বিসিএস

৪০তম বিসিএস এর চলমান মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত

করোনা পরিস্থিতির অবনতির কারণে ৪০তম বিসিএস এর চলমান মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আর বলা হয়, সংশ্লিষ্ট সকলকে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরে জানানো হবে।

এদিকে, ৪২তম বিসিএসের (বিশেষ) ফল প্রকাশিত হয়েছে। বিশেষ এ বিসিএস পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন। কমিশনের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ৪২তম বিসিএস পরীক্ষার ফল জানা যাবে।

PSC<Space>42<Space>Registration Number লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

এছাড়া আজ ৪৩তম বিসিএস পরীক্ষার অনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। সোমবার (২৯ মার্চ) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংবাদ মাধ্যমে এবং পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply