ক্যাম্পাসশিক্ষা নিউজ

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরুর সময় নির্ধারণ

অক্টোবরের প্রথম সপ্তাহে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে পারে। তবে করোনা পরিস্থিতির কারণে শুধু অনলাইনে এই ক্লাস চলবে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিলে সরাসরি ক্লাস নেয়া যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সাংবাদিকদের এ কথা বলেন।

এদিকে অক্টোবরের মাসে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরুর চিন্তা করছে সরকার। ১ অক্টোবর বাজারে এই ক্লাসের পাঠ্যবই বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর, চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

আরো পড়ুন- একাদশ শ্রেণিতে ভর্তি হতে কলেজে যেসব কাগজপত্র জমা দিতে হবে

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কলেজে গিয়ে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের তাদের মনোনীত কলেজে গিয়ে ভর্তি হবে। ভর্তির ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা ইতোমধ্যে সরকার প্রকাশ করেছে। এরপরও ৮ সেপ্টেম্বর পৃথক দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এম.পি.ও.ভুক্ত মফস্বল/ পৌর (উপজেলা) এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে ১,০০০/-(এক হাজার) টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২,০০০/-(দুই হাজার) টাকা, ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটান এলাকায় ৩০০০/-(তিন হাজার) টাকার বেশি নিতে পারবেন না।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে পাঁচ হাজার টাকার বেশি অর্থ আদায় করা যাবে না। আর ঢাকা মেট্রোপলিটন এলাকার আংশিক এমপিওভুক্ত বা এমপিওবহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন ও এমপিওবহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা দেয়ার জন্য শিক্ষার্থী ভর্তি ফি, সেশন চার্জ, উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ সাড়ে আট হাজার টাকা নিতে পারবে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান এবার দেড় হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।

একাদশ শ্রেণিতে ভর্তির মনোনীত প্রার্থীদের তাদের নির্দিষ্ট কলেজে ভর্তি ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কলেজে ভর্তি হতে হবে। কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীদের অবশ্যই কলেজের নিয়ম অনুসরণ করে ১৩ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। উক্ত তারিখের মধ্যে কলেজে গিয়ে ভর্তি হতে না পারলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply