জাতীয় বিশ্ববিদ্যালয়

কলেজ শিক্ষকগণের অনলাইন প্রশিক্ষণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ শিক্ষকগণের বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি)-র আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম কোভিড-১৯ বিশেষ পরিস্থিতিতে অনলাইনে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিইডিপি-৩৩তম (অনলাইন-২১) ব্যাচে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান ও দর্শন এবং সিইডিপি-৩৪তম (অনলাইন-২২ ) ব্যাচে ব্যবস্থাপনা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ ও বাংলা বিষয়ের প্রশিক্ষণ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে।

অনলাইনে অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণ কার্যকর ও সফলভাবে সম্পন্নের নিমিত্তে সম্ভাব্য প্রশিক্ষণার্থীদের আইসিটি সক্ষমতা যাচাই এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আইসিটি সক্ষমতা যাচাই এর জন্য একটি প্রশ্নমালা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া আছে। অনলাইন প্রশিক্ষণে মনোনয়ন প্রত্যাশী স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কলেজ পর্যায়ে পাঠদানকারী শিক্ষকগণকে উক্ত প্রশ্নমালা সঠিকভাবে পূরণ করে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে

** আইসিটি সক্ষমতা বিষয়ক তথ্য প্রেরণের সময়সীমা : ০১/০৮/২০২৩ থেকে ১২/০৮/২০২৩

সার্ভার/নেটওয়ার্ক জটিলতা এড়াতে যত দ্রুত সম্ভব আইসিটি সক্ষমতা বিষয়ক প্রশ্নমালা পূরণ করার জন্য অনুরোধ করা ইতোপূর্বে যারা সিইডিপি-৩৩ ব্যাচের বিষয়গুলোতে আবেদন করেছেন; তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

শিক্ষক প্রশিক্ষণ অফিসিয়াল ফেসবুক পেজ: http://www.facebook.com/ttnubdofficial

শিক্ষক প্রশিক্ষণ (টিটিআইএস) তথ্যসেবা (অফিস সময় হোয়াটসঅ্যাপ টেক্সট): ০১৯১৫৭২৬৫৭৬, ইমেইল : ttis@nu.ac.bd

আরো পড়ুন- কলেজ শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

কলেজ শিক্ষকগণের অনলাইন প্রশিক্ষণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি 2023

প্রশ্নমালা পূরণ (আইসিটি সার্ভে) আবেদন Submit করার নিয়মাবলী

ইতোমধ্যে যে সকল শিক্ষক প্রশিক্ষণের জন্য ব্যবহৃত অনলাইন ডাটাবেজ TTIS-এ আইডি তৈরি করেছেন, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট- www.nu.ac.bd এর TRAINING মেন্যুর TTIS Teachers Training Information System ডাটাবেজ-এ রেজিস্ট্রেশনকৃত TTIS অনুমোদন সাপেক্ষে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রার্থীতা নিশ্চিতকরণের প্রশ্নমালা / আবেদন Submit (প্রেরণ) করতে অনুরোধ করা যাচ্ছে। Accept

College User Log in (কলেজ ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার) করে TTIS ডাটাবেজ এ প্রবেশ করে Training Application Panel মেন্যুর মধ্যে Application Page সাব মেন্যু ব্যবহার করে আবেদন প্রেরণ করার পূর্বে অবশ্যই অধ্যক্ষ/উপাধ্যক্ষ মহোদয় এর মাধ্যমে মৌখিক

আইডিধারী শিক্ষকগণই কেবল আবেদন করতে পারবেন, যাদের তথ্যে Deny (No Academic Info ) আছে; তারা দ্রুত তাদের স্বTTIS প্রোফাইল-এর একাডেমিক তথ্য আপডেট করার পর TTIS সফটওয়্যার লগইন পেজে উল্লিখিত হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৯১৫726576)

বিস্তারিত টেক্সট অথবা হেল্পলাইন মেইলে (ttis@nu.ac.bd) বিস্তারিত মেইল করলে ফিরতি বার্তায়/ মেইলে আপনাকে অবহিত/নিশ্চিত করা হবে)।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply