৪১তম বিসিএস এর বুক লিস্ট / তালিকা 2020 নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। 41st BCS Book List 2020 Download Online PDF যারা ৪১ তম বিসিএস দিবেন তাদের সবারই চিন্তা কী কী বই পড়বেন। বিশেষ করে একটু কম পড়ে যদি প্রিলিতে টিকা যায় তাহলে তো ভালোই। যাই হোক আমাদের যে বই গুলো পড়তে হবে তা নিম্নে দেয়া হলোঃ
১-বাংলাঃ বাংলার জন্য শুধু প্রফেসরস সিরিজ এর বই এবং বাংলা সাহিত্য জিজ্ঞাসা। এই দুইটা বই মিলিয়ে পড়তে হবে ।এই দুইটা বই পড়লে আর ইনশাল্লাহ কিছুই লাগবে না।
২-ইংরেজীঃ ইংরেজী গ্রামারের জন্য কম্পিটিটিভ ইংলিশ এক্সাম (প্রফেসরস প্রকাশনী)
৩-ইংলিশ লিটারেচারঃ প্রিলিতে টিক্তে হলে ইংলিশ লিটারেচারে ১৫ তে মিনিমাম ৮/১০ পেতে হবে , এর জন্য শরিফ স্যারের লিটারেচার বই টা খুবই ভাল। তবে আমি ওরাকলের রিটারেচারের অংশ পড়ি।
আর ভোকাবুলারির জন্য ওরাকলের একটা বই আছে ১৮০ টাকা দাম।বইটা কিনে পড়েন। খুব ভাল বইটা।
৪- গনিতঃ শুধু ‘প্রফেসরস গনিত স্পেশাল’ অথবা খাইরুল ব্যাসিক ম্যাথ । আর কিছুই লাগবে না।
৫-বিজ্ঞানঃ শুধু ওরাকল পড়বেন। কোনো বোর্ড বই পড়বেন না।
৬-বাংলাদেশ বিষয়াবলিঃ প্রফেসরস সিরিজ এর বই
৭- আন্তর্জাতিক বিষয়াবলিঃ প্রফেসরস সিরিজ এর বই
৮-মানষিক দক্ষতাঃ এসুরেন্স বা খাইরুল ।কারন অন্য বইতে ব্যাখ্যা নাই কিন্তু এসুরেন্সে আছে।
৯-কম্পিউটারঃ প্রফেসরস বা ইজি ককম্পিউটার।
১০- নৈতিকতা ও সুশাসনঃ যেকোনো সিরিজ এর বই।
.১১- আর সবচেয়ে গুরুতবপুর্ণ হল প্রতিদিন জব সলুশন পড়বেন। জব সলুশন তিন বার শেষ না করে এক্সাম হলে যাবেন না। জব সলুশন প্রফেসরস অথবা ওরাকল একটা কিনলেই হল।
আর সার্কুলার দিলে ‘সাম্প্রতিক পড়তে হবে। সাপ্রতিকের জন্য ৩০ টাকা মূল্যের যে কোনো বই।