শিক্ষা খবর

এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩

এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩। আগামী ২৬ নভেম্বর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। আজ রোববার সকালে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। ‘করোনার মধ্যে এইচএসসি নয়’ লেখা ব্যানার নিয়ে আজ ২৯ সেপ্টেম্বর এক দূরবন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা না নেয়ার দাবি জানিয়েছেন তারা।

 

আরো পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত কাল

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শহীদ মিনার প্রাঙ্গনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে এ দূরবন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশতাধিক এইচএসসি পরীক্ষার্থী অংশ নেন। তাদের ব্যানারে হ্যাশট্যাগে লেখা ছিল, নো এইচএসসি ডিউরিং করোনা।

দূরবন্ধনে অংশ নেয়া পরীক্ষার্থীরা বলেন, ‘আমরা চাই না করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হোক। এ কারণে স্বাস্থ্যবিধি মেনে এই দূরবন্ধনের আয়োজন করা হয়।’

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩

এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩

এসময় পরীক্ষা পিছিয়ে গেলে তারা ক্ষতির মুখে পড়বেন কিনা এমন প্রশ্নের জবাবে এক শিক্ষার্থী বলেন, ‘ক্ষতি তো হবেই। কিন্তু আমরা মনে করি, পরীক্ষার চেয়ে জীবন আগে। এজন্য পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছি আমরা।’

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে ওই পরীক্ষা স্থগিত রয়েছে। কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। এ বছর ১৩ লাখেরও বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় আংশগ্রহনের কথা রয়েছে।

এদিকে এইচএসসি পরীক্ষা আয়োজনের বিষয়ে আগামী ৩০ সেপ্টেম্বর দুপুরে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা দীপু মনি। শিক্ষামন্ত্রীর এই সংবাদ সম্মেলনের বিষয়টি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। শিক্ষামন্ত্রী ডা দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও এইচএসসি পরীক্ষা আয়োজনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply