শিক্ষা নিউজ

প্রতিবন্ধী ভাতার আবেদন করার নিয়ম ২০২২ PDF Download

প্রতিবন্ধী ভাতার আবেদন করার নিয়ম ২০২২ Protibondi Vata abedon Korar niyom 2022 PDF Download। ডিজিটাল তথ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার তথ্য বাতায়ন নামে একটি তথ্যসেবা চালু করেছে। এই তথ্য বাতায়ন থেকে আপনি তথ্য পেতে পারেন খুব সহজেই।আসুন জেনে নিই আবেদন করার প্রক্রিয়া-

অনলাইন  https://mis.bhata.gov.bd/onlineApplication আবেদনের সময় সতর্কতার সঙ্গে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন এবং প্রেরণ বাটনে ক্লিক করার পূর্বে ভালো করে যাচাই করে নিন। অসতর্কতার জন্য কোন ভুল অথবা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রতিবন্ধী ভাতার আবেদন করার নিয়ম ২০২২ PDF Download

প্রতিবন্ধী ভাতার আবেদন করার নিয়ম ২০২২

১। আবেদন https://mis.bhata.gov.bd/onlineApplication ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক।

২। আবেদনের সময় যদি পেমেন্ট/ অর্থ পরিশোধের বিষয় থাকে তাহলে মোবাইল ব্যাংকিং বা ই-চালানের মাধ্যমে পরিশোধ করুন।

৩। আবেদন ফরমে ছবি (প্রযোজ্য হলে) ও স্বাক্ষর আপলোড করুন এবং যে সব কাগজপত্র আবেদনের সাথে দাখিল করা প্রয়োজন (সাইজ নির্দিষ্ট করে দেয়া হয়েছে ) সেগুলো “সংযুক্ত” অপশনে ক্লিক করে আপলোড করুন।

৪। “অফিস বাছাই করুন” অপশন হতে আবেদনটি যে অফিসে পাঠাতে চান সেই অফিস নির্বাচন করুন।

৫। এরপর ‘প্রেরণ’ বাটনে ক্লিক করুন। “আপনার আবেদনটি সফলভাবে প্রেরণ করা হয়েছে” মর্মে একটি বার্তা আসবে।

৬। আবেদন পাঠানোর পর আপনি একটি প্রাপ্তি স্বীকারপত্র পাবেন। এটি সংরক্ষণ করুন। পরবর্তীতে “আবেদনের সর্বশেষ অবস্থা” বাটনে ক্লিক করে এই নম্বরটি দিয়ে সর্বশেষ অগ্রগতি জানতে পারবেন।

৭। আপনি আবেদন প্রেরণ না করা পর্যন্ত আপনার সিস্টেমে তা খসড়া হিসেবে সংরক্ষিত থাকবে। পরবর্তীতে তা আপনি প্রেরণ করতে পারবেন।

প্রতিবন্ধী ভাতার আবেদন করার নিয়ম ২০২২
প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম অনলাইন

ভাতার আবেদন বিস্তারিত জানতে এই ওয়েবসাইট ঠিকানায় ভিজিট করতে পারেন  https://mis.bhata.gov.bd/onlineApplication or  http://online.forms.gov.bd

প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য ওয়েববেইজড এ্যাপ্লিকেশনসহ Disability Information System (www.dis.gov.bd) ডাটাবেইজ প্রস্তুত করা হয়েছে যা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

প্রতিবন্ধী ভাতার আবেদন বিজ্ঞপ্তিঃ

প্রতিবন্ধী ভাতার আবেদনের বিজ্ঞপ্তিঃ

প্রতিবন্ধিতার পরিচয় পত্র (আইডি কার্ড) প্রাপ্তির জন্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে নিম্নরুপ নির্দেশনা অনুসরণ করতে হবে:

১. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

২. শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে তার অভিভাবক অথবা কোন সংস্থা এই সাইট ব্যবহার করবেন।

৩. আবেদনকারীর জন্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।

৪. আবেদন ফরম এর মধ্যে আবেদনকারীর স্বাক্ষর এর জায়গায় স্বাক্ষর স্ক্যান করে বসাতে হবে।

৫. ভেলিড মোবাইল নম্বর এবং ই-মেইল এড্রেস থাকতে হবে।

৬. অনলাইন আবেদন ফরমটি আবেদনকারীর বর্তমান ঠিকানায় সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়ে দাখিল হবে।

৭. সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয় হতে প্রদত্ত সময় অনুযায়ী ডাক্তারী পরীক্ষার জন্য হাজির হতে হবে।

৮. ডাক্তারী পরীক্ষার জন্য হাজির হবার সময় অনলাইন আবেদন ফরম সাবমিটের প্রেক্ষিতে প্রাপ্ত প্রিন্টেড কপি সাথে আনতে হবে।

৯. সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয় হতে এসএমএস পাওয়ার পর পরিচয় পত্র (আইডি কার্ড) সংগ্রহ করতে হবে।

The rule for applying for disability allowance is 2022. The government has launched an information service called Information Batayan to bring digital information services to the doorsteps of the people. You can easily get information from this information. Let’s know the process of applying. Rules for applying for disability allowance 2022

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *