ভর্তি তথ্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন বিন্যাস 2022 জাবি ভর্তি পরীক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ৪ আগস্ট ২০২২। বিষয়টি নিশ্চিত করেছেন জাবি উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. নূরুল আলম।

আরো পড়ুন- ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ

জাবি উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. নূরুল আলম বলেন, উপাচার্য পরিষদের সভায় আমরা আমাদের ভর্তি পরীক্ষার তারিখ জানিয়েছি। সেটি নিয়ে কারো কোনো আপত্তি না থাকায় পূর্ব নির্ধারিত তারিখই চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন বিন্যাস 2022 জাবি ভর্তি পরীক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসন বিন্যাস প্রকাশ হয়েছে। সকল ইউনিটের শিফট ভিত্তিক আসন বিন্যাস প্রকাশ হয়েছে। প্রকাশিত আসন বিন্যাস অনুসারে প্রতিদিন ৫-৬ শিফটে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। সি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। বি-ইউনিটের ভর্তি পরীক্ষা ১ আগষ্ট, এ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২ ও ৩ আগষ্ট, ডি-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ও ৪ আগষ্ট এবং ই-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ আগষ্ট অনুষ্ঠিত হবে।

নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে ৮, ১০ ও ১১ আগষ্ট।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন বিন্যাস 2022 জাবি ভর্তি পরীক্ষা

অধ্যাপক নূরুল আলম আরও বলেন, গত ১৮ মে থেকে ১৬ জুন পর্যন্ত ভর্তি আবেদন চলবে। আগামী ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত আমাদের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সি’ ইউনিটের পরীক্ষা দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১ আগস্ট ‘বি’ ইউনিট। ২ আগস্ট ‘এ’ ইউনিট। ৩ আগস্ট ‘এ’ এবং ‘ডি’ ইউনিট এবং ৪ আগস্ট ‘ডি’ এবং ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 ‘কক্ষভিত্তিক আসন বিন্যাস চূড়ান্ত হলে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

এবছর গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে ‘এ’ ইউনিট, সমাজবিজ্ঞান ও আইন অনুষদ মিলে ‘বি’ইউনিট, কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট মিলে ‘সি’ ইউনিট, জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে ‘ই’ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী এক হাজার ৮৮৮ আসনের বিপরীতে দুই লাখ ৮৪ হাজার ৬০৫ আবেদন জমা পড়েছে। ফলে এক আসনের জন্য লড়বে প্রায় ১৫১ শিক্ষার্থী।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply