আরবি বিশ্ববিদ্যালয়রেজাল্ট

ফাজিল অনার্স ১ম ২য় ৩য় ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল 2024 প্রকাশ FAZIL EXAM RESULT

ফাজিল অনার্স পরীক্ষার ফলাফল 2024 প্রকাশিত হয়েছে Fazil Exam Result। ফাজিল অনার্স ১ম বর্ষ, ফাজিল অনার্স ২য় বর্ষ, ফাজিল অনার্স ৩য় বর্ষ, ফাজিল অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২০২০ সালের ফাজিল অনার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা: ২০২০-এর নিয়মিত, স্থগিত (Withheld) ফলাফল এবং রিটেইক ও গ্রেড উন্নয়ন পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ। ফাজিল অনার্স পরীক্ষার ফলাফল দেখতে পারবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। ফাজিল অনার্স পরীক্ষার ফলাফল দেখতে পারবেন এডুকেশন্স ইন বিডির এই লিংকে

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স (স্নাতক) ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২০ এর স্থগিত (withheld), রিটেইক ও গ্রেড উন্নয়ন ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি।ফাজিল স্নাতক (পাস) ১ম,২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২০ এর ‘WITHHELD’ তথা স্থগিত করা ফলাফল প্রকাশ। (ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাচ্ছে)

ফাজিল স্নাতক (পাস) ১ম,২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২০ এর 'WITHHELD' তথা স্থগিত করা ফলাফল প্রকাশ। (ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাচ্ছে)ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স (স্নাতক) ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২০ এর স্থগিত (withheld), রিটেইক ও গ্রেড উন্নয়ন ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

ফাজিল অনার্স পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২

ফাজিল অনার্স পরিক্ষার ফলাফল দেখার পদ্ধতি

• ফাজিল পরীক্ষার ফলাফল দেখতে এই http://result.iau.edu.bd/ লিংকে ক্লিক করুন।

• এরপর আপনার কোর্স ফাজিল অনার্স সিলেক্ট করুন।

• এরপর আপনি যে সনে ফাজিল পরিক্ষা দিয়েছেন সিলেক্ট করুন ও আপনি কোন বর্ষের স্টুডেন্ট সিলেক্ট করুন৷

• এরপর আপনার রেজিষ্ট্রেশন নম্বর দিন এবং ক্যাপচা কোড সঠিকভাবে এন্ট্রি দিন।

• পেয়ে যাবেন আপনার ফাজিল পরিক্ষার রেজাল্ট

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২০-এর ফলাফল ০২/১০/২০২২ খ্রি. তারিখে প্রকাশিত হয়েছে। যে সকল পরীক্ষার্থীর ফলাফল স্থগিত (Withheld) রয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ফলাফল প্রকাশের ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের মাধ্যমে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোনো বর্ষে কোনো কোর্সে ‘F’ গ্রেড প্রাপ্ত ছাত্রকে পরবর্তী ব্যাচের সাথে গ্রেড উন্নয়ন করতে হবে; কোনো কোর্সে ‘D’ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থী মানোন্নয়ন করতে চাইলে পরবর্তী ব্যাচের সাথে বার্ষিক চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। রিটেইক ও গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য বার্ষিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের পর ১৫ দিনের মধ্যে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করবেন। শিক্ষার্থী একটি কোর্সে ১ (এক) বারের বেশি এই সুযোগ পাবে না ।

ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা-২০২০-এ যে সকল পরীক্ষার্থী ৪র্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু ১ম থেকে ৪ বর্ষের যে কোনো কোর্সে F গ্রেড থাকার কারণে চূড়ান্ত ফলাফলে নির্ধারিত ক্রেডিট পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন অথবা CGPA ২.৫০ এর কম পেয়ে চূড়ান্ত ফলাফলে Fail করেছেন তারা নির্ধারিত ক্রেডিট পূরণের লক্ষ্যে F গ্রেড/গ্রেডসমূহে মানোন্নয়ন পরীক্ষার জন্য ফলাফল প্রকাশের পর বিশ (২০) দিনের মধ্যে অধ্যক্ষের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করবেন ।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “ফাজিল অনার্স ১ম ২য় ৩য় ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল 2024 প্রকাশ FAZIL EXAM RESULT

Leave a Reply