ক্যাম্পাসশিক্ষা নিউজ

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ক্লাস রুটিন 2022 প্রকাশ Class Routine 6th to 10th

ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস রুটিন 2022 Class Routine 6th to 10th প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

প্রকাশিত ক্লাস রুটিন অনুযায়ী ২০২১ ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন ক্লাস হবে, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সপ্তাহে দুই দিন হবে, এদিকে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ক্লাস সপ্তাহে একদিন নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শনিবার ও বুধবার নবম শ্রেণি এবং রোববার ও বুধবার অষ্টম শ্রেণির ক্লাস নেওয়া হবে এছাড়াও সোমবার সপ্তম শ্রেণি এবং মঙ্গলবার ৬ষ্ঠ শ্রেণির ক্লাস হবে। আর চলতি বছরের এবং আগামী বছরের ১০ম/ এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন নিতে হবে বলে নির্দেশনায় স্মরণ করে দেওয়া হয়েছে।

রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৭টি করে সপ্তাহে মোট ৩৫টি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে;

 

এক শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি দৈনিক সমাবেশ ১৫ মিনিট, বিরতি ৩০ মিনিটসহ মোট ৬ ঘণ্টা ১০ মিনিট হবে;

 

দুই শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে প্রতি শিফটে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি দৈনিক সমাবেশ ১৫ মিনিট, বিরতি ২০ মিনিটসহ মোট ৫ ঘণ্টা ০৫ মিনিট হবে;

 

প্রথম শিফট সকাল ৭টায় শুরু হয়ে ১২.০৫ মিনিটে শেষ হবে। দ্বিতীয় শিফট ১২.২০ মিনিটে শুরু হয়ে ৫.২৫ মিনিটে শেষ হবে।

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস রুটিন 2022

 

মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস রুটিন 2022

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারি কমে আসায় সরকারিসিদ্ধান্তের প্রেক্ষিতে ১২/০৯/২০২১ খ্রি. থেকে সারাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চালু করা হয়েছে। তৎপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী ২০/০৯/২০২১ খ্রি. থেকে সারাদেশের মাধ্যমিক স্তরের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম নিম্নােক্ত সূচি অনুযায়ী পরিচালনা করার জন্য অনুরােধ করা হলাে।

নির্দেশনা আরো বলা হয়েছে, ১ম থেকে ৫ম শ্রেণির শ্রেণি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালনা করতে হবে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির (নিম্ন মাধ্যমিক) শ্রেণি কার্যক্রম মাধ্যমিকের (৬ষ্ঠ থেকে ৯ম) সাথে সামঞ্জস্য রেখে পরিচালনা করতে হবে।।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে সশরীরে ক্লাস শুরু হয়। শুরুতে পঞ্চম শ্রেণি এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন এবং অন্য শ্রেণিগুলোর ক্লাস সপ্তাহে একদিন করে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছিল সরকার।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply