ক্যারিয়ারচাকরির বিজ্ঞপ্তি

মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে ফেলোশিপ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসাে) অধীনে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের স্পারসাে রিসার্চ ফেলোশিপ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে।

২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসাে) -এর নিম্নবর্ণিত ফেলােশিপের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ছকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

ফেলােশিপ ক্যাটাগরি: জুনিয়র রিসার্চ ফেলাে
ফেলােশিপের সংখ্যা: ২০ (বিশ) টি
ন্যূনতম শিক্ষাগত যােগ্যতা: স্নাতক পর্যায়ে অধ্যয়নরত
আবেদনকারীর ন্যূনতম বয়স (১লা ফেব্রুয়ারি,২০২২):
১৮ বছর
ফেলােশিপের পরিমাণ (টাকা): ১৮,০০০/- (আঠার হাজার) হতে ৩০,০০০/- (ত্রিশ হাজার)

ফেলােশিপ ক্যাটাগরি: রিসার্চ এসােসিয়েট
ফেলােশিপের সংখ্যা: ১০ দেশ টি
ন্যূনতম শিক্ষাগত যােগ্যতা: স্নাতক ডিগ্রিধারী
আবেদনকারীর ন্যূনতম বয়স(১লা ফেব্রুয়ারি,২০২২): ২৪ বছর (পুরুষ) ২৩ বছর (নারী)
ফেলােশিপের পরিমাণ (টাকা): ৩০,০০০/- (ত্রিশ হাজার) হতে ৬০,০০০/- (ষাট হাজার)

মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে ফেলোশিপ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২

আবেদনের নিয়ম ও শর্তাবলি-

• স্পারসাে রিসার্চ ফেলােশিপ নীতিমালায় বর্ণিত বিষয়/ক্ষেত্র, শর্ত, যােগ্যতা এবং অন্যান্য বিষয়াদি অনুসরণপূর্বক চেয়ারম্যান, স্পারসাে বরাবর আবেদন করতে হবে।

• এ সংক্রান্ত নীতিমালা/ আবেদনপত্রের ফরম www.sparrso.gov.bd এর নােটিশ বাের্ডে পাওয়া যাবে।

• সকল ডকুমেন্ট পিডিএফ আকারে নিমবর্ণিত ফরমেটে admin@sparrso.gov.bd বরাবর জমা দিতে হবে- “FirstName][LastName][DocumentType]” অথবা হার্ডকপি বন্ধ খামে প্রেরণ করতে হবে।

• আবেদনকারীকে ভালভাবে জানে এবং তার দক্ষতা সম্পর্কে তথ্য দিতে পারে এমন কোন শিক্ষক/প্রফেশনাল ব্যক্তি হতে “Letter of Recommendation for [JRF/RA] [First Name] [Last Name]” নামে একটি সুপারিশপ্রাপ্ত।

(Recommendation Letter) সুপারিশকারী কর্তৃক সরাসরি ই-মেইলে admin@sparrso.gov.bd বরাবর নির্ধারিত সময়সীমার মধ্যে প্রেরণ করতে হবে অথবা হার্ড কপি হলে বদ্ধ খামে আবেদন পত্রের সাথে সংযুক্ত করে প্রেরণ করতে হবে।

• প্রয়ােজনে কর্তৃপক্ষ ফেলােশিপ এর সংখ্যা, সময়কাল, টাকার পরিমাণ হ্রাস-বৃদ্ধি করতে পারবে।

• আবেদন, বাছাই প্রক্রিয়া ইত্যাদি কারণে কোন ভাতা প্রদান করা হবে না।

• আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৪ ফেব্রুয়ারী ২০২২, বেলা ১২:৩০ টা।

• যে কোন পরিস্থিতিতে স্পারসাে কর্তৃপক্ষ কোন আবেদনপত্র/ফেলােশিপ বিবেচনা/স্থগিতকরণ/বাতিলের পূর্ণ অধিকার রাখে।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply