জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্যসকল ভর্তি খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স প্রােগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এনইউ অন-ক্যাম্পাস পােস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স প্রােগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ । জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। National University On Campus Post Gradute Diploma (PGD) in Library and Information Science Admission Notice & Result 2022-2023 Session Published Educations In BD Website.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ বছর মেয়াদী অন-ক্যাম্পাস পােস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স প্রােগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ বছর মেয়াদী অন-ক্যাম্পাস পােস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স প্রােগ্রামে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন ৫ জুন থেকে ৩১ জুলাই ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

এই ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের ভর্তি পরীক্ষা দিতে হবে। আবেদনকারীদের ভর্তি পরীক্ষা ও স্নাতক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।

ভর্তির যােগ্যতা

• জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইউজিসি অনুমােদিত বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতক (পাস)/স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রিধারী শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নিয়ম ও শর্ত অনুযায়ী যােগ্য বিবেচিত হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে পােস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে পূর্ণকালীন শিক্ষার্থী হিসাবে ভর্তি হতে পারবে।

• শিক্ষাজীবনে এসএসসি থেকে স্নাতক (পাস)/স্নাতক (সম্মান) ডিগ্রি পর্যন্ত ন্যূনতম মােট ০৫ (পাঁচ) পয়েন্ট (প্রথম বিভাগ ৩ পয়েন্ট, দ্বিতীয় বিভাগ ২ পয়েন্ট এবং তৃতীয় বিভাগ ১ পয়েন্ট হিসেবে গণ্য হবে) অথবা গ্রেডিং পদ্ধতিতে ০৭ (সাত) পয়েন্ট থাকতে হবে।

• জাতীয় বিশ্ববিদ্যালয়/যে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোন প্রার্থী এ প্রােগ্রামে ভর্তি হতে পারবে না। উক্ত শর্ত ভঙ্গ করে কোন প্রার্থী এ ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করলে তার ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার সম্পর্কিত করণীয়

• লিখিত পরীক্ষার দিন আবেদনকারীকে সােনালী সেবার মাধ্যমে আবেদন ফি জমাদানের রশিদের মূলকপি ও প্রাথমিক আবেদন ফরমসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

• এছাড়া চুড়ান্ত ভর্তির জন্য সাক্ষাক্তারের দিন আবেদনকারীকে সকল সনদের মূলকপি, সােনালী সেবার মাধ্যমে আবেদন ফি জমাদানের রশিদের মূলকপি ও প্রাথমিক আবেদন ফরমসহ স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন দপ্তরে উপস্থিত হতে হবে। সাক্ষাক্তারের দিন আবেদনপত্র ও সকল সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

• ভর্তির সময় অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে মূল সনদ ও নম্বরপত্র প্রদর্শন করতে হবে। অন্যথায় আবেদনকারী ভর্তির অযােগ্য বলে বিবেচিত হবেন।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (পিজিডি) ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স প্রােগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি

পোস্ট গ্রাজুয়েট লাইব্রেরি এড ইনফরমেশন সায়েন্স এ ভর্তি বিজ্ঞপ্তি

প্রাথমিক আবেদন ও চূড়ান্ত ভর্তির সময়সীমা
বিবরণ

• অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ তারিখঃ ০৫/০৬/২০২৩ থেকে ৩০/০৭/২০২৩

• সােনালী সেবার টাকা জমাদানের শেষ তারিখঃ ০৭/০৬/২০২৩ থেকে ৩১/০৭/২০২৩

প্রার্থী প্রতি ৭০০/- (সাতশত) টাকা হারে Pay Slip এ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সংশ্লিষ্ট খাতের। সঞ্চয়ী হিসাব নম্বর (এমফিল/পিএইচডি খাত) উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে।

• প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহের তারিখঃ ০৭/০৬/২০২৩ থেকে ০৩/০৮/২০২৩

•লিখিত পরীক্ষার তারিখঃ ১১/০৮/২০২৩
(সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত)

উল্লেখ্য যে, ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে ৫০ (বাংলায়-২০, সাধারণ জ্ঞান-২০, ইংরেজীতে-১০) নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় হতে সরবরাহকৃত উত্তরপত্রেই পরীক্ষা নেয়া হবে।

•লিখিত পরীক্ষার ফল প্রকাশ (জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও নোটিশ বাের্ডে) : ১৪/০৮/২০২৩

•লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ:

স্থানঃ একাডেমিক ভবন, জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গাজীপুর-১৭০

• চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের তারিখঃ ১৪/০৮/২০২৩

•পে স্লিপ ডাউনলােড ও ভর্তির তারিখঃ ১৭/০৮/২০২৩ থেকে ২৯/০৮/২০২৩

এক (০১) বছরের কোর্স ফি সর্ব সাকুল্যে: ২৪,৫০০/-(পঁচিশ হাজার) টাকা দুই কিস্তিতে সােনালী সেবার মাধ্যমে গ্রহণ করা হবে। প্রথম কিস্তির ১২,২৫০/- (বার হাজার পাঁচশত) টাকা ভর্তির সময়। সােনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। দ্বিতীয় কিস্তি পরবর্তী তিন মাসের মধ্যে সােনালী সেবার মাধ্যমে প্রদান করতে হবে। (বিস্তারিত ভর্তির প্রসপেক্টাস-এ উল্লেখ থাকবে)।

•ক্লাশ শুরুর তারিখঃ ৩১/০৮/২০২৩

(জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে)

পোস্ট গ্রাজুয়েট ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স প্রােগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি 2023

এই ভর্তি কার্যক্রমের যে কোন নিয়মাবলী/ধারা/উপধারা সংশােধন, সংযােজন, পরিবর্তন বা বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে লাইব্রেরি ডিপ্লোমা কোর্সে নিম্নোক্ত কলেজসমূহে শিক্ষার্থী ভর্তি চলছে,

১. ড. এম মিজানুর রহমান প্রফেশনাল কলেজ, কলেজ কোড-৬৬১১।

৩ মেইন রড (বেড়িবাঁধ), আদাবর ঢাকা উদ্যান, মোহাম্মদপুর ঢাকা-১২০৭। ফোন-০১৬১১-০২০২৬৬, ০১৮৪১-০২০২৬৬ https://www.facebook.com/drmmrpc/, www.drmmrpc.edu.bd, E-mail: drmmrpc@gmail.com

২. হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন, কলেজ কোড-৩৯২৪, হাজীগঞ্জ চাঁদপুর। মোবাইল: ০১৮১৪-৩৮৫১৯১, ০১৭৮৩৭০৩০৬৫। hicehajigonj@gmail.com

৩. কলেজ অব এডুকেশন, সাতক্ষীরা। কলেজ কোড-০২৬৭, সাতক্ষীরা সদর উপজেলা সংলগ্ন, সাতক্ষীরা। মোবাইল: ০১৯২৩-৫৭২৫৪৩, ০১৭৫১-৩৮০১৮৮ E-mai: collegeofeducationsatkhira@gmail.com

৪. ইনস্টিটিউট ফর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ (ইলিশ) রাজশাহী, কলেজ কোড-২৫৭৮, তালাইমারী রাজশাহী। মোবাইল: ০১৭৯৩-৯০২০২০।

৫. বগুড়া লাইব্রেরি সায়েন্স কলেজ, বগুড়া, কলেজ কোড-২৭৫৪ (সুলতানগঞ্জ স্কুলের পাশে) বনানী মোড়, বগুড়া। মোবাইল: ০১৭১২-১২৮৮৬৮, ০১৭১১-৩৬৩৫২৮।

৬. ইনস্টিটিউট অব প্রফেশনাল এডুকেশন, কুমিল্লা-৩৭৮২। ঠিকানা: আহমেদ নগর, কুমিল্লা সদর দক্ষিণ, উপজেলা কুমিল্লা উপজেলা কুমিল্লা সদর দক্ষিণ –৩৫০০। ফোন: ০১৭১৪ ৪৫৫ ৪৮১, ০১৫৫৮ ৭৬৯৪৪৮ E-mail: ipe.comilla69@gmail.com

৭. উপমা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনালাজি, কলেজ কোড-৩২৫৩, রংপুর, কলেজ রোড, মর্ডান মোড়, ক্যাডেট কলেজ, মহানগর, রংপুর।.মোবাইল: ০১৭৩৭-১১৩২৩৩।

৮. গাজীপুর লাইব্রেরি সায়েন্স অ্যান্ড প্রফেশনাল ইনস্টিটিউট, কলেজ কোড-৫৫৩৫, টাঙ্গাইল রোড, চৌরাস্তা, গাজীপুর। মোবাইল: ০১৯১৬-৬৮৮৬৩৩।

১০. মডার্ন ইনস্টিটিউট অব লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স (MILIS)-জয়পুরহাট-২৮২১ হাউজিং স্টেট, জয়পুরহাট সদর-৫৯০০। মোবাইল- ০১৭১৬ ৬৪৪৮৩৭, ০১৭১৪ ৬৭৬৫৫২

১১. ইনস্টিটিউট অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, (ইলিশ)- মাদারীপুর। মোবাইল: অধ্যক্ষ- ০১৭১৬৭৭১৮০৮, ঠিকানা: নতুন শহর, মাদারীপুর-৭৯০০। Email: s985855@yahoo.com

১২. জাস ইনস্টিটিউট, সিলেট-১৭৪১। ঠিকানা: ৭ম তলা, আনন্দ টাওয়ার, জেল রোড, সিলেট ৩১০০।
মোবাইল অধ্যক্ষ ০১৭১৬৪৬৭৪১৪, ০১৯১২৮২০৩৭২ Email: zaass.institute@gmail.com

১৩. এস এফ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান কলেজ, কলেজ কোড-৩৪৬০, বড়ামাগুড়া (নয়াপাড়া) নবাবগঞ্জ, দিনাজপুর। মোবাইল: ০১৭৫৪-১৬৫৪০০।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group