শিক্ষা খবর

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বাছাই পরীক্ষার রেজাল্ট ২০২২ Fire Service and Civil Defense Department Selection Result 2022

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বাছাই পরীক্ষার ফলাফল ২০২২। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার [১২তম গ্রেড] পদের বাছাই পরীক্ষার ফলাফল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের “স্টেশন অফিসার” [১২তম গ্রেড] পদের বাছাই (MCQ Type) পরীক্ষার ফলাফল। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ‘স্টেশন অফিসার’ [১২ তম গ্রেড] [বিজ্ঞপ্তির তারিখ: ২৩.০২.২০২১; বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর-২৪] পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত ৩১.০৮.২০২২ খ্রিষ্টাব্দ তারিখে অনুষ্ঠিত বাছাই (MCQ Type) পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে নিয়ে উল্লিখিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীগণ লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বাছাই পরীক্ষার রেজাল্ট ২০২২ Fire Service and Civil Defense Department Selection Test Result 2022

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বাছাই পরীক্ষার রেজাল্ট ২০২২ Fire Service and Civil Defense Department Selection Test Result 2022

বাছাই পরীক্ষার ফলাফল ,লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্যাবলি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ প্রকাশ করা হবে।

‘করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারছি না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈশ্বিক মহামারি করোনার বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে কয়েক ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কওমি মাদ্রাসার ক্ষেত্রে এই ছুটি কার্যকর হবে না।

আজ সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব শিশু অধিকার দিবস এবং শিশু অধিকার সপ্তাহ ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেছেন, ‘করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারছি না। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এটা বাচ্চাদের জন্য সত্যিই খুব কষ্টের। কারণ ঘরের মধ্যে বসে থেকে কী করবে তারা?’

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় শিশুদের জন্য মিনি স্টেডিয়াম করে দেয়া হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে যৌথ পরিবার আছে। যৌথ পরিবারের শিশুদের খুব একটা কষ্ট হয় না। কারণ নিজের আত্মীয়-স্বজন সবার সঙ্গে সমবয়সী অনেক পাওয়া যায়। তাদের সঙ্গে মিলেমিশে খেলাধুলা করে, খুনসুটি করে, ঝগড়া করে আবার একসঙ্গে মিলে খেলাধুলা করে তাদের একটা সুন্দর পরিবেশ থাকে, কথা বলার একটা সুযোগ পায়।’
‘ভবিষ্যৎ নেতৃত্বে শিশুদের গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে’ উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘খাদ‌্য নিরাপত্তার পাশাপাশি শিশুর পুষ্টি চাহিদা পূরণের দিকে আমরা বিশেষ নজর দিয়েছি। খাদ‌্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং স্কুলে ঝড়েপড়া বন্ধে ফিডিংয়ের ব‌্যবস্থা করেছি। যাতে তারা স্কুলে থাকে।’

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply