ভর্তি তথ্যরেজাল্ট

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের বিজ্ঞান অনুষদে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  বুধবার (১৭ আগস্ট) বিকেলে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তিপরীক্ষায় ৬১ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী ভর্তির উপযোগী হয়েছেন। যা গত বছর ছিল ৫৭ দশমিক ৭ শতাংশ। সেই তুলনায় এবার অনেক ভালো পরীক্ষা হয়েছে। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৯১ পেয়েছেন তিনজন। এর মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে শিক্ষার্থী রয়েছেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন তাদের সবাইকে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে অনলাইনে কলেজ ও বিষয়সমূহের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। আর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীরাও ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম ওয়েবসাইটে পাওয়া যাবে যথাযথভাবে পূরণ করে কলেজ ও বিষয় পছন্দে কপিসহ অফিস চলাকালীন সময়ে বিজ্ঞান অনুষদের অফিসে জমা দিতে হবে।

এছাড়াও অনলাইনে পূরণকৃত বিষয়ের পছন্দক্রম, বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটের যে কোনো বিষয়ের জন্য প্রযোজ্য হবে বিজ্ঞপ্তিতে বলা হয়।

৭ কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল দেখবেন যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান শাখার বিভাগসমূহের ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রবিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ফল প্রকাশ করা হয়।

 

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল https://collegeadmission.eis.du.ac.bd/

সবাইকে এই ওয়েবসাইটে লগইন করে ড্যাশবোর্ড থেকে “পরীক্ষার ফল” বাটনে ক্লিক করতে হবে।

লগইন অপশনে গিয়ে এইচএসসি রোল/সমমান আইডি  নম্বর দিতে হবে।  উচ্চমাধ্যমিক বোর্ড (বা, সমমানের প্রতিষ্ঠান) এন্ট্রি দিতে হবে। উচ্চমাধ্যমিক (বা, সমমান) পাসের সন এন্ট্রি দিতে হবে। এরপর মাধ্যমিক রোল (বা, সমমান আইডি) এন্ট্রি দিতে হবে তাহলেই পেয়ে যাবেন ভর্তি পরীক্ষার ফলাফল

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে ক্লিক করুন

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply