জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডির মাধ্যমে বিভিন্ন আবেদন অনলাইনে প্রেরণের নির্দেশিকা

স্টুডেন্ট আইডির মাধ্যমে বিভিন্ন আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করবেন যেভাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিক্ষার ফলাফল পুনঃনিরীক্ষন আবেদন 2022. NU পরিক্ষার ফলাফল সংশোধন/পুনঃনিরীক্ষন/ ভর্তি বাতিল / নাম সংশোধন সহ বিভিন্ন আবেদনসহ বিভিন্ন আবেদন অনলাইনে প্রেরণের নির্দেশিকা। 

অনেক সময় NU ডিগ্রী, অনার্স ও মাস্টার্স পরিক্ষার ফলাফল পাওয়ার পর আমরা হতাশায় ভুগি। যে ফলাফল আশা করি সেরকম আশানুরূপ ফলাফল পাইনা। তখন আমরা ফলাফল সংশোধন করা উপায় খুঁজি। ফলাফল সংশোধন করার আবেদন খুব সহজেই স্টুডেন্ট আইডি ব্যবহার করে অনলাইনে করা যায়।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডির মাধ্যমে ভর্তি বাতিল / নাম সংশোধন সহ বিভিন্ন আবেদনসহ বিভিন্ন আবেদন অনলাইনে প্রেরণের করা যায়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফলাফল পুনঃনিরীক্ষন সহ বিভিন্ন আবেদন স্টুডেন্ট আইডির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করব।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রমোশনের নিয়মাবলী 2022-2023

স্টুডেন্ট আইডির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন অনলাইনে প্রেরণের নির্দেশিকাঃ

▪ প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এ প্রবেশ করে Services মেনু থেকে Student login বটিনে ক্লিক করতে হবে

যেমন : www.nu.ac.bd => SERVICES => STUDENT LOGIN

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডির মাধ্যমে বিভিন্ন আবেদন

▪ Student Login Button click করার পর নিচের Student Login Screen দেখা যাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডির মাধ্যমে বিভিন্ন আবেদন

▪ যে সকল ছাত্র/ছাত্রী Online সার্ভিসগুলো প্রথম নিতে চাই তারা Student Login Screen (চিত্র-২) এ প্রদর্শিত Student Registration অপশনের মাধ্যমে নিচের নিয়ম অনুযায়ী Registration করে Online Service সুবিধা নিতে পারবে আর যে সকল ছাত্র/ছাত্রী ইতিপূর্বে উক্ত Online সার্ভিস গ্রহন করেছে তারা তাদের সংগৃহীত User Name & Password দিয়ে login করে Online Service সুবিধা নিতে পারবে।

Student Registration নতুন ইউজারদের জন্য:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডির মাধ্যমে বিভিন্ন আবেদন

▪ প্রথমে Student Registration বাটনে ক্লিক করতে হবে | ক্লিক করার পর নিচের Student Registration ফর্ম (চিত্র -৩) Screen এ প্রদর্শিত হবে I তার পর Course, Session, Registration No যথাযতভাবে Entry দিয়ে Registration বাটনে click করতে হবে I

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডির মাধ্যমে বিভিন্ন আবেদন

▪ click করার পর নিচের Student Details Information (চিত্র-8) Screen প্রদর্শিত হবে। এই Screen এ প্রদর্শিত তথ্য সঠিক হলে Proceed বাটনে ক্লিক করতে হবে I অন্যথায় Try Again অপশন এ ক্লিকের মাধ্যমে পূনরায় নতুন করে Registration শুরু করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডির মাধ্যমে বিভিন্ন আবেদন

▪ চিত্র-8- এর Proceed বটিনে click করার পর Auto Student ID Generate হবে এবং আর একটি ফর্ম চিত্র-৫= Registration login information) প্রদর্শিত হবে I উক্ত ফর্মে Password, Mobile No phone, E-mail ID, প্রদর্শিত Captcha Text সঠিকভাবে Entry করে Save বটিনে Click এর মাধ্যমে Registration কাজ সম্পন্ন করতে হবে I

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডির মাধ্যমে বিভিন্ন আবেদন

▪ Registration সঠিক হলে Save Successfully Massage সহ Student Login Screen (চিত্র-৬) প্রদর্শিত হবে I প্রদত্ত E-mail তে Student ID এবং Password Auto চলে যাবে I প্রদত্ত E-mail থেকে Student ID এবং Password সংগ্রহ করে Student Login panel (চিত্র-৬) এ Login করে কাঙ্খিত সার্ভিস গুলো পাওয়া যাবে যা নিচের Student Dashboard Screen (চিত্র- ৭) নামে প্রদর্শিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডির মাধ্যমে বিভিন্ন আবেদন

▪ উপরোক্ত স্কিনের save button এ click করার পর save successfully massage পাওয়া যাবে এবং নীচের স্ক্রিনটি (চিত্র-৬: student login screen) প্রদশিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডির মাধ্যমে বিভিন্ন আবেদন

 

▪ তার পর User Name & Password দিয়ে Login করার পর নিচের Student Profile Screen (চিত্র… ৭) দেখাযাবে ৷ উক্ত ফর্মটি পূরন করার পর করার পর Student Dashboard Screen (চিত্র-৮) টি প্রদর্শিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডির মাধ্যমে বিভিন্ন আবেদন

▪ উপরোক্ত স্ক্রীনের বাম দিকের বিভিন্ন অপশন থেকে Examination Service অপশনে ক্লিক করলে পরীক্ষা বিভাগ সংক্রান্ত সার্ভিসের তালিকা দেখা যাবে (চিত্র-৯) ৷ এই সার্ডিংসর তালিকা থেকে Result Correction/Online Name Correction/Other Services লিংক এ ক্লিক করতে হবে I

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডির মাধ্যমে বিভিন্ন আবেদন

▪ এক্ষেত্রে Application form (চিত্র-১০) চলে আসবে৷ Application From এর সকল Information সঠিকভাবে Entry করে Proceed বাটনে click করতে হবে I click করার পর Application Successful Message প্রদর্শিত হবে এবং Application Successful এর বর্তমান অবস্থা dashboard এ (চিত্র-১১) দেখা যাবে। এভাবে
Student Online Registration এর কাজ সম্পন্ন করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডির মাধ্যমে বিভিন্ন আবেদন

▪ Application View/ Edit/ Update/ Modification ছাত্র/ছাত্রী তার Student ID & Password দিয়ে login করার পর আবেদনের তালিকা Dashboard (চিত্র… ১১ ) এর Service Request List এ দেখতে পারবে ৷ ছাত্র/ছাত্রী যদি আবেদনে নতুন কোন ডুকুমেন্ট বা ফাইল সংযুক্ত করতে চায় তাহলে তাকে Dashboard এর ডানপার্শে উপরে অবস্থিত Action column এর Edit লিংকে Click করে আপলোড করতে পরবে ৷ তার পর Update Button click করে তার ফাইল Update এর কাজ সম্পন্ন করতে পারবে ৷

▪ ছাত্র ছাত্রী তার Application এর বর্তমান অবস্থান জানার জন্য Dashboard এর Examination services List এর Instruction column ও Status column থেকে Application এর বর্তমান অবস্থা জানতে পারবে।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম CGPA নির্ণয় করার পদ্ধতি

How to send various applications to national universities through student ID 

ডিগ্রি, অনার্স, মাষ্টার্স এর শিক্ষার্থীরা স্টুডেন্টস লগইন এর মাধ্যমে আরো যেসব সেবা পাবেন

“Academic Services For Student”

  • Admission Cancel(AC) = 700 Taka
  • Admission Test Details = 300 Taka
  • Duplicate Registration Card Issue = 500 Taka
  • Migration Certificate Issue = 500 Taka
  • Registration Card Issue = 500 Taka
  • Registration Card Correction = 500 Taka
  • Transfer College(TC) = 1000 Taka

“Examination Services For Student”

  • Admit Card Correction = 500 Taka
  • Duplicate Admit Card
  • Issue = 500 Taka
  • Provisional Certificate = 300 Taka
  • Duplicate Certificate 500 Taka
  • Mark Sheet = 300 Taka
  • Duplicate Mark Sheet = 500 Taka
  • Original Certificate
  • (Apply only Passing Year 1999-2000) = 500 Taka
  • Duplicate Original Certificate = 500 Taka
  • Transcript = 700 Taka
  • Document Verification Per Copy = 100 Taka
  • Certificate Correction = 500 Taka
  • Original Certificate (Corretion) = 500 Taka
  • Duplicate Transcript (2nd Time) = 400 Taka
  • Marks Sheet Correction = 500 Taka
  • Original Certificate/Provisional Certificate/ Transcripts Translation Fee = 500 Taka
  • Original Certificate/Provisional Certificate/Transcripts/Marksheets Attestation Fee = 300 Taka
  • Certificate/Transcripts/Marks Sheet Photocopy Attestation Fee = 100 Taka
  • Academic Envelop Fee = 200 Taka
  • WES/ICAS Form Fill-up Fee = 800 Taka
  • Result Correction = 800 taka per subject.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি খুলতে ক্লিক http://services.nu.edu.bd/ করুন
শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

2 thoughts on “জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডির মাধ্যমে বিভিন্ন আবেদন অনলাইনে প্রেরণের নির্দেশিকা

Comments are closed.