ভর্তি তথ্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এমবিএ ইন এগ্রিবিজনেস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অভ এগ্রিবিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (ADS) এ এপ্রিল-সেপ্টেম্বর/২০২০ (Summer Semester) সেমিস্টারে MBA in Agribusiness কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এমবিএ মাস্টার্স ইন এগ্রিবিজনেস ভর্তির বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ হয়। কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ ইন এগ্রিবিজনেস ভর্তির বিস্তারিত তথ্য দেখুন এখানে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ইনস্টিটিউট অভ এগ্রিবিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (IADs)-এ এপ্রিল-।সেপ্টেম্বর/২০২০ সেমিস্টাৱে পূর্ণকালীন MBA in Agribusiness কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য যােগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি নিয়ে প্রদান করা হলােঃ

কৃষি বিশ্ববিদ্যালয়ের এমবিএ ইন এগ্রিবিজনেস কোর্সে ভর্তি তথ্য ২০২০

• কোর্সের নামঃ MBA in Agribusiness
• সময়কাল: দুই বছর (ইন্টানশীপ/থিসিস সেমিস্টার সহ চার সেমিস্টার)।
• ক্রেডিটঃ ৬৪

এমবিএ ইন এগ্রিবিজনেস ভর্তির  শিক্ষাগত যােগ্যতাঃ

• প্রার্থীদেরকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে অথবা এর সমমানের কমপক্ষে ৪(চার) বৎসরের ডিগ্রী থাকতে

• কেভিট কোর্স পদ্ধতিতে পাশকৃত প্রার্থীদেরকে জিপিএ ৪.০ এর মধ্যে কমপক্ষে ৩.০ অথবা ৫.০ এর মধ্যে কমপক্ষে ৫০ থাকতে হবে। পুরাতন পদ্ধতিতে পাশকৃত প্রার্থীদের এসএসসি থেকে স্নাতক/স্নাতকোত্তর বা সমতুল্য পরীক্ষা সমূহের মধ্যে সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণী থাকতে হবে।

এমবিএ ইন এগ্রিবিজনেস কোর্সে পূর্ণ তারিখঃ

• আবেদনপত্র সংগ্রহ ও জমাদানঃ ২৩ ফেব্রুয়ারি  ২০২০- ১৬ মার্চ ২০২০
• ভর্তি পরীক্ষাঃ ১৯ মার্চ ২০২০
• ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশঃ ২২ মার্চ ২০২০
• ভর্তির তারিখঃ ২৪ মার্চ ২০২০ – ৩০ মার্চ ২০২০
• ক্লাস শুরুঃ ০১ এপ্রিল ২০২০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এমবিএ ইন এগ্রিবিজনেস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০

এমবিএ ইন এগ্রিবিজনেস কোর্সে ভর্তির অন্যান্য তথ্যাদিঃ

• পূবালী ব্যাংক লিঃ, বিশ্ববিদ্যালয় চত্তর শাখা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ৫০০,০০(পাঁচশত) টাকা (অফেরতযােগ্য) প্রদান পূর্বক ভর্তির জন্য নির্ধারিত আবেদনপত্র আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২০ থেকে ১৬ মার্চ ২০২০ পর্যন্ত সংগ্রহ করা যাবে। সংগৃহীত আবেদনপত্র যথাযথভাবে পূরণ পূর্বক প্রয়ােজনীয় কাগজপত্র সহ ১৬ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে IADS-অফিসে জমা দিতে হবে।

• আবেদনপত্রের সাথে সত্যায়িত সকল পরীক্ষার সার্টিফিকেট, মার্কশিট এবং ৩ কপি পাসপাের্ট সাইজ ছবি সংযােজন করতে হবে। সদ্য অনার্স ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে প্রভিশনাল সার্টিফিকেট গ্রহণযােগ্য।

• ভর্তি পরীক্ষা নৈর্ব্যক্তিক (Communication, Mathematics & Analytical Ability) এবং রচনা মূলক (Essay writing & Interpretation skill) এই দুই ভাগে বিভক্ত থাকবে।

• ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্ণিত তারিখ ও সময় অনুযায়ী নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

• চাকরিরত প্রার্থীদেরকে নিজ নিজ নিয়ােগ কর্তার নিকট থেকে অধ্যয়ন কালীন সময়ে ক্লাসে যােগদান এবং শিক্ষা কার্যক্রম যথারীতি সম্পাদনের জন্য চার সেমিস্টার ব্যাপী সময়কাল অর্থাৎ ২৪ মাসের ছুটি প্রদান করা হবে এই মর্মে প্রত্যয়নপত্র/অফিস আদেশ সংযােজন করতে হবে। ভর্তির তারিখ হতে তিন মাসের মধ্যে ছুটির চূড়ান্ত কাগজপত্র জমা
দিতে হবে, অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

• অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে অবশ্যই মাইগ্রেশন সার্টিফিকেট সংযােজন করতে হবে।

• ভর্তি পরীক্ষার ফলাফল IADS-এর নােটিশ বাের্ড এবং ওয়েবসাইট (www.bau.edu.bd/dept/iads)-এ প্রকাশ করা

• বিস্তারিত নিয়মাবলী ও ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত তথ্যাদি IADS-অফিস থেকে সংগ্রহ করতে হবে।  (প্রয়ােজনেঃ +8801723-947755)।

• ভর্তি যােগ্য আবেদন পত্র সমূহ একাডেমিক কমিটির মাধ্যমে সুপারিশ সহ ৩১ মার্চ ২০২০ তারিখের মধ্যে কো-অর্ডিনেটর, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি অফিসে প্রেরণ করা হবে।

• অসম্পূর্ণ, অনিয়মিত এবং অস্পষ্ট আবেদন পত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group