উপবৃত্তি নিউজ

ডিগ্রি শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদনের সুযোগ ১০ ফেব্রুয়ারির মধ্যে

ডিগ্রি শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদনের সুযোগ ১০ ফেব্রুয়ারির মধ্যে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস কোর্স ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে সরকার। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন চেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। অনলাইনে নিবন্ধন করে শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন করতে হবে। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের আবেদন করতে বলা হয়েছে।

 

ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস কোর্স ও সমমান পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ সালের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ সালে (তৃতীয় বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং প্রথম বর্ষ) ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নিকট থেকে উপবৃত্তির আবেদন আহ্বান করা হচ্ছে।

 

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) তৃতীয় বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং প্রথম বর্ষের শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য আবেদন করতে পারছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে নির্ধারিত লিংকে (http://estipend.pmeat.gov.bd) প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে।

 

নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ওয়েবসাইটে ব্যবহার নির্দেশিকায় পাওয়া যাবে। সফটওয়্যারে তথ্য এন্ট্রির জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আগের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অথবা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সফটওয়্যারের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেও লগইন করতে পারবেন।

 

উপবৃত্তি পাওয়ার জন্য কিছু শর্ত দেয়া হয়েছে। এগুলো হলো উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রি (পাস) বা ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে, নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণিকক্ষে (ক্লাস) কমপক্ষে ৭৫ শতাংড উপস্থিত থাকতে হবে (এক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসেবে বাংলা বা ইংরেজি গণনা করা যেতে পারে), শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট এক লাখ টাকার কম হতে হবে এবং অভিভাবক বা বাবা-মায়ে মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারীদের জন্য পাঁচ শতাংশ এবং অন্যান্য এলাকায় বসবাসকারীদের জন্য পঁচাত্তর শতাংশের কম হতে হবে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যবহার নির্দেশিকার শর্ত অনুসরণ করে ৯ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সিস্টেম ব্যবহার করে অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সিস্টেম ব্যবহার করে অনলাইনে পাঠাতে হবে।

Opportunity for degree students to apply for stipend by 10th February. The government will provide stipends for degree pass courses and equivalent level students in different universities. For this, the Prime Minister’s Education Assistance Trust has requested an application from the students. Students must apply for the stipend by registering online. Students have been asked to apply by February 10.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply