বিসিএসরেজাল্ট

৪১তম বি.সি.এস. এর লিখিত পরীক্ষার ফলাফল ২০২২ দেখুন 

বাংলাদেশ কর্ম কমিশনের ৪১তম বি.সি.এস. এর লিখিত পরীক্ষার ফলাফল ২০২২ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েবসাইটে ৪১তম বিসিএস. এর লিখিত পরীক্ষা ২০১৯ এর ফলাফল প্রকাশ করা হয়। একচল্লিশ তম বিসিএসের লিখিত পরীক্ষার রেজাল্ট দেখুন এখানে।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণে ৪১তম বি.সি.এস, পরীক্ষা-২০১৯ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে [provisionally] ১৩০০০ জন প্রার্থী
উত্তীর্ণ হয়েছেন। সাময়িকভাবে [proVisionalIy] উত্তীর্ণ প্রার্থীদের [সাধারণ ক্যাডার, সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার, কারিগরি/পেশাগত ক্যাডার রেজিস্ট্রেশন নম্বর মেধাক্রম অনুযায়ী প্রকাশিত হয়েছে।

প্রকাশিত ফলাফলে পরবর্তীকালে যে কোন বিধিসম্মত কারণে সংশােধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংরক্ষণ করে।

পরবর্তীকালে কোনো সময় কোনো প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে, চাহিদাকৃত কাগজপত্রাদির ঘাটতি থাকলে, দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোনো জাল সাটিফিকেট দাখিল করলে, অসদুপায় অবলম্বন করলে,
প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর অসম্পূর্ণতা [Substantively lncomplete] থাকলে বা দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা হলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা
বাতিলসহ কমিশন কর্তৃক অনুষ্ঠেয় পরবর্তী যে কোনো পরীক্ষার জন্য প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা যাবে।

এমনকি, সার্ভিসে নিয়োগের পরও উক্তরূপ কোনাে তথ্য প্রকাশ ও তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে চাকুরি হতে বরখাস্তকরণ ছাড়াও তার বিবুদ্ধে বিধিসম্মত/আইনানুগ যে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

উল্লেখিত ফলাফল কমিশনের www.bpsc.gov.bd এবং Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে তাছাড়া Teletalk BD Ltd. এর মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো মােবাইল হতে Sms করে ৪১ তম বি.সি.এস. পরীক্ষা-২০১৯ এর লিখিত পরীক্ষার ফলাফল জানা যাবে:

Format : PSC<Space>41<Space> Registration Number লিখে 16222- নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজ রেজিষ্ট্রেশন নম্বর সহ passed for general Cadre/General and Technical-Professional Cadres/Technical Cadres অথবা Failed হিসেবে ফলাফল পাওয়া যাবে।

Example: PSC 41 123456 Send to 16222.

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

৪১তম বি.সি.এস. এর লিখিত পরীক্ষার ফলাফল ২০২২

৪১তম বি.সি.এস. পরীক্ষা-২০১৯ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ডিসেম্বর-
২০২২ এর ১ম সপ্তাহ থেকে অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে পত্রিকা এবং কমিশনের ওয়েবসইটে
প্রকাশ করা হবে।

প্রকাশিত ফলাফলে পরবর্তীকালে যে কোন বিধিসম্মত কারণে সংশােধনের প্রয়োজন হলে তা সংশোেধন করার
অধিকার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংরক্ষণ করে।

পরবর্তীকালে কোনো সময় কোনো প্রার্থীর যাগ্যতার ঘাটতি পাওয়া গেলে, চাহিদাকৃত কাগজপত্রাদির ঘাটতি
থাকলে, দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোনো জাল সাটিফিকেট দাখিল করলে, অসদুপায় অবলম্বন করলে,
প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর অসম্পূর্ণতা [Substantively lrncomplete] থাকলে বা
দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা হলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা
বাতিলসহ কমিশন কর্তৃক অনুষ্ঠেয় পরবর্তী যে কোনাো পরীক্ষার জন্য প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা যাবে।

এমনকি, সার্ভিসে নিয়োগের পরও উক্তরূপ কোনাে তথ্য প্রকাশ ও তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে চাকুরি
হতে বরখাস্তকরণ ছাড়াও তার বিবুদ্ধে বিধিসম্মত/আইনানুগ যে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “৪১তম বি.সি.এস. এর লিখিত পরীক্ষার ফলাফল ২০২২ দেখুন 

Leave a Reply