ক্যাম্পাসশিক্ষা নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সশরীর ক্লাস হচ্ছে না, হল খোলা

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সশরীর ক্লাস হচ্ছে না, হল খোলা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে গত ২১ জানুয়ারি দুই সপ্তাহের জন্য হল খোলা রেখে সশরীর ক্লাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান গত শনিবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আপাতত সশরীর ক্লাসে যাচ্ছে না।

 

তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ‘স্বাস্থ্যবিধি মেনে’ খোলা থাকছে। উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘জাতীয় সিদ্ধান্তের সঙ্গে কিছুটা মিল রেখেই আমাদের সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। আপাতত আমরা সশরীর ক্লাসে যাচ্ছি না। পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হলগুলো স্বাস্থ্যবিধি মেনে যেভাবে খোলা আছে, সেভাবেই খোলা থাকবে। পাশাপাশি অনলাইনে ক্লাস চলবে। বিভাগ-ইনস্টিটিউটগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে যেভাবে পরীক্ষা নিচ্ছে, তা–ও চলবে। ছোট ছোট ব্যবহারিক ক্লাসগুলোও সশরীরে চলছে। বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো আপাতত বেলা তিনটা পর্যন্ত চলছে।

 

Dhaka University is not having physical classes now, the hall is open. Due to the rise in corona infection, the university authorities declared the hall open for two weeks and closed physical classes on January 21. Dhaka University Vice-Chancellor. Akhtaruzzaman gave this information last Saturday afternoon. The ongoing holidays of educational institutions in the country have been extended for two more weeks due to uncontrolled coronavirus infection. In keeping with this decision of the government, the Dhaka University authorities are also not going to physical classes for the time being.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply