ভর্তি তথ্যশিক্ষা খবর

রাবিতে ভর্তি কার্যক্রম শেষ হওয়ায় আর ভর্তির কোনও সুযোগ নেই

রাবিতে ভর্তি কার্যক্রম শেষ হওয়ায় আর ভর্তির কোনও সুযোগ নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সালের স্নাতক প্রথম বর্ষে প্রায় শতাধিক আসন ফাঁকা থাকলেও আর ভর্তি নেয়া হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রতিবছরই এরকম কম-বেশি আসন ফাঁকা থাকে। তবে এবার ভর্তি কার্যক্রম শেষ হওয়ায় আর ভর্তির কোনও সুযোগ নেই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের (২০২০-২১) ভর্তি কার্যক্রম শেষ হয়েছে।

 

এবছর ‘এ’, ‘বি’ ও ‘সি’ মোট তিন ইউনিটে ৪ হাজার ১৭৩ আসন সংরক্ষিত ছিল। যেখানে ‘সি’ ইউনিটে কোন আসন ফাঁকা নেই। তবে ‘বি’ ইউনিটে ১০টি এবং ‘এ’ ইউনিটে প্রায় ৮০টিসহ ৯০টি মতো আসন ফাঁকা রয়েছে। জানা যায়, গত ২১ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সালের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। সে সময়ও সব আসনের বিপরীতে শিক্ষার্থী পায়নি বিশ্ববিদ্যালয়টি। তখন বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ১২৭টি, ‘বি’ ইউনিটে ৯৫টি এবং ‘সি’ ইউনিটে ১৫৫টিসহ মোট ৩৭৭টি আসন ফাঁকা ছিল। পরবর্তীতে কয়েকবার ভর্তির সময়সীমা বাড়িয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যমতে, এবছর ‘এ’, ‘বি’ ও ‘সি’ মোট তিন ইউনিটে ৪ হাজার ১৭৩ আসন সংরক্ষিত ছিল। যেখানে ‘সি’ ইউনিটে কোন আসন আর ফাঁকা নেই। তবে ‘বি’ ইউনিটে ১০টি এবং ‘এ’ ইউনিটে প্রায় ৮০টিসহ ৯০টির মতো আসন ফাঁকা রয়েছে। ফাঁকা থাকার বিষয়ে তিনি আরও জানান, প্রতিবছরই কম বেশি আসন ফাঁকা থাকে। কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকটা আগেই ভর্তি কার্যক্রম শেষ হয়। ফলে শিক্ষরর্থীদের অনেকে অন্যত্র চান্স পেলে তারা ভর্তি বাতিল করে সেখানে অনেকে চলে যায়। আবার আসন ফাঁকা থাকা সাপেক্ষে মাইগ্রেশান হয়ে অনেক শিক্ষার্থী তাদের পছন্দের তালিকার উপরের সাবজেক্টে ভর্তির সুযোগ পায়।

 

There is no scope for further admission as the admission process in RU is over. In the first year of graduation of Rajshahi University (RU) 2020-21, about 100 seats are vacant, but no more admission will be taken. According to the university authorities, more or less such seats are vacant every year. But this time there is no chance of admission as the admission process is over. Professor Babul Islam, director of the university’s ICT center, said that the admission process for the first year (2020-21) of Rajshahi University has officially ended from February 28.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply