অ্যাসাইনমেন্ট

এইচএসসি পরীক্ষার পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২১

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান ১ম ও ২য় পত্রের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করা হবে৷ এইচএসসি পদার্থ বিজ্ঞানের এসাইনমেন্টের সমাধান দেখুন এখানে।

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের গুপভিত্তিক নৈর্বাচনিক বিষয়ের উপর প্রতি সপ্তাহে ০২(দুই)টি করে ১৫(পনের) সপ্তাহের জন্য মােট ৩০(ত্রিশটি অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে। ২৬/০৭/২০২১ খ্রি. এ সকল অ্যাসাইনমেন্টের মধ্যে প্রথম পর্যায়ে ০২ সপ্তাহের জন্য অ্যাস্যাসাইনমেন্ট কাভার পৃষ্ঠার নমুনাসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে৷

এডুকেশন্স ইন বিডির পাঠকদের জন্য ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান ১ম ও ২য় পত্রের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান নীচে তুলে ধরা হলো।

এইচএসসি পদার্থ বিজ্ঞান ১ম পত্র এসাইনমেন্ট ২০২১

অ্যাসাইনমেন্ট প্রশ্ন: একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামাে চিন্তা করাে। প্রসঙ্গ কাঠামােটির মূলবিন্দু সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান যথাক্রমে P(3,-4,5) ও Q(2,-1,1)। P ও Q বিন্দুর অবস্থান ভেক্টরকে যথাক্রমে P ও Q দ্বারা নির্দেশ করাে।

(ক) P বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করাে। PQ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করাে।

(খ) P ও Q ভেক্টরদ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে, ত্রিভুজের ক্ষেত্রফল কত?

(গ) ধরাে তােমার প্রসঙ্গ কাঠামােতে অপর একটি ভেক্টর R = 1+ 2- 3k। P, Q এবং R চিত্র ১ এর ন্যায় একটি ঘন সামান্তরিকের তিনটি বাহু নির্দেশ করলে সামান্তরিকটির আয়তন নির্ণয় করাে ও উত্তরের পক্ষে তােমার ব্যাখ্যা উপস্থাপন করাে।

চিত্র ১: ঘন সামান্তরিক

(ঘ) এবার একটি নদীর প্রস্থ হিসেবে P এর মানকে বিবেচনা করাে। ধরাে, Q সেই নদীর স্রোতের বেগ ও R নৌকার বেগ নির্দেশ করছে এবং তুমি ঐ নৌকায় বসে আছ। এখন সবচেয়ে কম সময়ে নদী পার হতে তুমি কী ব্যবস্থা করবে? গাণিতিকভাবে দেখাও। (নৌকাটি এর চেয়ে জোরে চালানাে সম্ভব নয়)

(ঙ) নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত ছিল তা নির্ণয় করাে।

(চ) এখন এই নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকাটির বেগের ও সময়ের কোনাে পরিবর্তন করতে হবে কিনা? গাণিতিক যুক্তি বিশ্লেষণ করাে।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি): পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্য কিলােমিটার এককে এবং বেগ কিলােমিটা ঘন্টা এককে পরিমাপ করতে হবে।

এইচএসসি পদার্থ বিজ্ঞান প্রথম পত্র এসাইনমেন্ট সমাধান ২০২১

এইচএসসি পদার্থ বিজ্ঞান ২য় পত্র এসাইনমেন্ট ২০২১

অ্যাসাইনমেন্ট প্রশ্ন:

(ক) এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার ২য় সূত্র লেখ। তিন প্রক্রিয়ায় [(1) পরিবহন (২) পরিচলন ও (৩)। বিকিরণ] তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করাে।

(খ) ধরাে তুমি 27° C তাপমাত্রায়, স্বাভাবিক চাপের এক গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমােষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করে চারগুণ করলে। এতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করাে।

(গ) সমোষ্ণ প্রক্রিয়ার প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কি না-ব্যাখ্যা করাে। হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃত কাজের মান নির্ণয় করাে।

(ঘ) সমচপি প্রক্রিয়ায় এক গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন চার গুণ প্রসারণে এনট্রপির পরিবর্তন হবে কিনা তা নির্ণয় করে দেখাও। সমাচাপ ও সমােষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের এই আয়তন। প্রসারণে এন্ট্রপির পরিবর্তনের তুলনা করাে।

(ঙ) কানোর চক্রকে তাপমাত্রা বনাম এন্ট্রপি লেখচিত্রের সাহায্যে অংকন করে এর বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো।

(চ) Fig: 1 এর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন এবং Fig: 2 এর। ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ অবস্থানান্তরের জন্য। নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা? উত্তরের পক্ষে যুক্তি চিত্রের আলােকে গাণিতিকভাবে ব্যাখ্যা করাে।

এইচএসসি পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র এসাইনমেন্ট সমাধান ২০২১

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান ১ম ও পদার্থ বিজ্ঞান ২য় পত্রের অ্যাসাইনমেন্ট সমাধান। ২০২১ সালের এইচএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply