ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিকের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে ভর্তির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মানবিকের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে ভর্তির সুযোগ দেবে কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে নির্দিষ্ট কয়েকটি বিষয়ে ভর্তির সুযোগ পাবেন তাঁরা। মঙ্গলবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট; বিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও সমগোত্রীয় শাখার শিক্ষার্থীদের জন্য ‘বিজ্ঞান ইউনিট’; ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং চারুকলা ইউনিটে ভর্তি পরীক্ষা হবে।

 

বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিষয় এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

 

মানবিক শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান অনুষদের গণিত ও পরিসংখ্যানে ভর্তির জন্য বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি এবং গণিত/পরিসংখ্যান বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। মানবিক ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বিজনেস স্টাডিজ অনুষদের বিষয়ে ভর্তির জন্য ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি এবং অর্থনীতি/গণিত বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে।

 

‘ঘ’ ইউনিট আর না থাকায় বিজ্ঞানের বিষয়ে ভর্তির ক্ষেত্রে এ নিয়ম মানা হবে। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, মানবিক বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞানের কিছু বিষয়ে ভর্তি হতে পারবে। এ জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। বিষয়গুলো ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে।

 

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস সামাদ বলেন, মানবিকের শিক্ষার্থীরা পদার্থ, রসায়ন বা জীব বিজ্ঞানের মতো বিষয়ে পড়তে পারবে না। তবে গণিত, পরিসংখ্যান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞানের মত কয়েকটি বিষয়ে তারা ভর্তি হতে পারবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply