের টেকনােলজি প্রদর্শিত হবে এবং সেখান থেকে প্রতি শিফট এ অনধিক ১০টি করে প্রতিষ্ঠান-টেকনােলজি পছন্দ করতে পারবে। নির্বাচনকৃত প্রতিষ্ঠান- টেকনােলজি ছাড়াও যে কোন প্রতিষ্ঠানের, যে কোন টেকনােলজি হিসেবে অতিরিক্ত ১টি পছন্দ দেওয়া যাবে (আবেদনকারী তার নির্বাচনকৃত ] প্রতিষ্ঠান-টেকনােলজিতে নির্বাচিত না হলে, আসন খালি থাকা সাপেক্ষে যেকোন প্রতিষ্ঠান- টেকনােলজিতে ভর্তি হওয়ার পছন্দ/ইচ্ছা পােষন করতে পারবেন)।

• প্রতিষ্ঠান-টেকনােলজি পছন্দ শেষ হলে পরের ধাপে পছন্দকৃত সকল শিফট-প্রতিষ্ঠান-টেকনােলজি প্রদর্শিত হবে এবং এখানে আবেদনকারী তার পছন্দক্রম পরিবর্তন করতে পারবে।

• অতঃপর আবেদনকারীকে তার সকল তথ্য, ছবি, পছন্দকৃত প্রতিষ্ঠান-টেকননালজি এবং পছন্দক্রম প্রদর্শন করা হবে, এবং আবেদন সম্পন্ন করার সর্বশেষ অনুমতি চাওয়া হবে। আবেদন সম্পন্ন হলে আবেদনকারীর contact মােবাইলে SMS এর মাধ্যমে আবেদনের Application ID এবং Pin Number পাঠানাে হবে। এই Application ID এবং Pin Number দিয়ে পরবর্তীতে আবেদনকারী তার আবেদনের তথ্যসমূহ পরিবর্তন করতে পারবে।

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি 2023 নির্বাচন প্রক্রিয়া :

এসএসসি পাসের রেজাল্ট, পছন্দের কম, কোটা ও অন্যান্য প্রযােজ্য শর্তের ভিত্তিতে প্রার্থীর প্রতিষ্ঠান -টেকনােলজি নির্বাচন করা হবে।

অপেক্ষমান তালিকা প্রণয়ন :

• মােট আসন সংখ্যা অনুযায়ী মেধা, পছন্দের ক্রম ও কোটাভিত্তিক তালিকা প্রণয়নের পাশাপাশি একটি অপেক্ষমান তালিকা প্রণয়ন করা হবে।

• মেধাক্রম অনুযায়ী ভর্তিকৃত প্রার্থী পছন্দের ক্রমানুসারে প্রতিষ্ঠান/টেকনােলজিভিত্তিক মাইগ্রেশনের সুযােগ পাবে।

• মেধা তালিকা অনুযায়ী ভর্তির সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর প্রতিষ্ঠান/টেকনােলজিভিত্তিক শূন্য আসনে অপেক্ষমান তালিকা হতে মেধা, পছন্দক্রম ও কোটার ক্রমানুসারে ভর্তি করা হবে।

সরকার কর্তৃক নির্ধারিত কোটা !

• মহিলা কোটা-২০%; এস,এস,সি (ভােকেশনাল)-১৫%; ক্ষুদ্র নৃ-গােষ্ঠি কোটা (ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিটিতে ৪টি করে এবং অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউট, ভিটিটিআই ও সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ২টি করে); মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের ৫%, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কোটা ৫% এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মফ্রণালয়াধীন কারিগরি শিক্ষা বাের্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত
শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর সন্তানদের জন্য ২% কোটা সংরক্ষিত থাকবে।

• এস,এস,সি,সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত ০২ (দুই) বছর মেয়াদি ট্রেড কোর্স সম্পন্ন প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ৫% কোটা সংরক্ষিত থাকবে।

সরকার নির্ধারিত কোটায় আবেদনের প্রমাণপত্র 

• ক্ষুদ্র নৃ-গােষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্র
• মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মশালয়ের সনদপত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান অথবা কাউন্সিলার কর্তৃক সম্পর্ক সনদ দাখিল করতে হবে
• শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি শিক্ষা বোের্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর সভানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/অধিদপ্তর/দপ্তর/প্রতিষ্ঠান প্রধানের সনদপত্র
• বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের সনদপত্র এবং
• বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত ০২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্সধারীদের সনদপত্রের সত্যায়িত ফটোকপি, উপরােক্ত কাগজ পত্র, আবেদনকারীর Application ID সম্বলিত প্রিন্ট আউটসহ আবেদনপত্র নির্ধারিত সময়সীমার মধ্যে ডাকযােগে/সরাসরি অফিস সময়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের পুরাতন ভবনের ৪১২ নং কক্ষে সরাসরি অথবা খামে “সরকারী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং -এ ভতি কোটার আবেদন লেখাসহ ডাকযােগে নিম্নস্বাক্ষরকারীর ঠিকানায় ২৭/০৮/২০২০ খ্রি. পৌছানাে নিশ্চিত করতে হবে।

• অন-লাইনে আবেদনের পর সরকার নির্ধারিত কোটা (ভােকেশনাল ও মহিলা কোটা ব্যতিরেকে) সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ৯.৩ অনুচ্ছেদে বর্ণিত সকল প্রমাণপত্রসমূহ (Application ID সম্বলিত আবেদনের প্রিন্ট কপিসহ) নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন ফরম পাওয়া না গেলে প্রযােজ্য কোটা বিবেচ্য হবে না।

• সরকার নির্ধারিত কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে পর্যায়ক্রমে মেধা তালিকা/অপেক্ষমান তালিকা হতে শূন্য আসন পূরণ করা হবে।

শূন্য আসন পূরণ :

• ভর্তিকৃত কোন শিক্ষার্থী ক্লাস শুরুর ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে ক্লাসে অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। উক্ত শূন্য আসন পরবর্তী ০৭(সাত) দিনের মধ্যে অপেক্ষমান তালিকা হতে মেধাক্রম অনুসারে পূরণ করা হবে।

• ভর্তির ক্ষেত্রে ২০% প-আউট বিবেচনায় টেকনােলজিভিত্তিক প্রতি গ্রুপে আসন সংখ্যা ৫০(পঞ্চাশ) নির্ধারণ করা হয়েছে।

ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাবলি :

• অনলাইনে আবেদন ফরম পূরণ, ছৰি সংযােজন, টেলিটক/রকেট/শিওরক্যাশ/বিকাশের মাধ্যমে আবেদন ফি প্রেরণসহ আনুষাঙ্গিক কার্যক্রম প্রার্থী নিজ দায়িত্বে সম্পন্ন করবে। প্রাথী এ বিষয়ে কারাে সহযােগিতা নিয়ে প্রতারিত হলে কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকবে না। অত্র বাের্ডের আওতায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব অধ্যক্ষের তত্ত্বাবধানে ভর্তি সংক্রান্ত হেল্প ডেস্ক চালু থাকবে।

• ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অন-লাইনে এবং ভর্তি নীতিমালা-২০২০ অনুযায়ী সম্পাদিত হবে।

যে কোন তথ্যের জন্য নিম্ন ঠিকানায় যােগাযােগ করা যাবে ।

বুয়েট হেল্প ডেস্কঃ
মােবা: ০১৭২৭২৩৩৫২৪ / ০১৭৮৯৩০৯৯৮১
মােবা: ০১৭৮৯০২৮১৭৩ / ০১৭২৯৭২২৫৬১

কারিগরি শিক্ষা বাের্ড হেল্প ডেস্ক: মােবাইল: ০৯৬১২-২৮৮২৮৮ (সকাল ৯ টা হতে বিকাল ৬ টা পর্যন্ত)

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group