শিক্ষা খবর

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার এবার সবচেয়ে বেশি

উচ্চমাধ্যমিক HSC পরীক্ষার ফলাফলে সারা দেশের মধ্যে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার এবার সবচেয়ে বেশি। এই বোর্ডে পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ পরীক্ষার্থী। ২০২০ সালের ফলাফলের (পরীক্ষা ছাড়াই) চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা প্রায় দ্বিগুণ।

 

গত বছর প্রকাশিত এইচএসসির ফলাফলে জিপিএ-৫ পান ১২ হাজার ৮৯২ পরীক্ষার্থী। যদিও করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা না হওয়ায় শতভাগ শিক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। এবারের HSC ফলাফলে যশোর বোর্ড শুধু দেশসেরাই না; অতীতের সব পরীক্ষার ফলাফলের রেকর্ড ভেঙে সবচেয়ে ভালো করেছে। আজ রোববার দুপুরে প্রকাশিত ফলাফলে এই চিত্র উঠে এসেছে।

 

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আহসান হাবীব বলেন, আগের বছরগুলোতে পরীক্ষার্থীরা ৬টি বিষয়ের ১৩টি পত্রের পরীক্ষা দিয়েছেন। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার পরীক্ষার্থীরা তিনটি বিষয়ের ছয়টি পত্রে সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে পরীক্ষায় বসেছেন। এ কারণে পরীক্ষার্থীরা সার্বিকভাবে ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছেন। ভালো ফলাফলের জন্য এবার মূল কৃতিত্ব শিক্ষার্থীদেরই। কারণ, এবার শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের তেমন কোনো সুযোগই পাননি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply