ক্যারিয়ার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ হাজার নতুন শিক্ষক নিয়োগ দেয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ হাজার নতুন শিক্ষক নিয়োগ দেয়া হবে। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আগামীকাল রোববার মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ মিটিং করা হবে।বলেছেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

 

শনিবার সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন ও পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, মায়েরা বাচ্চাদের প্রথম শিক্ষক। বিদ্যালয়ের পাশাপাশি বাচ্চাদের পড়াশোনার বিষয়ে খোঁজখবর অভিভাবকদের নিতে হবে।  চরের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। ঢাকা যেতে এখন সাড়ে চার ঘন্টা লাগে। সব সমস্যার সমাধান দ্বিতীয় ব্রহ্মপুত্র (নামকরণ বঙ্গবন্ধু) সেতু। বাংলাদেশে প্রথম ঢাকা টু রৌমারী ইলেকট্রেনিক ট্রেন চালু করা হবে। পাশাপাশি চরশৌলমারী অঞ্চলে একটি টেক্সটাইল ভোকেশনাল করা হবে। দ্রুত এ অঞ্চলে গ্যাস সংযোগও চালু করার আশা রয়েছে।

 

শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে শহিদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ্, রংপুর বিভাগীয় প্রাথমিক উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান প্রমুখ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply