শিক্ষা খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২১ । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ক’ ইউনিটের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আজ। পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৬৮ হাজার ১১০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। Chittagong University (CU) ‘A’ unit admission test results 2021. Chittagong University (CU) ‘A’ unit graduation first year admission test today. 7,110 admitted students will participate in the examination.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ২০২১ । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল শুক্রবার (০৫ নভেম্বর) প্রকাশিত হবে। ইতিমধ্যে ফল প্রকাশে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ভর্তি কমিটি।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের ফল প্রকাশে আগামীকাল শুক্রবার (০৫ নভেম্বর) একটি সভা আহ্বান করা হয়েছে। সভায় আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের ফলাফল ২০২১ প্রকাশ করা হবে।

‘এ’ ইউনিটের ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ নাসিম হাসান বৃহস্পতিবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফল নির্ণয়ে বিশ্ববিদ্যালয়ে সরঞ্জামের সংকট থাকায় দ্রুত ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সময়ের মধ্য নির্ভুলভাবে ফল প্রকাশ করা যায়।

এর আগে, গত সোমবার (১ নভেম্বর) ও মঙ্গলবার (২ নভেম্বর) প্রতিদিন দুই শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে মোট পরীক্ষা দিয়েছেন ৪৪ হাজার ৮২৬ জন ভর্তিচ্ছু। যা মোট পরীক্ষার্থীর ৬৫ দশমিক ৮৩ শতাংশ।

বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে গঠিত এই ইউনিট। ইউনিটটিতে আসন রয়েছে এক হাজার ২১২টি।

সোমবার (১ নভেম্বর) ও মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ও বিকেল দুই শিফট মিলে মোট চারটি শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার দুই শিফটে অংশ নেবেন ১৭ হাজার ২৮ জন ভর্তিচ্ছু। বাকি শিক্ষার্থীদের পরীক্ষা আগামীকাল দুই শিফটে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে গঠিত এই ইউনিট। ইউনিটটিতে আসন রয়েছে এক হাজার ২১২টি।

প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply