শিক্ষা খবরশিক্ষা নিউজ

দেশে প্রথমবারের মতো জেএসসি ভোকেশনাল স্তর চালু

দেশে প্রথমবারের মতো জেএসসি ভোকেশনাল স্তর চালু। সারাদেশে ১৩৪ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৮৪ হাজার আসনে ৪৭ হাজার ৪৫৯ জন ভর্তি হয়েছে। সে হিসাবে মোট আসনের প্রায় অর্ধেক খালি থাকছে বলে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে। চলতি বছর থেকে কারিগরি ভোকেশনাল বা কারিগরি স্কুল চালু করতে ২০২১ সালে ২৫টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ জেএসসি ভোকেশনাল শিক্ষাক্রমে পাঠদান শুরু করে।

 

এ শিক্ষাক্রমে সাধারণ শিক্ষাধারার বিষয়গুলোর সঙ্গে ‘কর্মমুখী প্রকৌশল শিক্ষা’ নামের একটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়।সংশ্লিষ্টরা জানান, কারিগরি প্রি-ভোকেশনালে ভর্তিতে গত বছরের ডিসেম্বরে আবেদন শুরু হয়। গত জানুয়ারির মাঝামাঝি ভর্তি কার্যক্রম শেষ হয়। এতে সারাদেশের ১৩৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৮৪ হাজার ২৪০টি আসন তৈরি করা হয়।

 

সে অনুযায়ী ২০২২ সাল থেকে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড।জানা গেছে, এসব প্রতিষ্ঠানে মোট ১৪টি ট্রেড চালু করা হয়েছে। তার মধ্যে প্রতিটিতে চারটি করে ট্রেড রয়েছে। সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের এসব ট্রেডের উপরে প্রশিক্ষিত করে তোলা হবে। কারিগরি শিক্ষার বিস্তারে স্কুল পর্যায়ে ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

 

ষষ্ঠ শ্রেণিতে ১৬ হাজার ৪৪০টি আসনে ১১ হাজার ৫৩৪ জন, সপ্তম শ্রেণিতে ১৬ হাজার ৪৪০ আসনে ৮ হাজার ১০৩ জন, অষ্টমে ১৬ হাজার ৪৪০ আসনে ৭ হাজার ২০৯ জন এবং নবম শ্রেণিতে ৩৪ হাজার ৯২০ আসনে ২০ হাজার ৬১৩ জন ভর্তি হয়েছে। চারটি স্তরে মোট ৪৭ হাজার ৪৫৯ জন ভর্তি হয়েছে।

 

প্রথমবারের মতো প্রি-ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি নেওয়া হলেও মোট আসনের অর্ধেকের বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে। তবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ভর্তির হার বেশি হলেও অষ্টম ও নবম শ্রেণিতে কিছুটা কম রয়েছে।

 

For the first time in the country, the JSC Vocational level has been introduced. Across the country, 46,459 students have been admitted in 64,000 seats in 134 government technical schools and colleges from sixth to ninth class. As per him, about half of the total seats are vacant, according to the Department of Technical Education. In order to start technical-vocational or technical school from this year, in 2021, 25 technical schools and colleges started teaching in JSC vocational curriculum.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *