ভর্তি তথ্যসকল ভর্তি খবর

একাদশে ভর্তির চতুর্থ ধাপের ফলাফল আগামীকাল

একাদশে ভর্তির চতুর্থ ধাপের ফলাফল আগামীকাল। চতুর্থ ধাপে ১ লাখ ৫৭ হাজার ৫৪৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তারা ১৬ লাখ ২ হাজার ৯১২টি কলেজ পছন্দ দিয়েছেন। আগামীকাল মঙ্গলবার রাত আটটায় কলেজ ভর্তির চতুর্থ ধাপের ফল প্রকাশ করা হবে।বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির তিন ধাপে অনলাইন আবেদন নেয়ার পরেও চতুর্থ ধাপে অনলাইনে দেড় লক্ষাধিক শিক্ষার্থী কলেজ ভর্তির অনলাইনে আবেদন করেছেন। তারা ১৬ লাখ কলেজ পছন্দ দিয়েছেন।

 

গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি কলেজ ভর্তির অনলাইন আবেদন গ্রহণ করা হয়। আগামীকাল মঙ্গলবার রাত আট টায় কেন্দ্রীয় ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd) ফল প্রকাশ করা হবে। ২ মার্চ থেকে ৩ মার্চ বিকেল ৫টা পর্যন্ত সিলেকশন নিশ্চায়ন ও কলেজ ভর্তির সুযোগ পাবেন চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা। এদিকে ২ মার্চ থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরুর কথা আছে।

 

যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করে সিলেকশন পাননি, ভর্তির মনোনয়ন পেলেও ভর্তি হতে পারেননি বা নিশ্চায়ন করতে পারেননি এবং ২০২১ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা ভর্তির অনলাইন আবেদন করতে পেরেছেন। তাই সংখ্যায় তারতম্য দেখা যাচ্ছে। ৪৩ হাজার শিক্ষার্থী কলেজ ভর্তির জন্য মনোনয়ন পাননি বলে আগে জানিয়েছিলেন কর্মকর্তারা। কিন্তু চতুর্থ ধাপে দেড় লক্ষাধিক শিক্ষার্থী আবেদন করেছে। দুই সংখ্যার পার্থক্যের বিষয়ে জানতে চাইলে কলেজ পরিদর্শক জানান, কোনো কলেজেই ভর্তির মনোনয়ন পাননি এমন শিক্ষার্থী ছিলেন ৪৩ হাজার।

 

The results of the fourth phase of admission to the 11th are tomorrow. In the fourth phase, 1,57,544 students have applied. They have given 16,02,912 college choices. The results of the fourth phase of college admissions will be released tomorrow at 8 pm on Tuesday. Despite taking online applications in three phases of admission to class XI in various colleges and madrasas, more than 1.5 lakh students have applied online for admission to the college in the fourth phase. They have given 16 million college choices.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *