ক্যারিয়ার

ব্যাংক ভাইভার সেরা প্রস্তুতি যেভাবে নেবেন

ব্যাংক ভাইভার সেরা প্রস্তুতি যেভাবে নেবেন। বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে চাকরির ধাপ তিনটি-প্রিলিমিনারি, লিখিত, ভাইভা। ভাইভা হল ব্যাংকে চাকরির সর্বশেষ ধাপ। ভাইভার জন্য বরাদ্দকৃত নাম্বার হল ২৫। আপনি একজন ভাইভা প্রার্থী মানে প্রিলিমিনারি,লিখিত পাশ করে এসেছেন। এখন শুধু নিজেকে প্রকাশ করার পালা। আপনি কি পারেন তার চেয়ে বড় ব্যাপার হল ভাইভা বোর্ডে আপনি কি বলতে পারলেন-সেটাই মূখ্য।  লিখিত পরীক্ষা ভাল করেও যদি কেউ ভাইভা ফেইল করে তার চাকরি হবে না। তাই ভাইভা ভাল করাও জরুরী। ভাইভা ভাল করতে চায় নিজের উপর পূর্ণ আত্মবিশ্বাস আর কিছু বেসিক বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা। নিচের বিষয়গুলো সম্পর্কে অবশ্যই ধারণা নিয়ে যাবেন।

যেমন- নিজ সম্পর্কে জানা, নিজ জেলা , নিজ বিশ্ববিদ্যালয়, নিজ পঠিত সাবজেক্ট সম্পর্কে জানা, ব্যাংকে কেন চাকরি করতে চান, আপনার সাবজেক্টের সাথে ব্যাংকের কি সম্পর্ক, আপনার সাবজেক্টের একাডেমিক জ্ঞান ব্যাংকে কিভাবে কাজে লাগাবেন,করোনা মোকাবেলায় অর্থনীতিতে বাংলাদেশ ব্যাংকের অবদান, মুক্তিযুদ্ধ, সাম্প্রতিক নানা ইস্যু(বাংলাদেশ ও আন্তর্জাতিক) ইত্যাদি। এসব বিষয়ে প্রস্তুতির জন্য ভালোমানের একটি ব্যাংক ভাইভা বইয়ের সহায়তা নিতে পারেন। এ ক্ষেত্রে ৪৬ জন ব্যাংকারের বাস্তব অভিজ্ঞতার আলোকে রচিত এম এম মুজাহিদ উদ্দীনের ”ব্যাংকার’স ভাইভা বোর্ড” বইটি সংগ্রহ করতে পারেন। বইটি থেকে ব্যাংক ভাইভা সম্পর্কে পূর্ণ একটা ধারণা পাবেন বলে মনে করি।

 

পাশাপাশি ব্যাংকিং কিছু টার্ম সম্পর্কে ধারণা নিয়ে যাবেন। যেমন- সুকুক (ইসলামী বন্ড), ব্যাংক রেট (বর্তমানে ব্যাংক রেট ৪%),Repo Rate, Reverse Repo Rate, GNP, GDP, Money Market, Capital Market, Schedule Bank, Non-schedule Bank, SLR, CRR, BACH, BEFTN, RTGS, Treasury Bill, Bonds, Fiscal Policy, Monetary Policy ইত্যাদি। এসব বিষয়গুলো সম্পর্কে যদি আপনার স্পষ্ট ধারণা থাকে,ভাইভা বোর্ডে আপনি যেকোন প্রশ্ন আত্মবিশ্বাসের সাথে উত্তর করতে পারবেন বলে আশা করি। একটা ছোট্ট উদাহারণ দিয়ে শেষ করছি-ধরুণ আপনার  জন্মতারিখ পহেলা জানুয়ারি। এক্ষেত্রে বোর্ড আপনাকে প্রশ্ন করতে পারে-আগামী বছরের পহেলা জানুয়ারি আমাদের মধ্যে একজনের জন্য বিশেষ দিন। বিশেষ দিনটি কার বা পহেলা জানুয়ারি বিশেষ দিন কেন? এক্ষেত্রে আপনাকে কৌশল ও বিনয়ের সাথে উত্তর করতে হবে। সাধারণত মাথায় আসবে পহেলা জানুয়ারি ইংরেজি নববর্ষের প্রথম দিন বা ইংরেজি নববর্ষ। এটা অনেকেই বলবে। আপনি যদি কৌশলী হন বলতে পারেন স্যার দিনটি আমার জন্মদিন উপলক্ষে আমার জন্য বিশেষ দিন বা বোর্ডের চেয়্যারম্যান স্যারের জন্মদিন কিনা খেয়াল রাখুন। এ প্রশ্নটি কিন্তু বোর্ড আপনার ডকুমেন্টস দেখে বোর্ড আপনাকে করছে।

কোনো প্রশ্নের উত্তর না পারলে বিনয়ের সাথে ’সরি স্যার’ বলবেন। মুখে মুখে হাসি হাসি ভাব ধরে রাখুন। যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তর দেয়ার সময় তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিন। তর্ক করতে যাবেন না। কোনো বিষয়ে দ্বিমত পোষণ করলে বিনয়ের সাথে যুক্তি দিয়ে বলুন। তাই পরিশেষে বলব কৌশল ও বিনয়ের সাথে কথা বলে ভাইভা বোর্ডকে ইমপ্রেস করুণ আর সাফল্যের মুকুট ছিনিয়ে আনুন।

 

মিজানুর রহমান

সহকারী পরিচালক (জেনারেল)

বাংলাদেশ ব্যাংক, ঢাকা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply