ক্যারিয়ারচাকরির প্রস্ততি

চাকরির ইন্টারভিউ দেয়ার আগে যেসব তথ্য জেনে রাখা জরুরী

চাকরির ইন্টারভিউ দেয়ার আগে যেসব তথ্য জেনে রাখা জরুরী তা জেনে নিন এই আর্টিকেল থেকে। Find out the important information you need to know before giving a job interview from this article. অনেকেই চাকরি জবস ইন্টারভিউ দেয়ার নামে প্রতারণা বা অসম্মানজনক পরিস্থিতির স্বীকার হয়েছেন।যাতে ফিউচারে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে না হয়,আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু দিকনির্দেশনা দিলাম!আশা করি অনেক উপকার হবে এবং প্রতারণা বা অসম্মানজনক পরিস্থিতি এড়াতে পারবেন !

চাকরীর ভাইভা দেয়ার আগে যে দিকনির্দেশনা গুলো মেনে চলবেন নিম্নে তা বর্ণনা করা হল।

(১) বেসরকারী বা কোম্পানী জবস সার্কুলারে যদি কোন রকমের পোস্ট (the post you want to hold such as SR,Manager etc) উল্ল্যেখ না থাকে,তাহলে সেখানে সাক্ষাৎকার দিতে যাবেন না।ঝামেলায় পড়তে পারেন অথবা আপনি অপমানিত হয়ে চলে আসতে পারেন।কারন যে প্রকৃতপক্ষেই আপনাকে জব দেয়ার জন্য ডাকবে,সে অবশ্যই আপনাকে আগে post সম্পর্কে অবিহিত করবে।এরপরেও যদি আপনি interview দিতে জন্য যান, দেখবেন সে আপনাকে তাদের product কিনতে বলতেছে অথবা তাদের product বিক্রি করে commision নিতে বলতেছে।বলি কি এটাতো জব না ভাই!এটা লেবারি!!!!একটা বেকার ছেলের product কেনার কতটুকু সামর্থ্য আছে আমার জানা নাই।আর যাদের সামর্থ্য আছে,তারা নিজেরাই Business করতে পারে।

চাকরির ইন্টারভিউ দেয়ার আগে যেসব তথ্য জেনে রাখা জরুরী

(২) যদি বেসরকারী বা কোম্পানী জবস সার্কুলারে salary উল্ল্যেখ না থাকে অথবা সার্কুলারে দেয়া ফোন নাম্বারে কল করেও যদি ঐ ব্যাক্তি salary বলতে অসম্মতি জানায়,তাহলে সেখানে যাবেন না interview দিতে।কারন একটা job-এর একটা নির্দিষ্ট post-এর জন্য একটা নির্দিষ্ট salary fixed করা থাকে অবশ্যই।এর পরেও যদি যান, তাহলে ঘটনা-১ এর মতো পরিস্থিতির সম্মুখীন হতে হবে!

(৩) কোন ব্যাক্তি যদি আপনাকে জব দেয়ার নাম করে security হিসেবে নগদ অর্থ(money) চায় অথবা আপনার main certificate চায়,তাহলে সেখানে আর যোগাযোগ করবেন না।মনে রাখবেন অর্থ(money) নয়,আপনার certificate-গুলোই আপনার security! আর আপনি তখনই আপনার main certicate গুলো জমা দেবেন যখন আপনি জানতে পারবেন যে কত salary তে,কোন post এ আপনাকে নিযুক্ত(appoint) করা হচ্ছে!অবশ্যই appointment letter পাওয়ার পর আপনার মূল কাগজপত্র জমা দিবেন এবং জমা দিয়ে ওই কাগজপত্রগুলো জমা দিয়েছেন এই মর্মে রশিদ নিবেন!

(৪) নতুন কোন সংস্থা(organization)-এ interview দেয়ার আগে কয়েকবার ভাববেন,কারন তাদের পরিচিতি কম।যেকোন সময় যেকোন দূর্ঘটনা ঘটতে পারে।পারলে ভালো রেফারেন্সের মাধ্যমে সেখানে ঢুকবেন, না হলে হয়!

পরিশেষে এটুকুই বলি বেকাররাও রক্তে মাংসে গড়া মানুষ।দুনিয়ায় সবাই কিছু না কিছু করছে,একদিন এই বেকারগুলোও কাজে ব্যাস্ত হয়ে যাবে,ভালো লাইফ লিড করবে।জব দেয়ার নাম করে, এদেরকে লেবার বানানোর চেষ্টা করবেন না অথবা প্রতারণা করবেন না!

Written By-
Md.Sohel Rana;
Rangpur;
BSc. in Industrial Engineering;
Rajshahi University of Engineering and Technology (RUET).

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply