অ্যাসাইনমেন্টউন্মুক্ত বিশ্ববিদ্যালয়

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি-এইচএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট প্রকাশ

করোনার কারণে শিক্ষার্থীদের বিকল্প মূল্যায়ন হিসেবে ষষ্ঠ থেকে এইচএসসি পর্যায় পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। ষষ্ঠ-নবম, এসএসসি-এইচএসসি ও মাদরাসার দাখিল-আলিমের কয়েক সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। এবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বাউবি ওপেন স্কুলের এসএসসি, এইচএসসি প্রোগ্রামের শিক্ষার্থীদের বিকল্প মূল্যায়ন হিসেবে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করা হয়েছে৷ ইতোমধ্যে বাউবির এসএসসি – এইচএসসি পরীক্ষার্থীদের এসাইনমেন্ট বাউবির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১০আগস্ট) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এসএসসি পর্যায়ে নৈর্বাচনিক আটটি বিষয়ে এবং এইচএসসি পর্যায়ে নৈর্বাচনিক পাঁচটি বিষয়ে এ অ্যাসাইনমেন্ট স্বহস্তে লিখে নির্দিষ্ট স্টাডি সেন্টারে জমা দিতে হবে। বাউবির ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি-এইচএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বাউবির ওয়েব পেজ bou.ac.bd ও bou.ac.bd/index.php/schools/open-school দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

 Bangladesh Open University (BOU) SSC HSC Assignment 2021 pdf download link

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি-এইচএসসি অ্যাসাইনমেন্ট সংক্রান্ত নির্দেশনা

• প্রতিটি অ্যাসাইনমেন্টের শব্দ সংখ্যা সর্বোচ্চ ৪০০ এর মধ্যে থাকতে হবে।
• অ্যাসাইনমেন্ট A4 অফসেট পেপারে নিজ হাতে লিখে প্রতিটি কোর্সের জন্য পৃথকভাবে বাঁধাই করতে হবে। উল্লেখ্য, টাইপ করা অ্যাসাইনমেন্ট জমা দেয়া যাবে না।
• প্রথম পাতায় সূচিপত্র দিতে হবে এবং সে অনুযায়ী প্রতিটি অ্যাসাইনমেন্ট এর পাশে পৃষ্ঠা নম্বর লিখতে হবে।
• অ্যাসাইনমেন্ট কপি করা যাবে না অর্থাৎ নিজের ভাষায় লিখতে হবে। অ্যাসাইনমেন্ট কপি করলে সেটি বাতিল করা হবে।
• কোনাে বই থেকে অ্যাসাইনমেন্টের উত্তর সরাসরি লিখে দেওয়া যাবেনা। অন্য কোনাে উৎস থেকে যে কোনাে তথ্য ব্যবহার করলে তার সঠিক তথ্যসূত্র উল্লেখ করতে হবে।
• বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট/আঞ্চলিক েন্দ্র। উপ-আঞ্চলিক কেন্দ্র/ স্টাডি সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন সংগ্রহ করা যাবে।
• প্রয়ােজনে নির্ধারিত সময়ে স্টাডি সেন্টার থেকে অ্যাসাইনমেন্টের ফিডব্যাক সংগ্রহ করতে হবে।
• অ্যাসাইনমেন্ট লেখা শেষ হলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে জমা দিতে হবে এবং
• অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় নির্ধারিত স্থানে অবশ্যই স্বাক্ষর করতে হবে। প্রতিটি কোর্সের অ্যাসাইনমেন্ট জমাদানের সময় কভার পৃষ্ঠার ফটোকপিতে রিসিভ করিয়ে নিতে হবে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মানবন্টন

এসএসসি প্রােগ্রাম: এসএসসি প্রােগ্রামের প্রতি বিষয়ের অ্যাসাইনমেন্টের মােট নম্বর হবে ৮০ এবং প্রতিটি অ্যাসাইনমেন্টের নম্বর ১০। টিউটরগণ শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে নম্বর প্রদান করবেন। সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট একই প্রক্রিয়ায় মূল্যায়ন করতে হবে। পরবর্তীতে প্রয়ােজনীয় ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষার্থীদের নম্বর/গরেডিং কনভার্ট বা অন্য কোনাে প্রক্রিয়ায় সম্পাদন করতে পারবে।

এইচএসসি প্রােগ্রাম: এইচএসসি প্রােগ্রামের প্রতি কোর্সের অ্যাসাইনমেন্টের মােট নম্বর হবে ৫০ এবং প্রতিটি অ্যাসাইনমেন্টের নম্বর ১০। টিউটরগণ শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে নম্বর প্রদান করবেন। সকল কোর্সের অ্যাসাইনমেন্ট একই প্রক্রিয়ায় মূল্যায়ন করতে হবে। পরবর্তীতে প্রয়ােজনীয় ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষার্থীদের নম্বর/গ্রেডিং কনভার্ট বা অন্য কোনাে প্রক্রিয়ায় সম্পাদন করতে পারবে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি-এইচএসসি অ্যাসাইনমেন্ট মূল্যায়ন প্রক্রিয়া

এসএসসি ও এইচএসসি প্রােগ্রামের অ্যাসাইনমেন্টসমূহ বর্ষভিত্তিক মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে প্রতিটি স্টাডি সেন্টারের সংশ্লিষ্ট টিউটর শিক্ষার্থীদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে জমাকৃত অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে নির্দেশিত প্রক্রিয়ায় জমা প্রদান করবেন। মূল্যায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে টিউটরগণকে বর্ণিত বিষয়সমূহ অনুসরণ করতে হবে।

অ্যাসাইনমেন্ট সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার সময় জমাকরণ শিটে শিক্ষার্থীর স্বাক্ষর নিশ্চিত করতে হবে। প্রতিটি অ্যাসাইনমেন্ট নির্দেশিত প্রক্রিয়ায় মূল্যায়ন করতে হবে। এছাড়া মূল্যায়নের সময় প্রযােজ্য ক্ষেত্রে প্রয়ােজনীয় ফিডব্যাক প্রদান করতে হবে।

প্রাপ্ত নম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নম্বরপত্রের ছকে তুলতে হবে। কোনাে অ্যাসাইনমেন্টে কপি বা হুবহু কিছু পাওয়া গেলে সেটি বাতিল বলে গণ্য হবে এবং মন্তব্য কলামে কারণ লিখতে হবে। অ্যাসাইনমেন্ট জমা প্রদান না করা শিক্ষার্থীদের নামের পাশে লাল কালিতে চিহ্নিত করতে হবে।

সকল শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে স্টাডি সেন্টার সমন্বয়কারীর নিকট জমা প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী নম্বরপত্রসমূহ নির্ধারিত স্থানে প্রেরণ করতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি এইচএসসি অ্যাসাইনমেন্ট এর প্রশ্নের ধরণ

শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য অ্যাসাইনমেন্টসমূহের প্রশ্ন নিম্নোক্ত ধরণের হতে পারে

কোনাে পাঠ বা ইউনিটের বিষয়বস্তুর উল্লেখযােগ্য অংশ প্রস্তুতকরণ। কোনাে প্রশ্ন বা বিষয়ের বর্ণনা বা বিবরণ অথবা আলােচনা। এক বা একাধিক অংশ সম্বলিত প্রশ্ন।কোনাে বিষয়ের আবেদন বা প্রতিবেদন প্রস্তুতকরণ গ্রাফিক্যাল উপস্থাপনা ও বর্ণনা। টীকা অথবা সংক্ষিপ্ত প্রশ্ন। ব্যবহারিক কাজ প্রভৃতি।

এদিকে করোনার কারণে আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিকল্প হিসেবে অ্যাসাইনমেন্ট দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। একই সঙ্গে আলিম ও দাখিল পরীক্ষার অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply