শিক্ষা খবরশিক্ষা নিউজ

এসএসসি টেস্ট পরীক্ষার রেজাল্ট আগামী ২৬ অক্টোবরের মধ্যে

এসএসসি টেস্ট পরীক্ষার রেজাল্ট আগামী ২৬ অক্টোবরের মধ্যে প্রকাশ করতে হবে স্কুলগুলোকে। আর আগামী ৩০ অক্টোবর থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। ১৩ নভেম্বর পর্যন্ত ২০২৪ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। ফরম পূরণের ফি জমা দেয়া যাবে ১৪ নভেম্বর পর্যন্ত। এসব তথ্য জানিয়ে এসএসসির ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসির ফরমপূরণ বাবদ সর্বোচ্চ ২ হাজার ১৪০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের থেকে সর্বোচ্চ ২ হাজার ২০ টাকা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ২ হাজার ২০ টাকা ফি নিতে প্রতিষ্ঠানগুলোকে বলেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ ফিয়ের মধ্যে ব্যবহারিক ফিসহ কেন্দ্র ফি অন্তর্ভুক্ত বলেও জানিয়েছে বোর্ড।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

 

এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে পাস করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি একথা বলেছেন। করোনাকালীন পরিস্থিতি বিবেচনা করে এ পরীক্ষা বাতিল করা হয়েছে। এর ভাল মন্দ দিক নিয়ে বিতর্ক শুরু হয়েছে স্বাভাবিকভাবে।

আরো পড়ুন- এইচএসসিতে অটোপাস পুনর্বিবেচনা ও স্কুল খুলে দেওয়ার দাবি

এইচএসসির টেস্ট পরীক্ষায় ফেল করাদেরও পাস করানো দাবি জানিয়েছে অনেকে। সরকারের বিদ্যমান নিয়ম অনুযায়ী এই ব্যাচের যেসব ছাত্রছাত্রী কলেজের টেস্ট পরীক্ষায় পাস করতে পারেনি বা ফেল করানো হয়েছে তাদেরকে ফরম ফিলাপ করতে দেওয়া হয়নি।  তাই তারা এবারের পরীক্ষার্থীর তালিকা থেকে বাদ পড়েছে। তাদের সংখ্যা খুব বেশী হবে না।

বিভিন্ন কারণে টেস্ট পরীক্ষায় পাস করতে না পেরে তারা হতাশায় দিন কাটাচ্ছে তাদেরকে বিশেষ বিবেচনায় ও জেএসসি /এসএসসি এর রেজাল্টের ভিত্তিতে পাস করিয়ে দেওয়ার দাবি তুলেছেন অনেকে। যারা টেস্ট পরীক্ষায় পাশ করতে পারেননি তাদের বিগত জেএসসি ও এসএসসির দুটো সনদই আছে। যার ফলে তাদের জেএসসি ও এসএসসি পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে পাস করাতে কোন সমস্যা নেই।

আরো পড়ুন- এইচএসসির ফল ডিসেম্বরের শেষ সপ্তাহে, কমিটির কাজ শুরু

বিষয়টি মানবিক ও অন্যান্য দিক দিয়ে সুবিবেচনার দাবী রাখে বলে অনেকে জানিয়েছেন। তাদেরকে ২০২০ খ্রিষ্টাব্দের এই অটোপাসের আওতায় আনলে কোন ক্ষতি হবেনা বরং সরকারের সিদ্ধান্তটা আরো যুক্তিযুক্ত হবে বলে অনেকে মনে করেন।

এর আগে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা বাতিলে ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা দীপু মনি। এ পরীক্ষা বাতিল করে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে৷ বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা শিক্ষামন্ত্রী। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ বছর ১৩ লাখেরও বেশি নিবন্ধিত শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply