ক্যাম্পাস

বুয়েট এর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ক্লাস অনলাইনে শুরু কাল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক শ্রেণির ২০২০-২০২১ শিক্ষাবর্ষের লেভেল-১, টার্ম-১ এর ক্লাস অনলাইনে শুরু হচ্ছে আগামীকাল শনিবার (২২ জানুয়ারি) থেকে। আজ শুক্রবার (২১ জানুয়ারি ২০২২) বুয়েটের সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে করে নবীন শিক্ষার্থীদের কোভিড-১৯ মহামারীর কারণে পিছিয়ে পড়াটার কিছুটা লাঘব হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষা গত ২০ ও ২১ অক্টোবর এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। কমিটি অল্প সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া শেষ করেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বুয়েটে সব লেভেল ও টার্মের ক্লাস একইসঙ্গে শুরু হয়। বর্তমানে বিভিন্ন লেভেল ও টার্মের ক্লাস চলমান আছে, যা শুরু হয়েছে ১৩ নভেম্বর এবং শেষ হবে ১২ এপ্রিল। নতুন শিক্ষার্থীদের ক্লাস দ্রুত চালু করতে বুয়েট কর্তৃপক্ষ আলাদাভাবে লেভেল-১, টার্ম-১ এর একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করেছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply