ভর্তি তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন বিভাগের এমএলএম কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীন আইন বিভাগ কর্তৃক পরিচালিত এলএল.এম, (সান্ধ্যকালীন) কোর্সে (২০তম ব্যাচ) ২০১৯-২০২০ সেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এলএল.এম কোর্সে ভর্তি বিস্তারিত তথ্য দেখুন এখানে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এমএলএম কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি Publish. আইন অনুষদের অধীন আইন বিভাগ কর্তৃক পরিচালিত এলএল.এম. (সান্ধ্যকালীন) কোর্সে (২০তম ব্যাচ) ২০১৯-২০২০ সেশনে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য আবেদনপত্র আহবান করা যাচ্ছে। Rajshahi University Law Department LLM Course Admission Circular 2019-2020

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এলএল.এম কোর্সে LLM Course আবেদনকারীর যোগ্যতা:

• এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ-৩.০০ থাকতে হবে। সনাতন পদ্ধতির ক্ষেত্রে উভয় পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম ২য় বিভাগ থাকতে হবে।

• এক বছর মেয়াদী সান্ধ্য এলএল.এম, ভর্তির জন্য আবেদনকারীকে UGC অনুমােদিত বিশ্ববিদ্যালয় হতে এলএল.বি (অনার্স)-এ<ন্যূনতম সিজিপিএ-২.৫০ বা সনাতন পদ্ধতির ক্ষেত্রে ২য় শ্রেণী থাকতে হবে।

• দুই বছর মেয়াদী সান্ধ্য এলএল.এম, এ ভর্তির জন্য আবেদনকারীর এলএল.বি (পাস) ডিগ্রী পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ অথবা ২য় শ্রেণী থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর ২য় শ্রেণীসহ স্নাতকোত্তর ডিগ্রী থাকলে এ শর্ত শিথিল যােগ্য। তবে শর্ত থাকে যে, ন্যূনতম দশজন যােগ্যতা সম্পন্ন আবেদনকারী না পেলে কোর্স শুরু করা হবে না।

• এলএল.বি (অনার্স)/ এলএল.বি (পাস) ডিগ্রীর কোন ক্রেডিট অসম্পূর্ণ থাকলে ভর্তির জন্য বিবেচিত হবে না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এমএলএম কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এলএল.এম কোর্সে ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ ও সময় 

• আবেদনপত্র গ্রহনের সময়সীমা: ১৯ জানুয়ারী  ২০২০ ইং থেকে ০৫ মার্চ ২০২০ ইং পর্যন্ত।

• ভর্তির জন্য লিখিত পরীক্ষা: ১৪ মার্চ ২০২০ ইং তারিখ বিকাল ৩:০০ মিনিট থেকে ৪:০০ মিনিট পর্যন্ত কক্ষ নং- ২৪৫

• স্থান: আইন বিভাগ, (রবীন্দ্র ভবণ) রাজশাহী বিশ্ববিদ্যালয়।

• বিষয়: এলএল.বি (অনার্স) কোর্সে পঠিত বিষয়সমূহ এবং এলএল.বি (পাশ) কোর্সের পঠিত বিষয় সমূহ। পূর্ণমান ১০০

• ভর্তির জন্য সাক্ষাৎকার: ১৪ মার্চ ২০১৯ ইং তারিখ বিকাল ৫:৩০ মিনিট, স্থান : আইন বিভাগ, (রবীন্দ্র ভবন) রাজশাহী বিশ্ববিদ্যালয় ।

• ভর্তির সময়সীমা: ১৫ মার্চ ২০২০ ইং থেকে ০২ এপ্রিল ২০২০ ইং পর্যন্ত

• ক্লাস শুরু: ০৪ এপ্রিল ২০২০ ইং।

এলএলএম কোর্সে ভর্তির জন্য যেসব কাগজপত্র লাগবে:

• সঞ্চয়ী হিসাব নং- ০২০০০০৫৯৫১৪৫৮, অগ্রণী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবরে এক হাজার টাকার জমা রশিদ।
• এক মাসের মধ্যে সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি তিন কপি ।
• শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্রের ফটোকপি ।
• জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি বা ছবিসহ এইচএসসি রেজিষ্ট্রেশন কার্ড।

বিদ্র: সাক্ষাৎকারের সময় ৩ ও ৪ নং-এ বর্ণিত প্রমানাদির মূল কপি দেখাতে হবে । ভর্তির আবেদনপত্র এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিস হতে সংগ্রহ করা যাবে।

যােগাযােগঃ অফিসঃ ০৭২১-৭১১১৪০, মােবাইল: ০১৭১৮-৬২৫৮২৭ (সকাল ৯টা হতে বিকাল ৫টা)।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group