শিক্ষা খবর

বিএড কলেজের তালিকা 2024 জাতীয় বিশ্ববিদ্যালয় List of B.Ed Colleges

বিএড কলেজের তালিকা 2023 List of B.Ed Colleges 2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিএড ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২০ জানুয়ারি থেকে । চলবে ০৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত। বিএড ভর্তি কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীরা ফোন করে জানতে চান কোন কলেজ থেকে বিএড সনদ অর্জন করলে উচ্চতর স্কেল পাওয়া যাবে? তাদের জন্য সুখবর হচ্ছে ইতিপূর্বে যে ২৩ টি বেসরকারি টিটি কলেজ থেকে বিএড সনদ অর্জন করলে উচ্চতর স্কেল পাওয়া যেত সেই সিদ্ধান্ত বহাল রয়েছে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় গত ২৭-১০-২০২১ তারিখে একটি পত্রের মাধ্যমে সেটি পরিষ্কার করে দিয়েছে।

চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে, বেসরকারি টিটি কলেজ থেকে বিএড সনদ অর্জনকারী শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানের ক্ষেত্রে শিক্ষামন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. ফারুক হোসেন স্বাক্ষরিত ২৮-০১-২০১৬ তারিখে জারিকৃত পত্র অনুসরণ করতে হবে। সেই পত্রে বলা হয়েছে মহামান্য হাইকোর্টের রীট মামলা নং ৫০৩৮/২০০৯ এর রায়ের আদেশের বিরুদ্ধে আপিল নং ৯৯/২০১৪ মামলা এবং উদ্ভুত কনটেম্পট পিটিশন নং ১৫৩/২০১৪ এর আদেশের পরিপ্রেক্ষিতে কেবলমাত্র রিট আবেদনকারী বেসরকারি ২৩ টিটি কলেজ থেকে বিএড সনদ অর্জনকারী শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদান করতে হবে।

যুগ্মসচিব ড. মোঃ ফারুক হোসেন স্বাক্ষরিত ২৩ কলেজের মধ্যে চালু ১৭ কলেজের তালিকা নিচে দেওয়া হলোঃ

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বি এড কলেজ/ কলেজগুলোর নাম ও ঠিকানাঃ List of B.Ed Colleges 2022

(১) হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজ, সাতক্ষীরা। মোবাইল:- ০১৭১২-৯৭৬৬৮৯, ০১৭৫১৩৮০১৮৮, মেইল: hwattc@gmail.com

(২) মহানগর টিচার্স ট্রেনিং কলেজ, আজিমপুর, ঢাকা। মোবাইল:- ০১৭৮৬-০৮৮৫৫৫, মেইল:- mahanagarttcollege@gmail.com

(৩) হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন, চাঁদপুর। মোবাইল:- ০১৮১৪-৩৮৫১৯১, ০১৭১৩০৩৯৭৪৩, মেইল:- Hicehajigonj@gmail.com

(৪) আমিরুল ইসলাম কাগজী টিচার্স ট্রেনিং কলেজ, পাইকগাছা, খুলনা, মোবাইল:- ০১৯২৩-১০৫৩২৯,০১৭২০৫১৫৩২৫ ০১৯১২৯৫৬৯৬১, মেইল:- aikttcollege@gmail.com

(৫) পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজ, পিরোজপুর। মোবাইল:- ০১৭২০-৬২১৭৩৩

(৬) কলেজ অব এডুকেশন বি.এড. বরিশাল। মোবাইল:- ০১৭১৭৩৮৮৬২৫

(৭) মুন্সী মেহেরুউল্লা টিচার্স ট্রেনিং কলেজ, যশোর। মোবাইল:- ০১৭১১-৪২৩৫৯২

(৮) জয়পুরহাট বি.এড কলেজ, জয়পুরহাট। মোবাইল:- ০১৭০-৭৭১৫৪০০

(৯) মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ, মঠবাড়িয়া, পিরোজপুর। মোবাইল:- ০১৭১৪-৭২৯৬১৩

(১০) বগুড়া বি.এড কলেজ, বগুড়া, করতোয়া সড়ক,চরলোকমান কলোনী, বগুড়া। মোবাইল:- ০১৭১১-৩৬৩৫২৮

(১১) দক্ষিণ বঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ, পটুয়াখালী। মোবাইল:- ০১৭১২০৪৪৫৪৫ (অধ্যক্ষ)

(১২) কক্সবাজার টির্চাস ট্রেনিং কলেজ, কক্সবাজার। মোবাইল:- ০১৮১৯-০১৪৫৪৬

(১৩) পরশ পাথর টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম (সিইপিজেড গেইট এর বিপরীতে, ফ্রি পোর্ট মোড়)

(১৪) ড. মিয়া আব্বাস উদ্দীন টি.টি কলেজ, মোড়েলগঞ্জ, বাগেরহাট। মোবাইল:- ০১৭১৪-৫৭৩৬০০

(১৫) শিক্ষক প্রশিক্ষণ কলেজ,পালবাড়ী, যশোর। মোবাইল:- ০১৭১৬৩১৯৭২৬

(১৬) উপশহর টিচার্স ট্রেনিং কলেজ, মাগুরা রোড প্রাণী সম্পদ অফিসের সামনে। মোবাইল:- ০১৭১২-৩১১৩২৬

(১৭) মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ, এ,জি, একাডেমী, মাগুরা। মোবাইল:- ০১৭১৯৭৩০৬৫০।

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

Related searches tag:

এম এড কলেজের তালিকা

বি এড কলেজের তালিকা সিলেট

ঢাকা বিভাগের বেসরকারি বিএড কলেজের তালিকা/বি এড কলেজের তালিকা ঢাকা

সরকারি বিএড কলেজের তালিকা পশ্চিমবঙ্গ

বিএড কলেজে ভর্তি

বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply