ভর্তি তথ্যসকল ভর্তি খবর

শাবিপ্রবিতে পঞ্চম ধাপের ভর্তি শেষে আসন ফাঁকা ২৮৬টি

শাবিপ্রবিতে পঞ্চম ধাপের ভর্তি শেষে আসন ফাঁকা ২৮৬টি। আসন ফাঁকার বিষয়টি নিশ্চিত করে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ বলেন, পঞ্চম ধাপের ভর্তি শেষে মোট ১ হাজার ৫৮৭টি আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ২৮৬ আসন। আশা করি খুব দ্রুত ভর্তি কার্যক্রম শেষ হবে। এদিকে ভর্তি পরীক্ষার সাড়ে তিন মাস পার হলেও এখানো ভর্তি কার্যক্রম শেষ করতে না পারায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

 

নির্ধারিত সময়ে ভর্তি শেষ করতে না পারাকে তারা গুচ্ছের সমন্বয়হীনতাকে দায়ী করেছেন। ভর্তি অফিস জানায়, বারবার মেধাতালিকা প্রকাশের পরও পর্যাপ্ত শিক্ষার্থী না পাওয়ায় ভর্তি শেষ করতে দেরি হচ্ছে। এছাড়া ভিসি বিরোধী আন্দোলনেও স্বাভাবিকভাবে ভর্তির কাজ চলমান ছিলো না। ভর্তির কাজ শেষ হওয়ার পরপরই ক্লাস শুরু হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলছে।

 

পঞ্চম ধাপের ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে ফাঁকা রয়েছে ২৮৬টি আসন। আসনগুলো মেধাতালিকা অনুযায়ী পূরণ করা হবে বলে জানিয়েছে ভর্তি কমিটি। সূত্র জানায়, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৯৫৫টি সাধারণ আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ১৪৭টি। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ৬০২টি আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ১৩৯টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ২২৫টি আসনের বিপরীতে ৫৭টি, বাণিজ্য বিভাগের ৮৩টি আসনের বিপরীতে ৩২টি ও মানবিক বিভাগের ২৯৪টি আসনের বিপরীতে ৫০টি আসন ফাঁকা রয়েছে।

 

At the end of the fifth phase of admission in Shabiprabi, 286 seats are vacant. Confirming the vacancy of seats, Prof. Dr. Mushtaq Ahmed, chairman of the admission committee, said that at the end of the fifth phase of admission, 286 seats are lying vacant against a total of 1,587 seats. I hope that the admission process will be completed soon. Meanwhile, even after three and a half months of the admission test, the students have expressed anger over not being able to complete the admission process here.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply