ক্যারিয়ার

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। নিচে আবেদন ফরমসহ সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

পদের নাম, পদ সংখ্যা ও বেতন স্কেল

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

• পদের নাম: সিনিয়র সায়েন্টিফিক অফিসার
পদ সংখ্যা- ১০ (দশ) টি
বেতন স্কেল- ৩৫,৫০০-৬৭,০১০/- (গ্রেড-৬)

• পদের নাম: সিনিয়র ইঞ্জিনিয়ার (নিউক্লিয়ার)
পদ সংখ্যা- ০২ (দুই) টি
বেতন স্কেল- ৩৫,৫০০- ৬৭,০১০/- (গ্রেড-৬)

• পদের নাম: সিনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)
পদ সংখ্যা- ০২ (দুই) টি
বেতন স্কেল- ৩৫,৫০০-৬৭,০১০/- (গ্রেড-৬)

• পদের নাম: সিনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিকাল এণ্ড ইলেক্ট্রনিক্স)
পদ সংখ্যা- ০২ (দুই) টি
বেতন স্কেল- ৩৫,৫০০- ৬৭,০১০/- (গ্রেড-৬)

• পদের নাম: সিনিয়র ইঞ্জিনিয়ার (কম্পিউটার)
পদ সংখ্যা- ০১ (এক) টি
বেতন স্কেল- ৩৫,৫০০-৬৭,০১০/-(গ্রেড-৬)

• পদের নাম: সিনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)
পদ সংখ্যা- ০১ (এক) টি
বেতন স্কেল- ৩৫,৫০০-৬৭,০১০/- (গ্রেড-৬)

• পদের নাম: সিনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল)
পদ সংখ্যা- ০১ (এক) টি
বেতন স্কেল- ৩৫,৫০০-৬৭,০১০/- (গ্রেড-৬)

• পদের নাম: সায়েন্টিফিক অফিসার
পদ সংখ্যা- ০৪ (চার) টি
বেতন স্কেল- ২২,০০০- ৫৩,০৬০/- (গ্রেড-৯)

• পদের নাম: ইঞ্জিনিয়ার (নিউক্লিয়ার)
পদ সংখ্যা- ০১ (এক) টি
বেতন স্কেল- ২২,০০০- ৫৩,০৬০/- (গ্রেড-৯)

• পদের নাম: ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)
পদ সংখ্যা- ০২ (দুই) টি
বেতন স্কেল- ২২,০০০- ৫৩,০৬০/- (গ্রেড-৯)

• পদের নাম: ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স)
পদ সংখ্যা- ০২ (দুই) টি
বেতন স্কেল- ২২,০০০- ৫৩,০৬০/- (গ্রেড-৯)

• পদের নাম: ইঞ্জিনিয়ার (কম্পিউটার)
পদ সংখ্যা- ০১ (এক) টি
বেতন স্কেল- ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

পদের নাম: ইঞ্জিনিয়ার (কেমিক্যাল)
পদ সংখ্যা- ০১ (এক) টি
বেতন স্কেল- ২২,০০০-৫৩,০৬০/-(গ্রেড-৯)

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি 2021

অনলাইনে আবেদন সংক্রান্ত সময়সীমা 

• Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২২/০৩/২০২১ খ্রি. সকাল- ১০:০০টা।

• Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২১/০৪/২০২১ খ্রি., বিকাল- ০৫:০০ টা।

• উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে (baera.teletalk.com.bd) এই ঠিকানায় আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশমতে ছবি এবং স্বাক্ষর আপলোডের পর আবেদনপত্র সাবমিশন সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Previwe দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা হলে প্রার্থী একটি ইউজার আইডিসহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

• Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

• Online আবেদনপত্রে পুরণকৃত তথ্যেই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

• প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনাে প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:

• Online-এ আবেদনপত্র (Application Form) যথার্থভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ ApplicationPreview দেখা যাবে।

• নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটিApplicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

• Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনা Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য ৫০০/- (পাঁচশত) এবং টেলিটকের চার্জ বাবদ ৬০ (যাট ) টাকাসহ সর্বমােট ৫৬০/- (পাঁচশত যাট) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।

• এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না”।

প্রথম SMS: baera<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: baera ABCDEF

Reply: Applicant’s Name, Tk- (amount of money) will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type baera<space>Yes<space>PIN and send to16222.

দ্বিতীয় SMS: baera<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: baera YES XXXXXX.

Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BAERA Application for post XXXXXX User ID is (XXXXXX) and Password (XXXXXX).

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group