শিক্ষা খবরশিক্ষা নিউজ

শিক্ষার্থীদের ৩১ আগস্টের মধ্যেই টিকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সচিব মাহবুব হোসেন বলেছেন, শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীদের ৩১ আগস্টের মধ্যেই টিকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। একাত্তর টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

আরো পড়ুন- ১৮ বছরের উর্দ্ধের সকল শিক্ষার্থীদের টিকা গ্রহণের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের 

মাউশির সচিব মাহবুব হোসেন বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলে তবেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে তার আগে আরেকটি শর্ত পূরণ করা হবে সরকারের পক্ষ থেকে। সেটা হলো- সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং ১৮ বছরের ঊর্ধ্বের শিক্ষার্থীদেরকে টিকার আওতায় নিয়ে আসা।

মাহবুব হোসেন আরও বলেন, ১৮ বছরের নিচের শিক্ষার্থীদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে। তবে বাকি শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীদের ৩১ আগস্টের মধ্যেই টিকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। সে অনুযায়ী ইতোমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। আমাদের দিক থেকে সব রকম প্রস্তুতি সম্পন্ন করে রাখতে চাই, যেন সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায়।’

এদিকে ১৮ বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে টিকা দেওয়া নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ১৮ বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে টিকা নেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ ও নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হলো।

মন্ত্রী পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ আগস্ট ২০২১ তারিখ হতে ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয় পত্র (এনআইডি কার্ড) ব্যবহারপূর্বক রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা দেওয়া হবে। ১৮ বছরের উর্দ্ধের অথচ এনআইডি কার্ড নেই এ ধরণের জনগােষ্ঠীকে বিশেষ প্রক্রিয়ায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পর্যায়ক্রমে টিকা দেওয়ার ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি জনসাধারণকে টিকাদান কেন্দ্রে নেয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় দেড় বছর হতে চললো, বন্ধ আছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। একের পর এক বাড়ানো হচ্ছে ছুটির মেয়াদ। মাঝে একবার খোলার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল, ঠিক তখনই আঘাত হাতে সংক্রমণের দ্বিতীয় ঢেউ।

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ১৭ মার্চ থেকে বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান। ছুটি কয়েক দফায় বাড়িয়ে ৩১ আগষ্ট পর্যন্ত করা হয়েছে। সংক্রমণের প্রথম ঢেউ অনেকটা কমে আসার পর চলতি বছরের ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ নির্ধারণ করা হয়েছিল। সকল প্রকার প্রস্তুতিও নেওয়া হয়েছিল সেভাবে। কিন্তু তার পরপরই দেশে আঘাত হানে ভাইরাসটির দ্বিতীয় ঢেউ। যার ফলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply