আরবি বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

কামিল স্নাতকোত্তর ১ বছর মেয়াদী শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ (বিশেষ) এবং ২০১৮-২০১৯ (বিশেষ) শিক্ষাবর্ষে কামিল স্নাতকোত্তর ০১ বছর মেয়াদী শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর অধিভুক্ত অনার্স মাদরাসা হতে (ক) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ (খ) আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ (গ) দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ (ঘ) আরবি ভাষা ও সাহিত্য এবং (ঙ) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ফাজিল অনার্স ৪র্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষা ২০১৭ এবং ফাজিল অনার্স ৪র্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষা- ২০১৮ এ উত্তীর্ণ শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৭-২০১৮(বিশেষ) এবং ২০১৮-২০১৯ (বিশেষ) শিক্ষাবর্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল স্নাতকোত্তর ০১ বছর মেয়াদী শ্রেণিতে নিম্নে উল্লেখিত মাদরাসাসমূহে ভর্তি ও অনলাইন রেজিস্ট্রেশনের জন্য নিম্নে বর্ণিত তফসিল অনুযায়ী রেজিস্ট্রেশন ফিসহ অন্যান্য ফি জমা দিতে হবে:

কামিল মাস্টার্স ভর্তি সংক্রান্ত সময়সূচী:

• বিলম্ব ফি’ ছাড়া ভর্তিঃ ২১/০৮/২০২৪খ্রি. তারিখ হতে ১০/১০/২০২৪খ্রি. তারিখ পর্যন্ত।

• বিলম্ব ফি’ ছাড়া ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের আদায়কৃত ফি’ (নিম্নের বর্ণনানুযায়ী অনলাইন/টি.টি.-এর মাধ্যমে) জমা দেওয়ার শেষ তারিখ ১১/১০/২০২২খ্রি. হতে ১২/১০/২০২৪খ্রি।

• বিলম্ব ফি’ সহ ভর্তিঃ ১২/১০/২০২৪খ্রি. তারিখ হতে ১৮/১০/২০২৪খ্রি. তারিখ পর্যন্ত।

• বিলম্ব ফি’ সহ ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের আদায়কৃত ফি’ (নিম্নের বর্ণনানুযায়ী অনলাইন/টি.টি- এর মাধ্যমে) জমা দেওয়ার শেষ তারিখ ১৯/১০/২০২৪খ্রি.।

• অনলাইন রেজিস্ট্রেশন ২৩/১০/২০২৪খ্রি. থেকে ০৬/১১/২০২৪খ্রি. পর্যন্ত তারিখের মধ্যে সম্পন্ন করে ০৬/১১/২০২৪খ্রি. থেকে ০৮/১১/২০২৪খ্রি. তারিখে Final Submit দিতে হবে।

ফাজিল অনার্স পাশের নম্বরপত্র ও অধ্যক্ষ কর্তৃক ইস্যুকৃত প্রশংসা পত্রের মূল কপি সংরক্ষণ না করে কোন ক্রমেই ছাত্র-ছাত্রী ভর্তি করা যাবে না। তবে ফাজিল অনার্স পরীক্ষা ২০১৭ এ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের টেবুলেশন শীটের (সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত) কপি দিয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে কামিল মাস্টার্স ০১ বছর মেয়াদী শ্রেণিতে ভর্তি হওয়া যাবে। পরবর্তীতে যখন ফাজিল অনার্স পাশের নম্বরপত্র পাওয়া যাবে তা সংশ্লিষ্ট মাদরাসাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে।

অনলাইন ব্যাংকিং/টি.টি- এর মাধ্যমে ফি জমার রশিদ ও eSIF লিস্ট সহ আনুষাঙ্গিক কাগজপত্র জমা দেয়া সংক্রান্ত তথ্য: সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ/অধ্যক্ষ কর্তৃক মনোনীত প্রতিনিধির মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্নের পরবর্তী ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে অফিস চলাকালীন সময়ে অনলাইন ব্যাংকিং/টি.টি- এর মাধ্যমে ভর্তি ফি’ জমার মূল রশিদ, ০১ কপি eSIF লিস্ট এবং শিক্ষার্থীদের দাখিল, আলিম ও অনার্স পাসের মূল সনদ/একাডেমিক ট্রান্সক্রিপ্টের (সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত) ফটোকপি সরাসরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বছিলা, মোহাম্মদপুরস্থ কার্যালয়ের একাডেমিক শাখায় জমা দিতে হবে।

নির্ধারিত আবেদন ফরমে স্বাক্ষর নিয়ে ছাত্র-ছাত্রী ভর্তি করতে হবে। ছাত্র-ছাত্রী অথবা অভিভাবকের সম্মতি ব্যতীত কোন ছাত্র-ছাত্রী ভর্তি করা যাবে না। ভর্তি ফরমে প্রত্যেক ছাত্র-ছাত্রীর নিকট থেকে এ মর্মে একটি অঙ্গীকারনামা নিতে হবে যে, “আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে এই মাদরাসায় ভর্তি হতে ইচ্ছুক। ভর্তি হওয়ার পর কোন অবস্থাতেই এই মাদরাসা পরিবর্তন করে অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করবো না”।

(মাদরাসা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিকট থেকে ভর্তি ফি’, বিলম্ব ভর্তি ফি’ ও ক্রীড়া ফি’ বাবদ আদায়কৃত অর্থের ৫০% অর্থসহ অন্যান্য ফি (প্রতি শিক্ষার্থী বিলম্ব ফি ছাড়া ৫০০/- টাকা এবং বিলম্ব ফিসহ ৬৫০/- টাকা হারে) নিম্নলিখিত নিয়মাবলী অনুসরণ করে “অগ্রণী ব্যাংক লিঃ” এর যে কোন শাখায় জমা দেয়া যাবে।

কামিল স্নাতকোত্তর ১ বছর মেয়াদী শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

 

ফি-জমা দেয়ার নিয়মাবলী ঃ

প্রথম ধাপ : iau.edu.bd/Payment তে প্রবেশ করুন ।

দ্বিতীয় ধাপ : EIIN ও Password দিয়ে Login করুন।

তৃতীয় ধাপ : Admission & Registration Fee তে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণপূর্বক Save এ ক্লিক করুন।

চতুর্থ ধাপ : Payslip Download করে ব্যাংকে টাকা জমা দিন।

(Payslip Download করতে কোন সমস্যা হলে ০১৭১৪-০৭৮৪৭৪ এই নাম্বারে যোগাযোগ যে সকল ছাত্র-ছাত্রীকে বিলম্বে ভর্তি ও রেজিস্ট্রেশন করা হয়েছে তাদের নাম তালিকার মধ্যে লাল কালিতে চিহ্নিত করতে হবে।

(ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের প্রত্যেকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি (টুপি/ ওড়না পরিহিত) রঙিন ছবি অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে মাদরাসায় সংরক্ষণ করতে হবে । সরকারী স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ছাত্র-ছাত্রীদের সকল তথ্য দাখিল পরীক্ষার অনুরূপ হতে হবে ।

যেহেতু ২টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একই সময়ে একই বছরে উত্তীর্ণ হয়েছে সেহেতু উক্ত দুটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পৃথক শিক্ষাবর্ষ ও পৃথক পরীক্ষা বর্ষ থাকবে। অনার্স- এর শিক্ষাবর্ষ ও পরীক্ষা বর্ষ ভিন্ন হওয়ায় কামিল স্নাতকোত্তর শ্রেণিতেও শিক্ষাবর্ষ ও পরীক্ষা বর্ষ ভিন্ন হবে, যদিও একই সাথে তাদের ভর্তি, পাঠদান ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply