ক্যারিয়ারচাকরির বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি 2022 erecruitment.bb.org.bd

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংকে সমন্বিতভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক Bangladesh Bank Job circular 2022।  প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে ২২৫ জন প্রার্থী নিয়োগ পাবেন। ‘অফিসার ক্যাশ’ পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার ২০২২ – erecruitment.bb.org.bd। বিবি জব সার্কুলার 2022 বিভিন্ন পোস্টের জন্য প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার ২০২২ এর বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইটে সেইসাথে www.bb.org.bd বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে স্থাপন করা হবে।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ২০২১ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ এর ৯২২টি শূন্য পদ পূরণ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ জানুয়ারি রাত ১১.৫৯ এর মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদন ফি (অফেরতযোগ্য) ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ২০২১ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ এর ৯২২টি শূন্য পদ পূরণ করা হবে। এর মধ্যে সোনালী ব্যাংকে ৩৯৩ টি, জনতা ব্যাংক ৯৪, অগ্রণী ব্যাংক লিঃ ১৫০টি, রূপালী ব্যাংক লিঃ ২৫টি, বাংলাদেশ চেপেমেন্ট ব্যাংক লিঃ ২৬ টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ১৮৫ টি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ১৭ টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ১১টি, কর্মসংস্থান ব্যাংক ১৫টি এবং ইনভেন্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ০৬ টি শূন্য পদে নিয়োগ দেয়া হবে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংকে সমন্বিতভাবে নিয়ে বর্ণিত সংখ্যক শূন্য পদসমূহ প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online-এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নীচে তুলে ধরা হলো।

আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময়: ৩১/০১/২০২৩ তারিখ, রাত ১১.৫৯ টা। ৮। Verify Payment এবং Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময় ০৫/০২/২০২৩ তারিখ, রাত ১১.৫৯ টা।

আবেদন ফি: অফেরতযোগ্য টাকা ২০০/- টাকা দুইশত মাত্র) । ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MFS) “রকেট” এর মাধ্যমে Prepaid payment পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট একাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে।

Online Registration কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ নির্ধারিত হক পূরণের মাধ্যমে Online এ নিবন্ধনকরতঃ আবেদন করতে হবে। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি 2022

বাংলাদেশ ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি 2022

বাংলাদেশ ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি 2022
বাংলাদেশ ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি 2022

বাংলাদেশ ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি 2022

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

অবস্থান: সহকারী পরিচালক (জেনারেল)
মোট পোস্টের সংখ্যা: 225 (+-)
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল 2015 এর অধীনে, 22000-23100-24260-25480-26760-26760-28100-29510-30990-32540-34170-35880-37680-39570-41550-43630-41550-43630-45820-45820-45820-45820-45820-45820-5300
বয়স: সর্বোচ্চ 30 বছর

খ) মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী ব্যক্তির পুত্র/কন্যার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর

শিক্ষাগত প্রয়োজনীয়তা: পোস্ট গ্র্যাজুয়েশন বা 4 বছর যে কোনও বিষয়ে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সর্বনিম্ন একটি প্রথম শ্রেণি / বিভাগ রয়েছে। কোনও পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ যোগ্য হবে না
প্রাক-আবশ্যক: আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং স্বাক্ষর স্ক্যান বা ডিজিটাল প্রিন্ট।

আবেদনের শেষ তারিখ: 04.10.2022

 

পদের নাম: উপ-মহাব্যবস্থাপক/ভাইস প্রেসিডেন্ট
পদ সংখ্যা: ০৮ টি।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

পদের নাম: সহকারী-মহাব্যবস্থাপক/ডেপুটি ভাইস প্রেসিডেন্ট
পদ সংখ্যা: ২০ টি।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।

পদের নাম: সিনিয়র প্রিন্সিপাল অফিসার/এসিঃ ভাইস প্রেসিডেন্ট
পদ সংখ্যা: ৩২ টি।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

পদের নাম: সিস্টেম এনালিস্ট
পদ সংখ্যা: ০২ টি।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

পদের নাম: মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (হার্ড/নেট)
পদ সংখ্যা: ০২ টি।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক (জেনারেল) এর নিয়োগ সার্কুলার প্রকাশ ।
পদ সংখ্যা : ২২৫ । আবেদনের শেষ তারিখ : ১৫/০৬/২০২২ ।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সহকারি পরিচালক (জেনারেল)

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

Job ID : Job iD No উপ-মহাব্যবস্থাপক/ভাইস প্রেসিডেন্ট ১০১৪১, সহকারী মহাব্যবস্থাপক/ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ১০১৪২, সিনিয়র প্রিন্সিপাল অফিসার/এসিঃ ভাইস প্রেসিডেন্ট: ১০১৪৩, সিস্টেম এনালিস্ট ১০১৪৪ ও মেইনটিন্যান্স ইঞ্জিনিয়ার(হার্ড/নেট) :১০১৪৫ আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে।

আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখঃ সময় ২৬/০৯/২০২১ তারিখ, রাত ১১.৫৯ টা।

verify Payment (prepaid পদ্ধতি) এবং Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময় : ২৮/০৯/২০২১ তারিখ, রাত ১১.৫৯ টা। আবেদন ফি অফেরতযােগ্য টা, ২০০/- (টাকা দুইশত মাত্র) যা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর Payment Gateway ‘রকেট এর মাধ্যমে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট একাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে।

আবেদন পদ্ধতি:

Online Application Form: শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) -এর Online Application Form পূরণের মাধ্যমে Online আবেদন দাখিলের সময় ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে।

cv iD No. : বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতঃপুর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের বিদ্যমান CV ID No এবং Password ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থীগণ Online এ নিবন্ধন সম্পন্ন করলে একটি CV ID No এবং Password প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে।

প্রার্থীর বিবরণ: প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এসএসসি অথবা সমমানের সনদে যেভাবে লেখা আছে Online আবেদনে ঠিক সেভাবে লিখতে হবে।

প্রার্থীর বর্তমান ঠিকানা: প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়ােগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে।

প্রার্থীর স্থায়ী ঠিকানা: প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানা প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। অনলাইন আবেদনে উল্লিখিত প্রার্থীর স্থায়ী ঠিকানা বর্ণিত পদের ক্ষেত্রে কোনভাবেই পরিবর্তন যােগ্য নয়। তবে অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন দাখিলের পরে বিবাহবদ্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

ছবি (Photo): নতুন আবেদনকারীর ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই Online Application Form এর নির্ধারিত স্থানে 600×600 pixel এর কম বা বেশী নয় এবং file size 100 KB এর বেশি নয় এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তােলা প্রার্থীর রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত) scan করে আপলােড করতে হবে। ছবি তােলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদাকালাে ছবি এবং Informal ছবি গ্রহণযাগ্য হবে না।

স্বাক্ষর (Signature): নতুন আবেদনকারীর ক্ষেত্রে Online Application Form এর নির্ধারিত স্থানে 300×80 pixel এর কম বা বেশি নয় এবং file size 60 KB এর বেশি নয় এরূপ মাপের প্রার্থীর নিজের স্বাক্ষর scan করে আপলােড করতে হবে। আপলােডকৃত প্রার্থীর স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে প্রদত্ত হতে হবে।

অর্জিত ডিগ্রীর ফলাফলের তারিখ: পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রীর ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।

বিদেশী ডিগ্রীধারী প্রার্থী: প্রার্থী CO’ Level ও A’ Level পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বাের্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) এবং বিদেশী বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী প্রাপ্ত হলে দেশীয় সং্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইস্যকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের (শ্রেণিবিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ) তথ্য মৌখিক পরীক্ষার সময় চেকিং বাের্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

আবেদন ফি প্রদান পদ্ধতি: আবেদন ফি জমা দেয়ারপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে https://erecruitment.bb.org.bd/onlineapp/rocketpreepay.pdf ওয়েবসাইটে ভিজিট করতে হবে। Instant এবং Prepaid উভয় পদ্ধতিতে একজন আবেদনকারী নিজের অথবা এজেন্ট একাউন্ট এর মাধ্যমে ফি প্রদান করতে পারবেন।

Prepaid পদ্ধতি: রকেট অ্যাপস বা ম্যানুয়াল উভয় ক্ষেত্রেই ফি প্রদানের জন্য Biller ID হিসেবে Bankers Selection Committee Secretariat অথবা ৪৯৯ সিলেক্ট করতে হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট Job iD No, নিজ CVID No. এর ১ম অংশ {হাইফেনের (-) আগের অংশ}, ফি এর পরিমাণসহ প্রয়ােজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থী মােবাইলের মেসেজ অপশনে একটি Transaction ID (TxniD) নম্বর পাবেন । প্রাপ্ত TxnID নম্বর টি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই পৃথকভাবে Payment Verify সম্পন্ন করতে হবে; অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে।

Instant Payment পদ্ধতি: আবেদনের সময় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের Payment অপশন হতে Instant Payment নির্বাচন করলে প্রার্থী সরাসরি রকেট এর ১টি লিংক পাবেন। উক্ত লিংকের মাধ্যমে রকেট একাউন্ট হতে ফি প্রদানের পরপরই মােবাইলের মেসেজ অপশনে ১টি One Time Password (OTP) পাবেন। প্রাপ্ত OTP টি নির্ধারিত সময়ের মধ্যে লিংকের নির্দিষ্ট ফিন্ডে বসিয়ে প্রার্থীকে Payment Verify সম্পন্ন করতে হবে।

Verify Payment: Prepaid পদ্ধতিতে প্রার্থীগণকে ফি প্রদানের পর প্রাপ্ত TxnID বাংলাদেশ ব্যাংকের erecruitment সাইটের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে Payment Verify সম্পন্ন করতে হবে। Instant Payment পদ্ধতিতে প্রার্থীগণকে পৃথকভাবে Payment Verify করার প্রয়ােজন নেই।

Tracking Page সংগ্রহঃ Payment Verify হওয়ার পর প্রার্থীকে Tracking ID No সম্বলিত একটি Tracking Page প্রদান করা হবে। Tracking Page টি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। Tracking Page সংরক্ষণ করলেই প্রার্থীর আবেদন সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। নির্ধারিত সময়ের পরে কোনাে অবস্থাতেই Tracking Page এর Duplicate Copy সরবরাহ করা হবে না।

আবেদন করতে ক্লিক করুন   

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group