ভর্তি তথ্যসকল ভর্তি খবর

এবছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে না

পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার প্রভাবে তা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার কারণে এখনও প্রস্তুতিই সম্পন্ন করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

এ বছর বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হচ্ছে না বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে জানা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে পরবর্তী ১৫ দিন পর এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিলেও কবে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে সে বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নিতে পারেনি।

আরো পড়ুন- এই পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয় : শিক্ষামন্ত্রী

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, চলতি বছর গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হলেও সব প্রস্তুতি নেয়া সম্ভব হয়নি। কিছু কিছু করা সম্ভব হলেও এ সংক্রান্ত কমিটির সদস্যরা একত্রিত হতে না পারায় সব প্রস্তুতি শেষ করা সম্ভব হয়নি বলে চলতি বছর এ কার্যক্রম পিছিয়ে যেতে পারে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘আমরা এখনও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত পাইনি। তবে বিশ্ববিদ্যালয় শুধু খুলে দিলেই হবে না এক্ষেত্রে অনেক বিষয় বিবেচনা করতে হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা খুবই জরুরি।’

এদিক এইচএসসি পরীক্ষার ব্যাপার শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ১৫ দিন অন্ততপক্ষে শিক্ষার্থীদের নোটিস দিয়ে আমরা পরীক্ষা নেব। কিন্তু পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি হতে হবে, আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা যখন বুঝব এবং আপনারাও (গণমাধ্যমকর্মী) বুঝবেন এত বড় পাবলিক পরীক্ষা নেওয়ার মতো অনুকূল পরিবেশ আছে, সেটি হওয়া মাত্রই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেব।

জানা গেছে, সরকার পর্যায়ক্রমে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা করছে। এর জন্য ছকও রেডি করছে। স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করে কীভাবে ক্লাস চালু করা যায় সেটিরও পরিকল্পনা রয়েছে সরকারের। সেপ্টেম্বরের শেষ নাগাদ করোনা পরিস্থিতির উন্নতি হলে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জোরালো সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয় গুলোকে ০৪ টি গুচ্ছে ভাগ করে এ পরীক্ষা নেওয়ার কথা ছিল। সাতটি কৃষি প্রধান বিশ্ববিদ্যালয় মিলে ০১ টি, এগারটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলে ০১ টি, তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলে ০১ টি এবং নয়টি সাধারণ বিশ্ববিদ্যালয় মিলে ০১ টি গুচ্ছে  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply