ভর্তি তথ্য

গণ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২ Gono Bishwabidyalay Admission

গণ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২ Gono Bishwabidyalay Admission সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ৪টি অনুষদের অধীনে ১৪টি বিভাগ রয়েছে।
গণ বিশ্ববিদ্যালয় বিষয় তালিকা
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ: এই অনুষদের অধীনে রয়েছে ৫টি বিভাগ৷ বিভাগগুলো হলো: বাংলা (খরচ স্নাতক দেড় লাখ ও স্নাতকোত্তর ৮০ হাজার টাকা), ইংরেজি (খরচ স্নাতক আড়াই লাখ, স্নাতকোত্তর ১ লাখ ২০ হাজার), রাজনীতি ও প্রশাসন (খরচ স্নাতক ২ লাখ, স্নাতকোত্তর ১ লাখ ২০ হাজার), আইন (খরচ স্নাতক ৩ লাখ), সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম (খরচ স্নাতক ২ লাখ)।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ: এই অনুষদের অধীনেও রয়েছে ৫টি বিভাগ৷ বিভাগগুলো হলো: কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সংক্ষেপে সিএসই (খরচ স্নাতক ৩ লাখ), ফলিত গণিত (খরচ স্নাতক দেড় লাখ), মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (খরচ স্নাতক ২ লাখ ২৫ হাজার, স্নাতকোত্তর ১ লাখ ৭০ হাজার), পদার্থ ও রসায়ন (খরচ স্নাতক ২ লাখ), ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইন্জিনিয়ারিং সংক্ষেপে ইইই (খরচ স্নাতক ২ লাখ ৮০ হাজার)।

স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদ: ৩টি বিভাগ রয়েছে এই অনুষদে৷ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (খরচ স্নাতক ২ লাখ ২৫ হাজার), ফার্মেসি (খরচ স্নাতক ৫ লাখ, স্নাতকোত্তর ১ লাখ ২০ হাজার), মাইক্রোবায়োলজি (খরচ ৩ লাখ ৫০ হাজার, স্নাতকোত্তর ১ লাখ ১৫ হাজার)।

ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেস অনুষদ: এই অনুষদে ৬ মাসের ইন্টার্নিসহ ৫ বছরে পড়তে খরচ হয় ৫ লাখ টাকা৷

গণ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২ Gono Bishwabidyalay Admission

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কোভিট ১৯ এর জন্য ভর্তির সময় মোট টাকার ২৫ শতাংশ সমপরিমাণ পরিশোধ করে ভর্তি হওয়া যাবে। সেমিস্টারের বাকি টাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষার পূর্বে পরিশোধ করতে হবে৷ বিশ্ববিদ্যালয়টি ওয়েব সাইট: www.gonouniversity.edu.bd

ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে: ১. শিক্ষার্থীর ৬ কপি পাসপোর্ট সাইজ ছবি ও অভিভাবকের ২ কপি ছবি। ২. এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্র ও ফটোকপি ৩. প্রশংসা পত্র, জন্ম নিবন্ধন, এসএসসি ও এইচএসসি সার্টিফিকেটের ২ কপি করে ফটোকপি।

গণ বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ

গণ বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ

অনার্স ও মাস্টার্স কোর্সে অনলাইনে ভর্তি চলছে। যোগাযোগঃ ০১৯২৪৮৭০০৭১, ০১৭৭৮৩৪৫৬৭২

Apply for Admission Click the link admission.gonouniversity.edu.bd

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply