ভর্তি তথ্য

ডিগ্রি বিষয় এবং ভর্তি আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য

ডিগ্রি বিষয় এবং ভর্তি আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য

আবেদন শুরু – ২ আগষ্ট থেকে ৩০ আগষ্ট পর্যন্ত
আবেদন ফ্রী ২৫০ টাকা,
২৫০ টাকা অনলাইনে বা সরাসরি কলেজ নিতে পারে এটা কলেজ ব্যাক্তিগত সিদ্ধান্ত তাই যে কলেজে আবেদন করবেন সেই কলেজ নোটিশ বোর্ড দেখবেন নোটিশ সব বলে দেওয়া হবে।
ফলাফল প্রকাশ ধাপ- ১ম মেধা ২য় মেধা কোটা ১ম রিলিজ ২য় রিলিজ, ডিগ্রি সরকারি কলেজে অনেক সিট থাকে তাই সরকারি কলেজে ভর্তি হতে চেষ্টা করবেন,
ডিগ্রি ২ প্রকার জেনারেল ডিগ্রি আর প্রাইভেট ডিগ্রি
বর্তমানে জেনারেল ডিগ্রি আবেদন নোটিশ দিছে, প্রাইভেট ডিগ্রি যারা ৩ বছরের অধিক পড়াশোনা গ্যাপ জেনারেল ডিগ্রি আবেদন করতে পারবে না তাদের জন্য প্রাইভেট ডিগ্রি যেটা জেনারেল ডিগ্রি পরে নোটিশ দিবে, প্রাইভেট ডিগ্রি বলতে প্রাইভেট কলেজ না, সরকারি কলেজ, নাম প্রাইভেট ডিগ্রি, প্রাইভেট ডিগ্রি সকল কিছু জেনারেল ডিগ্রি মতো, প্রাইভেট ডিগ্রি ক্লাস হয়না শুধু পরিক্ষা হয়, বই সেম পরিক্ষা জেনারেল ডিগ্রি সাথে হয়,

ডিগ্রি বিষয় নিয়ে আলোচনা
ব্যাচেলর অব আর্টস {বিএ (পাস) গ্রুপ – আর্স
ব্যাচেলর অব সোশ্যাল সাইন্স {বিএসএস (পাস)}গ্রুপ- আর্স
ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ {বিবিএস (পাস)} গ্রুপ – কর্মাস
ব্যাচেলার অব সাইন্স {বিএসসি (পাস) গ্রুপ – সাইন্স
সকল গ্রুপ বা কোস্ আবশ্যিক কিছু বিষয় থাকবে ১ম বর্ষ থেকে ৩য় বর্ষ পর্যন্ত যা ব্যাধ্যতা মূলক।

বিষয় সমূহ হলো –
স্বাধীন-বাংলাদেশের-অভ্যুদয়ের-ইতিহাস (১ম বর্ষ)
বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)
ইংরেজি (৩য় বর্ষ)
বিষয় সমূহের ২য় পত্র থাকবে না ১ম পত্র থাকবে,

বিএ সাবজেক্ট কি কি?
ক গুচ্ছ – বাংলা ( ঐচ্ছিক)/ ইংরেজি ( ঐচ্ছিক)/ সংস্কৃত/ আরবি/ পালি/ ড্রামা এন্ড মিডিয়া স্টাডিজ।
খ গুচ্ছ – ইতিহাস/ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।
গ গুচ্ছ – গার্হস্থ্য অর্থনীতি/ দর্শন/ ভূগোল ও পরিবেশ/ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান।
ঘ গুচ্ছ – অর্থনীতি/ রাষ্ট্রবিজ্ঞান/ সমাজবিজ্ঞান/ সমাজকর্ম।
ঙ গুচ্ছ – মনোবিজ্ঞান/ ইসলামী শিক্ষা/ গণিত/ পরিসংখ্যান।
নোটঃ এখানে যে কোন তিনটি গুচ্ছ হতে একটি করে মোট তিনটি বিষয় নির্বাচন করতে হবে। তবে একটি গুচ্ছ হতে একাধিক বিষয়ে নির্বাচন করা যাবে না।

বিএসএস সাবজেক্ট কি কি?
ক গুচ্ছ – অর্থনীতি। রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান/ সমাজকর্ম।
খ গুচ্ছ – মনোবিজ্ঞান/ ভূগোল ও পরিবেশ/ ইতিহাস/ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি/ ইসলামী শিক্ষা/ দর্শন/ গার্হস্থ্য অর্থনীতি/ বাংলা ( ঐচ্ছিক)/ ইংরেজি ( ঐচ্ছিক)/ সংস্কৃত/ আরবি/ পালি/ ড্রামা এন্ড মিডিয়া স্টাডিজ।
নোটঃ এখানে ক গুচ্ছ হতে দুটি বিষয় এবং খ গুচ্ছ হতে একটি বিষয় মোট তিনটি বিষয় নির্বাচন করতে হবে।

ডিগ্রি বিষয় এবং ভর্তি আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্যডিগ্রি বিষয় এবং ভর্তি আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য

বিবিএস সাবজেক্ট কি কি?
ক গুচ্ছ – হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনা।
খ গুচ্ছ – ফিন্যান্স এন্ড ব্যাংকিং/ মার্কেটিং/ অর্থনীতি/ পরিসংখ্যান/ কম্পিউটার সাইন্স।
নোটঃ ক গুচ্ছ হতে দুইটি এবং খ গুচ্ছ হতে একটি করে মোট তিনটি বিষয় নির্বাচন করতে হবে।

বিএসসি সাবজেক্ট কি কি?
ক গুচ্ছ – পদার্থবিজ্ঞান এবং গণিত।
খ গুচ্ছ – রসায়ন/ কম্পিউটার সাইন্স/ ভূগোল ও পরিবেশ/ মনোবিজ্ঞান/ মৃত্তিকা বিজ্ঞান/ পরিসংখ্যান/ গার্হস্থ্য অর্থনীতি/ প্রাণ রসায়ন/ প্রাণি বিজ্ঞান/ উদ্ভিদ বিজ্ঞান।
গ গুচ্ছ – উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণিবিজ্ঞান/ বেসিক হোম ইকোনমিক্স এবং অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স।
ঘ গুচ্ছ – রসায়ন/ ভূগোল ও পরিবেশ/ কম্পিউটার সাইন্স/ মনোবিজ্ঞান/ পরিসংখ্যান/ মৃত্তিকা বিজ্ঞান/ প্রাণরসায়ন/ গার্হস্থ্য অর্থনীতি/ গণিত/ পদার্থবিজ্ঞান/ জেনারেল সাইন্স ফুড এন্ড নিউট্রিশন।
নোটঃ ক গুচ্ছ হতে দুইটি এবং খ গুচ্ছ হতে একটি অথবা গ গুচ্ছ হতে দুইটি এবং ঘ গুচ্ছ হতে একটি মোট তিনটি বিষয় নির্বাচন করতে হবে।

বিঃদ্র- বিষয় নির্বাচন আবেদন করার সময় করতে পারবেন না আবেদন করার সময় কোস গুলো নির্বাচন করতে পারবেন, বিষয় নির্বাচন করবেন কলেজ ভর্তির সময় কলেজ ফর্ম দিবে সে খানে বিষয় গুলো নির্বাচন করবেন আপনি কোন কোন বিষয় রাখতে চান, অনেক সময় আপনার পছন্দ বিষয় আপনি রাখতে পারবেন না কলেজ নিদিষ্ট বিষয় রাখতে হবে, এখানে একের অধিক বিষয় আছে –  সব কলেজ সেই সব বিষয় পড়াই না তাই অনেক সময় কলেজ যে বিষয় সিলেক্ট করে দিবে আপনাকে সে বিষয় নিয়ে পড়তে হবে পড়তে বাধ্য,
যে ৩ টি বিষয় আপনি চয়েস করবেন সব গুলো বিষয় ১ম & ২য় পত্র থাকবে,, মোট বই ৭ টা, আবশ্যিক বিষয় সহ কারো,
যে ৩ টি বিষয় নিয়ে আপনি ডিগ্রি করবেন সে ৩ টি বিষয় মধ্যে যে কোনো একটি বিষয় আপনি মাস্টার করতে পারবেন আপনার ইচ্ছে অনুসারে, যা অর্নাস সম্ভাব হয় না,,

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply