ভর্তি তথ্যসকল ভর্তি খবর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট ভর্তি তথ্য। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে স্নাতক কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪। ২০২৪ শিক্ষাবর্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট ভর্তি।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হবে ০৮ সেপ্টেম্বর ২০১৯ খ্রি. হতে যা চলবে ২৫ সেপ্টেম্বর ২০১৯ খ্রি. তারিখ বিকাল ৫ঃ০০ টা পর্যন্ত।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদের অধীনে স্নাতক কোর্সে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদন শুধুমাত্র অনলাইনে রুয়েট ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হবে।

আরো পড়ুন- সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা ও ভর্তি বিজ্ঞপ্তি  

ভর্তির জন্য নির্ধারিত বিভাগ ও আসন সংখ্যা ও

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ-১৮০টি, আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগ-৬০টি, আর্কিটেকচার বিভাগ-৩০টি, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কস্ট্রাকসন ম্যানেজমেন্ট বিভাগ-৩০টি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ-১৮০টি,
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ-১৮০টি, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ-৬০টি, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ-৪০টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ-১৮০টি, ইন্ডাস্ট্রিয়াল ও প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ-৬০টি, গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ-৬০টি, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ-৬০টি, কেমিক্যাল এন্ড ফুভ প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ-৩০টি, ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ-৬০টি এবং সংরক্ষিত আসনে পার্বত্য জেলাসমূহ ও অন্যান্য এলাকার উপজাতি/ক্ষুদ্র জাতিসত্বা/নৃ-গােষ্ঠীর প্রার্থীদের জন্য ৪টি এবং বাব্দরবান জেলার প্রার্থীদের জন্য ১টি সহ সর্বমােট ১২৩৫ (এক হাজার দুইশত পঁয়ত্রিশ) টি আসন।

রুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যােগ্যতা

• প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

• প্রার্থীকে ২০১৬ বা তৎপরবর্তী সালের এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০ পেয়ে পাশ হতে হবে।

• প্রার্থীকে ২০১৯ সালের এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজী – এই চার বিষয়ে মােট ৪ পয়েন্ট কমপক্ষে ১৮.৫ এবং উল্লেখিত বিষয়গুলাের মধ্যে গণিত, পদার্থবিদ্যা, কায়নে পৃথকভাবে প্রত্যেক বিষয়ে কমপক্ষে প্রড পয়েন্ট ৪.০ ও ইংরেজীতে কম পক্ষে এত পয়েন্ট ৩.৫ পেয়ে পাশ হতে হবে।

• প্রার্থী ACE ‘O’ Level/সমমান এবং GCE ‘A’ Level/সমমান পাশ করে থাকলে ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য GCE ‘O’ Level/সমমান পরীক্ষায় ৫ (পাঁচ) টি বিষয়ে কমপক্ষে ‘B’ গ্রেড এবং নভেম্বর ২০১৮ সালের পরে GCE ‘A’ Level/সমমান পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে কমপক্ষে ‘B’ গ্রেড পেয়ে পাশ হতে হবে।

• কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা সাপেক্ষে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৯ সালের এইচএসসি/সমমানের পরীক্ষায় উল্লেখিত গ্রেড পয়েন্ট পেয়ে পাশ হতে হবে। লেটার গ্রেড এর ক্ষেত্রে গ্রেড-এর সমতুল্য মান সম্পর্কে উপযুক্ত কর্তপক্ষ কর্তৃক প্রত্যয়নকত্ব সনদপত্র জমা দিতে হবে।

অনলাইনে রুয়েট ভর্তির আবেদন প্রক্রিয়া

• ভর্তির প্রয়ােজনীয় তথ্যাদি (Prospectus) রুয়েট ওয়েবসাইট (www.ruet.ac.bd/admission) পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মােতাবেক অনলাইনে প্রয়ােজনীয় তথ্যাদি সহ আবেদন ফরম পূরণ করে Submit রতে হবে।

অনলাইনে আবেদনের জন্য যে সকল তথ্য প্রয়োজন হবে SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষার রােল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, পাশের সন এবং শিক্ষা বাের্ড। JPG Format এ সদ্য তোলা পাসপাের্ট সাইজের রঙিন ছবি (studio Quality, Height-575 to 625 pixel, Width-415 to 475 pixel, Size Less than 100 KB)

• আবেদনপত্র Submit করার পর আবেদন ফি পরিশােধের জন্য প্রত্যেক আবেদনকারী একটি Bill Number পাবে। উক্ত Bill Number এর বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংকের রকেট সার্ভিসের মাধ্যমে পরিশােধ করতে হবে। উল্লেখ্য যে, আকেল ফি পরিশােধ না করা পর্যন্ত আবেদনপত্র অপেক্ষমান (Penaling) থাকবে এবং ফি প্রদান ব্যতীত আবেদন সম্পন্ন হবে না ।

প্রতি গ্রুপের জন্য আবেদন ও ভর্তি পরীক্ষা বাবদ প্রদেয় ফি এর পরিমাণ নীচে উল্লেখ করা হলো

• ক (KA)- ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ এবং আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগ- ৯০০/- (নয়শত) টাকা।

খ (KHA)- ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ, আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগ এবং স্থাপত্য বিভাগ- ১১০০/- (একহাজার একশত) টাকা ।

ডাচ-বাংলা ব্যাংকের রকেট সার্ভিসের মাধ্যমে ফি প্রদান পদ্ধতি নিম্নরূপঃ

Step-1: ডায়াল *322#
Step-2: *1. Bill Pay” অপশন সিলেক্ট করতে হবে।
Step-3: *1. self অপশন সিলেক্ট করতে হবে। (নিজ একাউন্টের ক্ষেত্রে প্রযােজ্য)
Step-3(a): *2. Other” অপশন সিলেক্ট করতে হবে। (নিজ একাউন্ট ব্যতীত অন্য একাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে)।
Step-3(b): “Enter Payer Mobile No” এর স্থলে নিজের Mobile No টাইপ করতে হবে।
Step-4: *0. Other’ অপশন সিলেক্ট করতে হবে।
Step-5: Enter Biller ID. এর স্থলে “2555 টাইপ করতে হবে।
Step-6: Enter Bill Number এর স্থলে অবশ্যই ওয়েবসাইট থেকে প্রাপ্ত নিজ Bill Number টি প্রদান করতে হবে।
step-7: Enter Amount এর হলে সর্বমােট ফি (ক – ৯০০/- টাকা এবং খ – ১১০০/- টাকা) এর পরিমাণ দিতে হবে৷
Step-8: Enter PIN এর স্থলে Customer এর ডাচ-বাংলা মােবাইল ব্যাংক Account এর PIN নম্বর দিতে হবে।
step-9: রকেট কর্তৃক Payment Confirmation SMS আসবে। এই SMS থেকে Transaction ID (Txnid) সংরক্ষণ করতে হবে।

রুয়েট ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী

• সকল বৈধ আবেদনকারীদের মধ্য থেকে HSC পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজী- এই চার বিষয়ে প্রাপ্ত মােট মােট পয়েন্টের ভিত্তিতে একটি তালিকা তৈরী করা হবে। এ তালিকা থেকে প্রথম ৯,০০০ (নয় হাজার) জন প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযােগ দেয়া হবে। ৯.০০০ তম প্রার্থী নির্ধারনের জন্য উল্লেখিত ৪টি বিষয়ে প্রশ্ন গ্রেডের ভিত্তিতে ৯,০০০তম প্রার্থীদের মধ্যে যথাক্রমে উচ্চ মধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ে প্রাপ্ত গ্রেডকে
অধিকারের ক্রম হিসাবে বিবেচনা করা হবে। সকল আবেদনপত্র যথাযথ প্রক্রিয়ায় নিরীক্ষণ পূর্বক ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য যােগ্য প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। প্রত্যেক আবেদনকারী তার স্ট্যাটাস রুয়েট ওয়েবসাইট (www.ruct ac bd admission) Login করে দেখতে পাবে।

• যােগ্য প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশপগ্রহণের প্রবেশ ওয়েবসাইট থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে Download করতে হবে এবং অবশ্যই ভর্তি পরীক্ষার হলে দুই কপি প্রবেশপত্র সাথে নিয়ে আসতে হবে।

• ভর্তি পরীক্ষার দিন প্রার্থীর HSC/সমমানের পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, রােজিস্ট্রেশন কার্ড এর ফটোকপি ও রুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (দুই কপি) অবশ্যই সঙ্গে আনতে হবে।

ভর্তি পরীক্ষার বিষয়সমূহ, নির্ধারিত নম্বর ও পরীক্ষা বিষয়ক নির্দেশাবলীঃ ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচীর ভিত্তিতে ক গ্রুপের জন্য ৩৫০ নম্বরের সম্পূর্ণ লিখিত পরীক্ষা এবং “খ” -এর জন্য ৩৫০ নম্বরের সম্পূর্ণ লিখিত পরীক্ষা ও ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন বিষয়ে MCQType প্রশ্ন থাকবে না।

• বিষয় ভিত্তিক নম্বর বন্টন ও গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন প্রতিটি বিষয়ের জন্য ১০০ নম্বর করে ৩০০ নম্বর ও ইংরেজীতে (Functional) ৫০ নম্বর সহ মােট ৩৫০ নম্বর এবং মুক্তহস্ত অংকন (আর্কিটেকচার বিভাগে ভর্তি প্রার্থীদের জন) ১০০ নম্বর।

• পরীক্ষার কক্ষে ক্যালকুলেটর ছাড়া অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইস (যেমনঃ কম্পিউটার ট্যাব/আইপ্যাড, মােবাইল ফোন এবং নেটওয়ার্ক এর সহিত যুক্ত হতে সক্ষম সকল ইলেকট্রনিক ডিভাইস) আনা নিষিদ্ধ। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরে পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না এবং পরীক্ষা শুরুর পর ১ ঘন্টা অতিবাহিত না হলে কক্ষ ত্যাগ করতে পারবে না।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

রুয়েট ভর্তির আবেদন, ভর্তি পরীক্ষা, ফলাফল ইত্যাদির তারিখ ও সময়সূচী

• অনলাইনে ভর্তি আবেদনের সময়সূচীঃ ০৮ সেপ্টেম্বর ২০১৯ খ্রি. হতে ২৫ সেপ্টেম্বর ২০১৯ খ্রি. তারিখ বিকাল ৫ঃ০০ টা পর্যন্ত।

• ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যােগ্য প্রার্থীদের তালিকা প্রকাশঃ ০২ অক্টোবর ২০১৯ টি।

• পরীক্ষার প্রবেশপত্র ডাউনলােড করার তারিখঃ ১২ অক্টোবর ২০১৭ খ্রি. হতে শুরু।

• ভর্তি পরীক্ষার তারিখ ও সময়

ক গ্রুপঃ ২৪ অক্টোবর, ২০১৭ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ৯.০০ টা হতে সকাল ১১:০০ টা পর্যন্ত।

খ গ্রুপঃ ২৪ অক্টোবর, ২০১৭ খ্রি. তারিখ রােজ বৃহস্পতিবার সকাল ৯০০ টা হতে দুপুর ১২:১০ টা পর্যন্ত।

•ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশঃ ০৪ নভেম্বর, ২০১৪।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে এবং প্রয়ােজনে তা ডাউনলােড করা যাবে। ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য জানার জন্য সকাল ৯.০০ টা হতে রাত ৮ঃ৩০ টা পর্যন্ত সময় কালাে ০১৭৮৫৩২৭৯৫০, ০১৭৮০-৩২ ৭৩৫০ মােবাইল নম্বরে যােগাযােগ করা যেতে পারে। ভর্তি সংক্রান্ত যে কোন ব্যাপারে রুয়েট ভর্তি কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট ভর্তি তথ্য। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে স্নাতক কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group